নিশীথের কনভয়ে হামলার ঘটনার রিপোর্ট তলব রাজ্যপালের। মেয়ে কোনও দুর্নীতির সঙ্গে জড়িত থাকতে পারে না, দাবি হৈমন্তীর মায়ের। ‘মন কি বাত’- অনুষ্ঠানে বাংলাকে সংস্কৃতির পীঠস্থান হিসেবে উল্লেখ মোদির। রাজনীতি থেকে অবসর নয় সোনিয়ার। পূর্ব থেকে পশ্চিমে ফের ভারত জোড়ো যাত্রার ঘোষণা কংগ্রেসের। সিবিআইয়ের হাতে গ্রেপ্তার দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। ‘দাদা’র বায়োপিকে কি রণবীরই? যুগলবন্দীতে তুঙ্গে জল্পনা।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. কনভয়ে হামলা নিয়ে রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। রবিবার সাংবাদিক বৈঠকে তাঁর গাড়িতে গুলির ছবি দেখিয়ে মন্ত্রীর দাবি, পুলিশের ছোঁড়া টিয়ার শেলেই তাঁর কনভয়ের গাড়ির কাচ ভেঙেছে। এদিকে এদিনই এই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই ধরনের ঘটনা কীভাবে ঘটল, নিরাপত্তার কোনও খামতি ছিল কিনা, জানতে চেয়েছেন রাজ্যপাল।
ঘটনার সূত্রপাত শনিবার। এদিন দিনহাটায় নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনা ঘটে। এরপর থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে নিশীথ প্রামাণিকের ভেটাগুড়ির বাড়িতে। জানা গিয়েছে, এদিন সিআরপিএফের আইজি নিজে তাঁর বাড়িতে যান। আরও বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে বলে খবর। তবে হামলার অভিযোগ তৃণমূলের দিকেই। এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রবিবার এর প্রতিবাদে রাজ্যজুড়ে থানা ঘেরাও কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি। এরই মাঝে রবিবার সাংবাদিক বৈঠকে নিশীথের দাবি, “পুলিশ তো উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার মিছিল আটকেছে। অশান্তি যারা করেছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে আমাকে আটকানোর চেষ্টা করেছে। রাজ্যের পুলিশমন্ত্রী তো মুখ্যমন্ত্রীই। কোন রাজ্যে বাস করছি আমরা?” এরপরই রাজবংশী আবেগ উসকে তাঁর বিস্ফোরক মন্তব্য, “উত্তরবঙ্গের একজন মানুষ, রাজবংশী ছেলে সাংসদ হয়েছে বলে তাঁর উপর এত আক্রোশ!” তাকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে, বলেও অভিযোগ করেছেন তিনি।
2. নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে অভিনেত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের। কিন্তু মেয়েকে অপরাধী মানতে নারাজ তাঁর মা বুলা গঙ্গোপাধ্যায়। রবিবার হাওড়ার বাড়িতে সংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, “আমার মেয়ে শান্ত। সৎ। লোকে একদিন বুঝবে ও কত ভাল। ও সৎ বংশের মেয়ে। কোনও দু’নম্বরি কাজ করতে পারে না। মেয়ে কিছু কাজে হয়তো ব্যস্ত। ও সামনে আসবে। কবে আসবে জানি না। ওকে ফাঁসানো হতে পারে।” দু’দিন আগেই অবশ্য মেয়ের বিষয়ে কিছু জানা নেই বলে দাবি করেছিলেন তিনি। এমনকী মেয়ে অনেকদিন তাঁর বাড়িতে আসেননি বলেও জানান। একইসঙ্গে জামাই গোপাল দলপতি কী করেন, কোথাও থাকেন, সে বিষয়টিও তাঁর অজানা বলেই দাবি করেছিলেন হৈমন্তীর মা। তাহলে মাত্র আটচল্লিশ ঘণ্টার মধ্যে কীভাবে নিজের মেয়েকে ক্লিনচিট দিলেন, সে প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।