একশো দিনের কাজের বকেয়া টাকা ফেরত দিন। রাজ্যপালের কাছে জোর দাবি কল্যাণীর লুমিনাস ক্লাবের। আনন্দ বোসের দেওয়া দুর্গারত্ন সম্মান ফেরাল ক্লাব। পুজোর কার্নিভালের দিন বন্ধ শহরের একাধিক রাস্তা। যান নিয়ন্ত্রণের বিজ্ঞপ্তি জারি পুলিশের। দর্শনার্থীদের ফেরার জন্য রাতে চলবে অতিরিক্ত বাস ও মেট্রো। দেশের নাম বদলের লক্ষ্যে বড় পদক্ষেপ। আর ‘ইন্ডিয়া’ নয়, এবার পাঠ্যপুস্তকেও ব্যবহার হবে ‘ভারত’ শব্দই। বিশেষজ্ঞ কমিটির সহমতিতে সুপারিশ NCERT-র। শীতের আভাস বাংলায়। ঝড়ের চাপ সরতেই উত্তুরে হাওয়া, রাজ্য জুড়ে কমবে তাপমাত্রা।
হেডলাইন:
আরও শুনুন: 24 অক্টোবর 2023: বিশেষ বিশেষ খবর- পুজো শেষে দেবীর বিদায়, টুইটে বিজয়া দশমীর শুভেচ্ছা মোদি-মমতার
আরও শুনুন: 23 অক্টোবর 2023: বিশেষ বিশেষ খবর- ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হামুন’, দশমীতেও ভাসবে কলকাতা সহ ৬ জেলা
বিস্তারিত খবর:
1. একশো দিনের কাজের বকেয়া টাকা ফেরত দিন। দাবি করে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের দেওয়া দুর্গারত্ন সম্মান ফেরাল কল্যাণীর লুমিনাস ক্লাব। আগেই রাজ্য সরকারের পাশাপাশি সেরা পুজোকে ‘দুর্গারত্ন’ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্যপাল। সেই হিসেবেই রাজভবনের তরফে পুরস্কৃত করা হয় চারটি পুজোকে। রাজভবনের তরফে জানানো হয়েছে, আলো ও ছায়ার সৃজনমূলক ব্যবহারের কারণে পুরস্কার পাচ্ছে কলকাতার টালা প্রত্যয়ের মণ্ডপ। জাঁকজমক ও বিশালত্বের নিরিখে পুরস্কৃত করা হচ্ছে কল্যাণীর লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপকে। পরিবেশ সচেতনতার জন্য পুরস্কৃত করা হচ্ছে বরানগরের বন্ধুদল স্পোর্টিং ক্লাবের মণ্ডপ। থিমের নতুনত্বে পুরস্কার জিতে নিয়েছে নেতাজি নগর (লো ল্যান্ড)-এর পুজো মণ্ডপ। বিজয়ীদের মধ্যে পুরস্কারমূল্যের পাঁচ লক্ষ টাকা ভাগ করে দেওয়া হবে বলে জানানো হয়েছিল। কিন্তু বুধবার পুজো উদ্যোক্তাদের তরফে দুর্গারত্ন সম্মান প্রত্যাখ্যান করে কল্যাণীর লুমিনাস ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের কর্ণধার তথা কল্যাণী পুরসভার কাউন্সিলর অরূপ ওরফে টিঙ্কু মুখোপাধ্যায় বলেন, “রাজ্যপাল পুরস্কার প্রদান না করে ১০০ দিনের কাজের টাকা আদায় করে দিন কেন্দ্রীয় সরকারের থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বঞ্চিতরা এই দাবিতে দিল্লি অভিযান করেন। রাজভবনে ধরনা দেন। কিন্তু রাজ্যপাল সদর্থক কোনও ভূমিকা নেননি। গরিব মানুষেরা টাকা পেলেই আমাদের উপহার পাওয়া হবে।” ক্লাব কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
2. দুর্গাপুজো শেষ হতেই কার্নিভ্যালের তোড়জোড় শুরু শহরে। কার্নিভালের জন্য কোন কোন রাস্তা বন্ধ থাকবে, কোন রাস্তায় আংশিক গাড়ি চলবে, এবার বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়ে দিল কলকাতা পুলিশ। জানানো হয়েছে, ২৭ তারিখ রাত ১২টা থেকে দুপুর তিনটে পর্যন্ত এজেসি বোস রোড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, ডাফরিন রোড, রেড রোড লাভার্স লেন দিয়ে প্রতিমাবাহী গাড়ি ছাড়া অন্য কোনও পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে না। দুপুর তিনটের পর ওই রাস্তা দিয়ে প্রতিমাবাহী গাড়িও চলাচল করতে পারবে না। খিদিরপুর রোডে দুপুর ২টো থেকে আর কোনও গাড়ি চলবে না। শুধুমাত্র কার্নিভ্যালে যোগ দিতে আসা এবং বিদ্যাসাগর সেতু ধরে আসা গাড়ি চলবে এই রাস্তায়। কার্নিভ্যালে যোগ দিতে আসা গাড়ি ছাড়া অন্য কোনও গাড়ি দুপুর ২টোর পর এজেসি বোস রোড ক্রসিং থেকে নর্থ হসপিটাল রোডের দিকে যেতে পারবে না। দুপুর ২টোর পর থেকে চৌরঙ্গী রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোড, কুইনস ওয়ে, মেয়ো রোড, স্ট্র্যান্ড রোড, বেটিঙ্ক স্ট্রিটের কিছুটা অংশ, আর এন মুখার্জি রোড. হেয়ার স্ট্রিট, ওল্ড কোর্ট হাউস স্ট্রিটে গাড়ি রাখা যাবে না। এদিকে মেয়ো রোড দিয়ে বিশেষ কিছু গাড়ি ছাড়া অন্য যান চলাচল করতে পারবে না। সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত রেড রোডে যান নিয়ন্ত্রণ করা হবে। দুপুর ২টো থেকে পুরোপুরি বন্ধ থাকবে রেড রোড, লাভার্স লেন, কুইনসওয়ে, পলাশী গেট রোড, এসপ্ল্যানেড র্যাম্প। একইসঙ্গে জানানো হয়েছে, কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের বাড়ি ফিরতে যাতে সমস্যা না হয়, সে কারণে শুক্রবার রাতে মেট্রোর পাশাপাশি অতিরিক্ত বাসও চলবে। রাজ্য পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, এসপ্ল্যানেড থেকে বিভিন্ন রুটে ২৩টি বিশেষ বাস চালানো হবে, বিকেল তিনটে থেকে মধ্যরাত পর্যন্ত। পাশাপাশি সাধারণ ছুটির দিনে যেখানে ২৩৪টি মেট্রো রেক চালানো হয় সেখানে কার্নিভালের দিন ২৫২টি রেক চালানো হবে। রাতে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী দিনের শেষ মেট্রো ছাড়বে ১০টা ৫৮ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়। দমদম থেকে কবি সুভাষগামী শেষ ছাড়বে ১১টা ১০ মিনিটে। কবি সুভাষ থেকে দমদমের দিকের শেষ মেট্রো ছাড়বে রাত ১১টা ১০-এ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।