নবম-দশম শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চার্জশিট পেশ সিবিআইয়ের। নাম শান্তিপ্রসাদ, কল্যাণময়-সহ ১২ জনের। তবে নাম নেই প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। ফের জেল হেফাজতেই প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য।ভাটপাড়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু শিশুর। রাজ্যে প্রভাব না পড়লেও সিত্রাং-এর জেরে বড় ক্ষতি বাংলাদেশে। ফের ফুটবল প্রশাসনে ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
হেডলাইন:
আরও শুনুন: 24 অক্টোবর 2022: বিশেষ বিশেষ খবর- ব্রিটেনে ইতিহাস, প্রধানমন্ত্রীর মসনদে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক
বিস্তারিত খবর:
1. নবম-দশম শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই-এর চার্জশিটে নাম নেই প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম চার্জশিট পেশ করল সিবিআই। সেখানে এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, এসএসসি-র প্রাক্তন সহকারী সচিবঅশোক কুমার সাহা, এসএসসি অ্যাডহক কমিটির প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ মোট ১২ জনের নাম রয়েছে। চার্জশিটে এঁদের মধ্যে ৬ জনকে প্রাইভেট পার্সন হিসাবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ তাঁরা প্রত্যক্ষভাবে দুর্নীতিতে যুক্ত ছিলেন না। তবে এই চার্জশিটে নাম নেই পার্থ চট্টোপাধ্যায়ের। গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় পেশ করা চার্জশিটে অবশ্য নাম ছিল পার্থ চট্টোপাধ্যায়ের। পরবর্তীতে সিবিআই সাপ্লিমেন্টরি চার্জশিট পেশ করলে তাতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম থাকতে পারে বলে আশঙ্কা অনেকের।
2. ফের জেল হেফাজত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টচার্যের। মঙ্গলবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে ইডি। এদিন মানিকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ আনেন তদন্তকারীদের আইনজীবী। তাঁদের দাবি, মানিক ও তাঁর পরিবারের সদস্যদের নামে অজস্র অ্যাকাউন্টের হদিশ মিলেছে। মৃত্যুঞ্জয় চক্রবর্তী নামে এক ব্যক্তির সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে মানিকের স্ত্রীয়ের। ২০১৬ সালেই মৃত্যুঞ্জয় চক্রবর্তীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির সঙ্গে সেই অ্যাকাউন্টে রয়েছে ৩ কোটি টাকা। মানিকের ছেলের অ্যাকাউন্টেও কোটি কোটি টাকা লেনদেনের হদিশ মিলেছে বলে আগেই দাবি করেছিল ইডির আইনজীবী। একাধিক অ্যাকাউন্টে ১০ কোটি টাকা পাওয়া গিয়েছে বলে খবর। এদিকে আবার নিয়োগ দুর্নীতিরও প্রমাণ মিলেছে মানিকের বাড়িতে। ইডির আইনজীবী জানিয়েছেন, পর্ষদের প্রাক্তন সভাপতির বাড়িতে দু’টি ফোল্ডার পাওয়া গিয়েছিলে। সেখানে ছিল ৪ হাজার চাকরিপ্রার্থীর নাম। পর্ষদের নিয়োগের তালিকা হাতে পেতেই ইডির তদন্তকারীরা দেখেন, তালিকায় নাম থাকা আড়াই হাজার জন চাকরি পেয়েছেন। শুধু শিক্ষক নিয়োগ নয়, ডিএলএড কলেজে অফলাইন ভরতি থেকেও কাটমানি নিতেন তৃণমূল বিধায়ক, এমনটাই দাবি ইডির আইনজীবীদের। জানা গিয়েছে, রাজ্যের ৬০০ ডিএলএড কলেজের সঙ্গে চুক্তি ছিল মানিকের। অফলাইনে ভরতি করলে ছাত্রপিছু নগদে ৫ হাজার টাকা নিতেন তিনি। তাঁকে জেরা করে একাধিক বিস্ফোরক তথ্য মিলছে দাবি করেই ১৪ দিনের হেফাজতের আবেদন জানায় ইডি। তবে মানিক ভট্টাচার্যকে ৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ২৮ তারিখ ইডি আদালতে তোলা হবে তাঁকে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।