নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার। ছাব্বিশের বিধানসভার আগে শৃঙ্খলারক্ষায় কড়া তৃণমূল। আদানির বিদ্যুৎ চুক্তি নিয়ে প্রশ্ন বাংলাদেশ-শ্রীলঙ্কায়। ঘুষ কাণ্ডে আলোচনা চেয়ে সরব বিরোধীরা। দুদিনের জন্য মুলতুবি শীতকালীন অধিবেশন। ২৯৫ রানের বিরাট ব্যবধান, ইতিহাস গড়ে পারথ টেস্টে জয় টিম ইন্ডিয়ার। বাংলার আকাশ দীপ, শাহবাজকে কিনল লখনউ। বেঙ্গালুরুতে ভুবনেশ্বর, গুজরাটে গেলেন ওয়াশিংটন।
হেডলাইন:
আরও শুনুন: 24 নভেম্বর 2024: বিশেষ বিশেষ খবর- বিরাট-যশস্বীর দাপটে চালকের আসনে ভারত, চলছে আইপিএল নিলাম
বিস্তারিত খবর:
1. নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার। ৫ লক্ষ টাকার বন্ডে তাঁকে জামিন দিল ইডির বিশেষ আদালত। যদিও মানতে হবে একাধিক শর্ত। তবে এখনও জেলেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের জুলাইয়ে গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। তার পর একাধিকবার মায়ের অসুস্থতাকে হাতিয়ার করে তিনি জামিনের আর্জি করলেও লাভ হয়নি। সম্প্রতি মায়ের মৃত্যুতে প্যারোলে ছাড়া পান অর্পিতা। এই পরিস্থিতিতেই সোমবার সুপ্রিম কোর্টের একটি নির্দেশকে হাতিয়ার করে এদিন ফের ইডির বিশেষ আদালতে জামিনের আর্জি জানান অর্পিতার আইনজীবী। শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর আদালতের। তবে জমা রাখতে হবে পাসপোর্ট। কলকাতার বাইরে যেতে পারবেন না তিনি। অর্পিতাকে সবরকমভাবে তদন্তে সহযোগিতা করারও নির্দেশ দিয়েছে আদালত।
2. নজরে ছাব্বিশের বিধানসভা ভোট। তার আগে শৃঙ্খলারক্ষায় আরও কঠোর হল তৃণমূল। সোমবার দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে গড়া হল তিন কমিটি। একটি সংসদীয়, একটি পরিষদীয় এবং দলীয় স্তরে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রিমা ভট্টাচার্য জানান, দল সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে দলের কেউ যখনতখন যা খুশি মন্তব্য করতে পারবেন না। কোনও সদস্যের বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলে তাঁকে শোকজ নোটিস দেওয়া হলে জবাব দিতেই হবে। অন্যথায় পর পর তিনটি শোকজ নোটিসে ওই সদস্যকে দল থেকে সাসপেন্ড করা হবে। দলের কর্মসমিতির নতুন ৫ সদস্য হলেন, বিমান বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, মানস ভুঁইঞা, জাভেদ খান।
এদিকে ওয়াকফ বিলের বিরোধিতায় ফের নয়া কর্মসূচি তৃণমূলের। আগামী শনিবার, ৩০ নভেম্বর দলের সংখ্যালঘু সেলকে বড় সমাবেশ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রানি রাসমণি রোডের সভায় ওয়াকফ বিল নিয়ে দলের অবস্থান স্পষ্ট করবেন লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক কল্যাণ বন্দ্যাপাধ্যায়, থাকবেন মেয়র ফিরহাদ হাকিমও।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।