রামপুরহাটে তদন্তভার পেয়েই সক্রিয় সিবিআই। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে পুলিশি অভিযান। দক্ষিণ ২৪ পরগনা থেকে উদ্ধার বহু আগ্নেয়াস্ত্র। বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই ফলকনুমা এক্সপ্রেসের। ছন্দে ফিরছে মেট্রো পরিষেবা। ২৮, ২৯ মার্চ ভারত বনধ। ফের মানবতার নজির আসানসোলের ইমাম রশিদির। ১ এপ্রিল থেকেই বাড়তে চলেছে ৮০০টি অত্যাবশকীয় ওষুধের দাম।
হেডলাইন:
আরও শুনুন: 25 মার্চ 2022: বিশেষ বিশেষ খবর- রামপুরহাট কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ, ঘটনাস্থলে ফরেনসিক টিম
বিস্তারিত খবর:
1. রামপুরহাট কাণ্ডে তদন্তভার পেয়েই সক্রিয় সিবিআই। শনিবার বগটুইয়ে গিয়েছিলেন সিবিআইয়ের তিরিশ জন আধিকারিকের একটি দল। নেতৃত্বে ছিলেন ডিআইজি সিবিআই অখিলেশ সিং। তিনটি ভাগে বিভক্ত হয়ে তদন্ত শুরু করেন তাঁরা। সঙ্গে ছিলেন সিবিআইয়ের ফরেনসিক টিম CFSL-এর আধিকারিকরাও।
প্রথমে পূর্বপাড়ার অগ্নিদগ্ধ ৫টি বাড়িতে যায় সিবিআই আধিকারিকদের একটি দল। সিট যা নমুনা সংগ্রহ করেছে তার মধ্যে কোনও খামতি রয়েছে কিনা, তাও দেখছেন সিবিআই আধিকারিকরা। আগুন লাগার কতক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। নমুনা সংগ্রহের পর রামপুরহাট থানাতেও যান আধিকারিকরা।
সাঁইথিয়ার গোপালজল গ্রামে স্বজনহারাদের সঙ্গে দেখা করতে যান সিবিআইয়ের আরেকটি দল। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে শুকনো খাবার, বেবি ফুড পাঠানো হয়েছে। অন্য আরেকটি দল যায় হাসপাতালে। যেখানে ভর্তি রয়েছেন ২১ মার্চের ঘটনার প্রত্যক্ষদর্শী নাজিমা বিবি। ওই কাণ্ডে পুলিশ যে দশটি ধারায় অভিযোগ নথিভুক্ত করে ২১ জনকে গ্রেপ্তার করেছে, সেই ধারাগুলি লাগু রেখেছে সিবিআইয়ের তদন্তকারী দল। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর থেকে আরও সক্রিয় জেলা পুলিশ। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা গ্রামকে। শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি। পুলিশের ডিজি মনোজ মালব্যর নেতৃত্বে ঘটনাস্থলে অস্থায়ী শিবির তৈরি করা হয়েছে। সেখানে পাহারায় রয়েছেন একাধিক পুলিশকর্মী। স্বজনহারা পরিবার যেখানে রয়েছে, সেখানেও কড়া পুলিশি নিরাপত্তা।
2. বগটুই কাণ্ডের পর পুলিশকে কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । রাজ্যজুড়ে আগ্নেয়াস্ত্র উদ্ধারে ব্যাপক তল্লাশি চালাতে হবে। তার পর থেকেই জেলায় জেলায় তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ। নানা জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি দুষ্কৃতীদের ধরপাকড়ও চলছে। এবার দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ জায়গা থেকে উদ্ধার হল বহু আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে খবর, অন্তত ২৮ জনের বিরদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বারুইপুর পুলিশ জেলার থানায় থানায় শুক্রবার দিনভর চলে তল্লাশি ও নাকা চেকিং। বারুইপুর জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার পাঁচটি বেআইনি আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ১২ জন দুষ্কৃতী। বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক সমাজবিরোধী মামলায় মোট ধৃত ৩৭ জন। আগাম সাবধানতা অবলম্বনের জন্য মোট ১৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার ২৮ জন। এছাড়া ভাঙড় থেকে দেশীয় প্রক্রিয়ায় তৈরি অস্ত্র, কার্তুজ উদ্ধার হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে কাশীপুর এবং ভাঙড়ে। এছাড়া, গোপন খবর পেয়ে পুলিশি তল্লাশি চালিয়ে জীবনতলা থানার ঘুটিয়ারি ফাঁড়িতে পাঁচ দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে পুলিশের অভিযানে উদ্ধার করা হয়েছে একটি বেআইনি আগ্নেয়াস্ত্র। বানচাল হয়েছে ডাকাতির ছকও। আবার বাসন্তী, ক্যানিং, কুলতলি এবং গোসাবা থানা এলাকায় উদ্ধার আরও চারটি আগ্নেয়াস্ত্র। এছাড়া মুর্শিদাবাদে সামশেরগঞ্জ থেকেও উদ্ধার হয়েছে প্রচুর বোমা। সূত্রের খবর, জার, গাছের কোটর থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। তবে পুলিশ আরও সক্রিয়তার সঙ্গে তল্লাশি চালাচ্ছে বলে খবর।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।