কোভিড কড়াকড়িতেই ২৬ জানুয়ারির কুচকাওয়াজ দিল্লির রাজপথে। কেন্দ্রের ফেরানো নেতাজি-ট্যাবলো প্রদর্শন রেড রোডে। ‘বিদ্বেষ’ থেকেই পদ্মশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে, জানলেন কবীর সুমন। গত ২৪ ঘণ্টায় দেশে ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। করোনার ভয় কাটিয়ে খুলছে কালীঘাটের গর্ভগৃহ। সপ্তাহের শেষেই জাঁকিয়ে ঠান্ডা দক্ষিণবঙ্গে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অধিনায়ক হিসেবেই ফিরছেন রোহিত শর্মা।
হেডলাইন:
আরও শুনুন: 24 জানুয়ারি 2022: বিশেষ বিশেষ খবর- ‘পাড়ায় শিক্ষালয়’ প্রকল্পের সূচনা রাজ্যে, মিলল স্কুল খোলার ইঙ্গিত
বিস্তারিত খবর:
1. বুধবার ছিল দেশের ৭৩-তম সাধারণতন্ত্র দিবস। এ বছর আবার স্বাধীনতার ৭৫ বছরও বটে। সঙ্গে যুক্ত হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী। সব মিলিয়ে এ বারের আয়োজন ছিল চোখে পড়ার মতো। তবে তাতে কিছুটা হলেও বাধ সেধেছে কোভিডের চোখরাঙানি। কোনও বিদেশি অতিথিকেই এবারের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো যায়নি। তবে এই প্রথম অভ্যাগতদের তালিকায় ছিলেন অটোচালক, স্যানিটাইজেশন কর্মী, নির্মাণকর্মী ও ফ্রন্টলাইন কর্মীরা, যা অভূতপূর্ব বলে মনে করা হচ্ছে।
এদিন দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির রাজপথে জাতীয় সংগীত আর একুশ তোপের সেলাম জানিয়ে শুরু হয় এবারের অনুষ্ঠান। প্রথামাফিক এদিন রাজপথে হয় বিভিন্ন সমরাস্ত্রের প্রদর্শন। পাশাপাশি ছিল ১২ রাজ্যের ট্যাবলো। এবার কুচকাওয়াজের অংশ নেয় অসামরিক বিমান পরিবহণের ট্যাবলো। তাঁদের থিম ছিল, ‘উড়ান’ প্রকল্প। দিল্লির রাজপথে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান প্রদর্শন করতে নগরোন্নয়ন মন্ত্রকের তরফে তৈরি করা হয়েছিল বিশেষ ট্যাবলো। সেখানে তাঁর আবক্ষ মূর্তি যেমন ছিল, তেমনই বিভিন্ন তাঁর অবদানের কথাও তুলে ধরা হয় নানা ভাবে। সঙ্গে শোনা গেল নেতাজির কণ্ঠস্বর। তবে শো স্টপার ছিল অনুষ্ঠানের একেবারে শেষে। বৃহত্তম ‘ফ্লাইপাস্ট’ প্রদর্শিত হল দিল্লির আকাশে। মেঘের চাদর সরিয়ে আকাশে কারিকুরি দেখায় চিনুক-জাগুয়ার-রাফালে। নজর কেড়েছে রাফালে, জাগুয়ার, মিগ-১৯ এবং এসইউ-২০ এর ‘বাজ’ ফরমেশনও।
2. করোনাবিধি মেনেই সাধারণতন্ত্র দিবস পালন হল রাজ্যে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনখড়। উভয়ের সৌজন্য সাক্ষাৎও হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল। শুরু হয় কুচকাওয়াজ অনুষ্ঠান।
দিল্লির কুচকাওয়াজ থেকে বাদ পড়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে তৈরি বাংলার ট্যাবলো। যা নিয়ে চরমে পৌঁছেছিল কেন্দ্র-রাজ্য সংঘাত। দেশের ৭৩ তম সাধারণতন্ত্র দিবসে সেই ট্যাবলোই প্রদর্শিত হল কলকাতার রেড রোডে। দর্শকাসন থেকে হাত জোড় করে সম্মান জানালেন মুখ্যমন্ত্রী। কোভিডবিধির কথা মাথায় রেখে এবার ভিড় এড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দর্শকদের প্রবেশের উপরেও ছিল নিষেধাজ্ঞা। ভিআইপি সংখ্যাও ছিল কম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবও। তবে বিতর্কের ঊর্ধ্বে থাকতে পারল না প্যারেডের অনুষ্ঠানও। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এই প্রথমবার রেড রোডে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন না বিরোধী দলনেতা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।