পুরভোটে তৃণমূলের প্রার্থী হচ্ছেন ফিরহাদ-সহ ৬ বিধায়ক। জাতীয় স্তরের রণকৌশল নির্ধারণে সোমবার কালীঘাটে তৃণমূল ওয়ার্কিং কমিটির বৈঠক। SSC গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত নয়া মামলায় ডিভিশন বেঞ্চের দ্বারস্থ কমিশন। ১৫ ডিসেম্বর চালু আন্তর্জাতিক বিমান পরিষেবা। রাজ্যে শীত আসার খবর জানাল আবহাওয়া দপ্তর। ডিসেম্বরের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা রাজ্যে।
হেডলাইন:
আরও শুনুন: 25 নভেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- কলকাতা পুরভোট ১৯ ডিসেম্বর, ঘোষণা নির্বাচন কমিশনের
আরও শুনুন: 24 নভেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. কলকাতা পুরসভার কাজ সামলাতে অভিজ্ঞ, পুরনো সৈনিকদেরই ভরসা করল তৃণমূল। পুরপ্রশাসক ফিরহাদ হাকিম-সহ দেবব্রত (মলয়) মজুমদার, অতীন ঘোষ, দেবাশিস কুমার– পুর পরিষেবায় দক্ষ এই চার বিধায়ককে ফের পুরভোটের টিকিট দিচ্ছে দল। শুক্রবার সন্ধেবেলা সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
শুক্রবার সকাল থেকেই কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, নিজের বাসভবনে প্রার্থীতালিকা নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোটকৌশলী প্রশান্ত কিশোর, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম-সহ দলের শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, মহিলা ও যুব সমাজকে প্রাধান্য দিয়েই প্রার্থীতালিকা তৈরি হয়েছে। সম্প্রতি দিল্লি সফর থেকে ফিরেই উচ্চপর্যায়ের বৈঠক করে সেই তালিকায় সিলমোহর দিলেন তৃণমূল নেত্রী।
ইতিমধ্যেই কলকাতা পুরভোটের দিন ঘোষণা করা হয়ে গিয়েছে। যদিও সব পুরসভার বকেয়া ভোট একসঙ্গে করার দাবি নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ বিজেপি। তবে কলকাতা পুরভোটের বিজ্ঞপ্তি জারির ২৪ ঘণ্টার মধ্যে সুরবদল বিজেপির। একসঙ্গে পুরভোট না হলেও, একদিনে গণনা করার দাবিতে সরব বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
2. একুশের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ের পর জাতীয় স্তরে মাটি শক্ত করতে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। ইতিমধ্যেই সংগঠন চাঙ্গা করতে একাধিকবার ত্রিপুরা গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোয়া সফর করেছেন খোদ তৃণমূল সুপ্রিমো। বুধবার মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা-সহ ১২ জন কংগ্রেস বিধায়কের ঘাসফুল শিবিরে যোগদানের ফলে ওই রাজ্যে বিরোধী দলের আসনে উঠে এসেছে তৃণমূল। অর্থাৎ দিল্লির মসনদ দখলের লক্ষ্যে ধীরে ধীরে এগোচ্ছে তৃণমূল। কিন্তু জাতীয় স্তরে লড়াইয়ের রণকৌশল ঠিক কী হবে? তা নির্ধারণ করতে সোমবার অর্থাৎ ২৯ নভেম্বর বৈঠকে বসতে চলছে তৃণমূলের ওয়ার্কিং কমিটি।
জানা গিয়েছে, কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই আয়োজন করা হয়েছে ওয়ার্কিং কমিটির বৈঠক। দলনেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ওয়ার্কিং কমিটির ২১ সদস্যই উপস্থিত থাকবেন সেখানে। কীভাবে অন্য রাজ্যে নিজেদের মাটি শক্ত করা হবে, তা নিয়ে আলোচনা হবে বৈঠকে। অর্থাৎ রণকৌশল নির্ধারিত হবে এদিন। পাশাপাশি, সদ্য জাতীয় স্তরের যে নেতারা তৃণমূলে যোগ দিয়েছেন, তাঁদের কী দায়িত্ব দেওয়া হবে তা নিয়েও আলোচনা করা হবে। সূত্রের খবর, ২৯ তারিখের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে হরিয়ানার প্রাক্তন কংগ্রেস সভাপতি অশোক তানোয়ারকেও।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।