সন্দেশখালিতে নামল NSG কমান্ডো।রোবট ব্যবহার করে চলল বিস্ফোরকের তল্লাশি। অতিনাটকীয় বলে তোপ কুণালের। নির্বাচনের দ্বিতীয় দফা মিটল নির্বিঘ্নে। বাংলায় তিনকেন্দ্রে ভোটদানের হার ৭১ শতাংশেরও বেশি। বাংলায় ভোটপ্রচারে এসে বাঙালি আবেগে শান মোদির। চাকরিবাতিল নিয়ে বিরোধীদের কটাক্ষ মমতার। ব্যালট নয়, ভোট হবে ইভিএমেই, রায় সুপ্রিম কোর্টের।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. ইডি, সিবিআইয়ের পর এবার সন্দেশখালিতে নামল NSG কমান্ডো। শুক্রবার তল্লাশি চালিয়ে সন্দেশখালির একটি বাড়ি থেকে প্রচুর বিদেশি অস্ত্রশস্ত্র ও বোমা বাজেয়াপ্ত করা হয়। সেই বাড়িই ঘিরে ফেলে NSG আধিকারিকরা। বাড়িটির বিভিন্ন জায়গায় স্ক্যানার দিয়ে তল্লাশি চালানো হয়, বিস্ফোরকের সন্ধানে কাজে লাগানো হয় রিমোট চালিত রোবটও।
জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার সন্দেশখালির আগারহাটির মল্লিকপাড়ায় হানা দেয় সিবিআই। সেখানে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর ভগ্নিপতির বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখান থেকে বেশ কিছু বিদেশি অস্ত্রশস্ত্র এবং বোমা উদ্ধার হয়। এরপর ওই বাড়িতে পৌঁছয় NSG। ঘিরে ফেলা হয় পাশের ভেড়ি এলাকা। আলপথ ধরে রিমোটচালিত রোবট দিয়ে বিস্ফোরকের খোঁজে তল্লাশি চালায় NSG। প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিটের তল্লাশিতে একটি রহস্যময় ব্যাগ বাড়ি থেকে বের করে এনএসজির রোবট। তবে তা উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক কিনা তা এখনও নিশ্চিতভাবে জানা যাচ্ছে না। যদিও, এই গোটা ঘটনাটি সাজানো বলেই মনে করছে শাসক শিবির। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই গোটা ঘটনাটিকে অতিনাটকীয় বলেই মনে করছেন। সামনেই লোকসভা নির্বাচন। তার আগে ভোট প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে বলেই অনুমান শাসক শিবিরের নেতার। অন্যদিকে, সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগের তদন্তভার সিবিআই-কে দেওয়া হয়েছে কলকাতা হাই কোর্টের তরফে। সেই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। জানা গিয়েছে, আগামী ২৯ এপ্রিল সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গভাই ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানি হবে।
2. নির্বিঘ্নেই মিটল নির্বাচনের দ্বিতীয় দফা। কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্য়ের তিন কেন্দ্রে গড়ে ভোট পড়েছে ৭১.৮৪ শতাংশ। যার মধ্যে বালুরঘাটে ৭২.৩০ শতাংশ, দার্জিলিংয়ে ৭১.৪১ শতাংশ ও রায়গঞ্জে ৭১.৮৭ শতাংশ ভোট পড়েছে।
শুরুতেই ভোটারদের বাধা দেওয়ার অভিযোগে সরব হন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূলের তরফেও ইভিএম সংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়ে কমিশনের দপ্তরে। পরে বালুরঘাটে তৃণমূল কর্মীদের সঙ্গেও বচসায় জড়ান সুকান্ত মজুমদার। ঘটনার রিপোর্ট তলব করে কমিশন। বিক্ষিপ্ত অভিযোগ আসে রাজ্যের অন্যান্য ভোট কেন্দ্র থেকেও। তবে একেবারে শেষ মুহূর্তে গোল বাধে শিলিগুড়িতে। জানা গিয়েছে, দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় শিলিগুড়িতে। গন্ডগোলের জেরে রাজু বিস্তা একাই বুথে ঢোকেন। পরে তিনি বুথ থেকে বেরিয়ে যাওয়ার পর তৃণমূল-বিজেপি সমর্থকদের মধ্যে বচসা, হাতাহাতি পর্যন্ত হয়। সামগ্রিক ভাবে গোটা দেশের তেমন অশান্তির খবর মেলেনি। বিক্ষিপ্ত ঘটনার প্রসঙ্গ বাদ দিলে নির্বিঘ্নেই মিটল দ্বিতীয় দফার ভোট। বিকেল ৫ টা পর্যন্ত ভোটদানের নিরিখে দেশের মধ্যে শীর্ষে রয়েছে ত্রিপুরা। কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোট পড়েছে ৭৬.২৩ শতাংশ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।