বিশ্বকাপ শেষ হতেই শুরু আইপিএল-এর তোড়জোড়। নিলামের আগেই শাকিব-সহ ১২ জনকে ছেড়ে দিল KKR। মুম্বই হামলার বর্ষপূর্তিতে স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর। ‘মন কি বাত’ অনুষ্ঠান থেকে জঙ্গি হামলা নিয়ে সরব মোদি। টাকার বিনিময়ে প্রশ্ন ইস্যুতে তোলপাড় জাতীয় রাজনীতি। CBI তদন্তের জল্পনার মাঝেই আদানিকে ফের খোঁচা মহুয়ার। নেত্রীকে বেলাগাম তোপ দিলীপের। দু-সপ্তাহ পেরিয়েও অন্ধকারেই উত্তরকাশীর আটক শ্রমিকরা। উদ্ধারকাজে এবার মাঠে নামল সেনা। কাজের গতি বাড়াতে হায়দরাবাদ থেকে আনা হল যন্ত্রও।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. বিশ্বকাপ শেষ হতে না হতেই আইপিএল নিয়ে সরগরম ক্রিকেটমহল। এবার নিলামের আগে ১২ জন ক্রিকেটারকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। তবে কলকাতা ধরে রাখল শ্রেয়স আয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিংহ, সুযশ শর্মা, অনুকূল রায়, বেঙ্কটেশ আয়ার, হর্ষিত রানা, বৈভব আরোরা এবং বরুণ চক্রবর্তীর মতো ভারতীয় ক্রিকেটারদের। বিদেশিদের মধ্যে রেখে দেওয়া হয়েছে রহমনুল্লা গুরবাজ, জেসন রয়, সুনীল নারিন এবং আন্দ্রে রাসেলকে।
গতবারের নিলামে বাংলাদেশের শাকিব এবং লিটনকে কিনেছিল কলকাতা। এই দুই ক্রিকেটারের পাশাপাশি এবার ভারতের হয়ে বিশ্বকাপ খেলা শার্দূল ঠাকুরকেও ছাড়ল কেকেআর। লকি ফার্গুসন, টিম সাউদি, জনসন চার্লস, ডেভিড ভিসের সঙ্গে সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে আর্য দেশাই, নারায়ণ জগদীশন, মনদীপ সিংহ, কুলবন্ত খেজরোলিয়া এবং উমেশ যাদবকে। মনে করা হচ্ছে, নতুন মেন্টর গৌতম গম্ভীরের আমলে দলকে ঢেলে সাজানো হতে পারে। আসলে নিলামের আগে কোন কোন ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হবে সেই তালিকা জানানোর শেষ দিন ছিল রবিবার। সেখানে চেন্নাই, রাজস্থান ও লখনউ আটজন করে ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। তবে এদিনই স্পষ্ট হয়ে গেল, ২০২৪ আইপিএলেও মাঠে নামবেন মহেন্দ্র সিং ধোনি। দিল্লি ছেড়েছে ১১ জনকে। ঋষভ পন্থকে ক্যাপ্টেন হিসেবে রাখার পাশাপাশি ডেভিড ওয়ার্নার ও পৃথ্বী শাহকে ধরে রাখল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি। এদিকে হার্দিক পাণ্ডিয়া ট্রেড উইন্ডো দিয়ে গুজরাট টাইটান্স থেকে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরছেন বলেই শোনা গিয়েছে। সেক্ষেত্রে গুজরাট টাইটান্সের অধিনায়ক হওয়ার লড়াইয়ে এগিয়ে শুভমন গিল ও কেন উইলিয়ামসন।
2. ২০০৮ সালের ২৬ নভেম্বর গোটা দেশ শিউরে উঠেছিল মুম্বইয়ের জঙ্গি হামলার ঘটনায়। সেই ভয়ংকর ঘটনার বর্ষপূর্তিতে আক্রান্তদের পাশে দাঁড়িয়ে স্মৃতিচারণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ১০৬তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে সেই জঙ্গি হামলার প্রসঙ্গই উঠে এল তাঁর মুখে।
সাধারণত মাসের শেষ রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে ভাষণ দেন মোদি। এদিন মুম্বই হামলা নিয়ে কথা বলার পাশাপাশি আরও নানা বিষয়ে কথা বলেছেন মোদি। গতবারের মতো এবারও স্থানীয় পণ্য কেনায় জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। এমনকি ডেস্টিনেশন ওয়েডিংয়ের যে ট্রেন্ড শুরু হয়েছে, সেই বিদেশে বিয়ের প্রবণতা নিয়েও কথা বলেন তিনি। ‘ভোকাল ফর লোকাল’-এর দাবি তুলে তাঁর সোজা কথা, অন্য সব ক্ষেত্রে আমরা যেমন স্থানীয় পণ্য ব্যবহার করার কথা বলি, বিয়ের ক্ষেত্রে কেন নয়? এই বিয়ের মরশুমে প্রায় ৫ লক্ষ কোটি টাকা ব্যবসার সম্ভাবনা আছে বলেও আশা তাঁর। সকলকে ইউপিআই ডিজিটাল সিস্টেম ব্যবহারের আর্জিও জানান তিনি। সেই সঙ্গে ৩১ অক্টোবর থেকে শুরু হতে চলা দেশব্যাপী ‘মেরা যুব ভারত’ কর্মসূচির ঘোষণাও করলেন তিনি। তাঁর অনুষ্ঠানটিকে কেন্দ্র করে দেশে রেডিওর জনপ্রিয়তা নতুন করে বেড়েছে বলেই এদিন দাবি করলেন প্রধানমন্ত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।