টেট প্রশ্নপত্রে ভুলের জের। পুজোর আগে ৪ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ আদালতের। আরও ৬৫ আন্দোলনকারীকে চাকরি দেওয়ার নির্দেশ। SLST চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। শারীরশিক্ষায় ৮২৪ জন ও কর্মশিক্ষায় ৫৮৫ জনকে নিয়োগের সম্ভাবনা। পুজোর আগেই জারি হবে নিয়োগ বিজ্ঞপ্তি। নতুন করে প্রাথমিক টেটের দিনক্ষণ ঘোষণা করল পর্ষদ। ১১ ডিসেম্বর হবে প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা। ১১ হাজার শূন্যপদে হবে নিয়োগ।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. পুজোর আগেই আরও ৬৫ জন টেট আন্দোলনকারীকে চাকরি দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। একইসঙ্গে বিভিন্ন জেলায় প্রায় ৪ হাজার শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। ১১ নভেম্বরের মধ্যে সেই নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
২০১৪ সালের টেট প্রশ্নপত্রে থাকা ৬টি ভুল নিয়ে মামলা হয় কলকাতা হাই কোর্টে। ২০২১ সালে প্রাথমিক শিক্ষা পর্ষদকে পরীক্ষার্থীদের অতিরিক্ত নম্বর দেওয়ার নির্দেশ দেয় আদালত। অতিরিক্ত নম্বর দেওয়ার পরই দেখা যায় বহু পরীক্ষার্থী টেটে পাশ করে গিয়েছেন। প্রশ্নপত্রে ভুল থাকায় এর আগে ১৮৭ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছিল আদালত। এবার সেই তালিকায় যোগ হল আরও ৬৫ জন। অন্যদিকে চাকরিপ্রার্থীদের দাবি ছিল, বিভিন্ন জেলায় ৩ হাজার ৯২৯ পদ ফাঁকা পড়ে আছে। এবার তাঁদের সকলকেই নিয়োগের নির্দেশ দিল আদালত।
2. নবম-দশম শ্রেণির কর্মশিক্ষা ও শারীরশিক্ষা চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পুজোর আগেই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হবে বলে ঘোষণা করল কমিশন।
সাড়ে পাঁচশো দিনেরও বেশি সময় ধরে নিয়োগের দাবিতে আন্দোলন করছেন ২০১৬ সালের SSC চাকরিপ্রার্থীরা। প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়, পরে ব্রাত্য বসুর সঙ্গেও বৈঠক হয় তাঁদের, যা ইতিবাচক বলেই জানিয়েছিলেন আন্দোলনকারীরা। সোমবার কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় নিয়োগের জন্য যাঁরা রাস্তায় আন্দোলন করছেন, তাঁদের নিয়োগ প্রক্রিয়া দ্রুতই শুরু হবে। কোন স্কুলে কত শূন্যপদ, তা বিকাশ ভবনের তরফ থেকে জানানো হবে। এই বিষয়টি স্পষ্ট হয়ে গেলেই বিজ্ঞপ্তি প্রকাশ করবে কমিশন। সূত্রের খবর, পুজোর আগেই সেই তালিকা মিলবে। শারীরশিক্ষায় ৮২৪ জন ও কর্মশিক্ষায় ৫৮৫ জনকে নিয়োগ করা হবে বলেও জানা গিয়েছে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।