টাকার বদলে প্রশ্ন বিতর্কে আরও চাপে মহুয়া। লোকপালের সুপারিশ মেনে তদন্ত শুরু সিবিআই-এর। বড়দিনের আগে ঘরে ফেরা হবে না উত্তরকাশীতে আটক শ্রমিকদের। আশঙ্কা উদ্ধারকাজে যুক্ত বিশেষজ্ঞের। শ্রমিকরা সুস্থই আছেন, আশ্বাস মুখ্যমন্ত্রী ধামির। যাদবপুরে ছাত্রমৃত্যু কাণ্ডে নয়া নির্দেশ। নির্দোষ প্রমাণিত না হওয়া অবধি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষেধ অভিযুক্তদের। ১৫ বছর পর সাংবাদিক সৌম্যা বিশ্বনাথন খুনে সাজা ঘোষণা দিল্লির আদালতের। বরোদাকে উড়িয়ে বিজয় হাজারে ট্রফিতে দ্বিতীয় জয় বাংলার।
হেডলাইন:
আরও শুনুন: 23 নভেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- কলকাতায় ফাইনাল হলে বিশ্বকাপ পেত ভারতই, দাবি মমতার
বিস্তারিত খবর:
1. টাকার বদলে প্রশ্ন বিতর্কে আরও চাপে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। নেত্রীর বিরুদ্ধে এবার তদন্ত শুরু করল সিবিআই। সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, লোকপালের সুপারিশ মেনেই তৃণমূল সাংসদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
মহুয়ার বিরুদ্ধে টাকার বদলে প্রশ্ন করার অভিযোগ তুলে স্পিকারকে প্রথম চিঠি লিখেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে মূল অভিযোগ, হীরানন্দানি গোষ্ঠীর কাছ থেকে টাকা নিয়ে আদানিদের বিরুদ্ধে সংসদে প্রশ্ন করেছেন তিনি। এছাড়াও তাঁর সংসদের ওয়েবসাইটের লগ ইন আইডি একাধিক ব্যক্তিকে দেওয়ার অভিযোগও রয়েছে। তাঁর অভিযোগের ভিত্তিতেই লোকসভার এথিক্স কমিটি মহুয়ার সাংসদ পদ খারিজের প্রস্তাব দিয়েছে। এমনকী, প্রয়োজনে তৃণমূল সাংসদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করানোর পরামর্শও দেয় ওই কমিটি। এথিক্স কমিটির পরামর্শ মেনেই তৃণমূল সাংসদের বিরুদ্ধে সিবিআই তদন্তের সুপারিশ করেছিলেন লোকপাল। এবার সেই মোতাবেকই তদন্ত শুরু করল সিবিআই। বস্তুত অভিযোগকারী নিশিকান্ত দুবে ঠিক যা যা দাবি করেছিলেন, মহুয়ার বিরুদ্ধে সেই পদক্ষেপই করল কেন্দ্র।
2. আগামী ২৫ ডিসেম্বরের আগে ঘরে ফেরা হবে না উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের। সাফ জানালেন উদ্ধারকাজের সঙ্গে যুক্ত আন্তর্জাতিক বিশেষজ্ঞ অধ্যাপক আর্নল্ড ডিক্স। তাঁর মতে, সুড়ঙ্গের ভিতরে খননযন্ত্র অগার আটকে যাওয়াতেই বিপত্তি। বাকি অংশ হাতে কাটতে সময় লাগবে অনেক বেশি। এর ফলেই শ্রমিকদের ‘দুঃস্বপ্নে’র প্রহর বাড়ছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি অবশ্য জানিয়েছেন, রবিবার সকালের মধ্যে খননযন্ত্রের ভাঙা অংশ কেটে বের করা সম্ভব হবে। তার পরেই শুরু হবে মূল কাজ। এ পর্যন্ত সুড়ঙ্গের ভিতরে অগার যন্ত্র দিয়ে ৪৮ মিটার খনন করে ঢোকা সম্ভব হয়েছে। এখনও বাকি ১২-১৪ মিটার। এই অংশ হাতেই কাটতে হবে এখন। তবে বিকল্প পদ্ধতিও খতিয়ে দেখা হচ্ছে। আপাতত সুস্থই আছেন আটকে পড়া শ্রমিকেরা। উদ্ধারকারীরা তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও আশ্বাস দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।