দেশজুড়ে সম্পন্ন হল ষষ্ঠ দফার ভোটগ্রহণ। রাজ্যে ভোটদানের হার ৭৭.৯৯ শতাংশ। বিজেপি হিংসা ছড়ানোর চেষ্টা করেছে, অভিযোগ তৃণমূলের। ভোটের দিনে উত্তপ্ত গড়বেতা। ভরা জনসভায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগ। বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁচদফা ভোটের সম্পূর্ণ তথ্য প্রকাশ কমিশনের। ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়। কলকাতা-সহ ৬ জেলায় জারি লাল সতর্কতা।
হেডলাইন:
আরও শুনুন: 24 মে 2024: বিশেষ বিশেষ খবর- ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’, ২৬ মে দিনভর বৃষ্টির পূর্বাভাস
আরও শুনুন: 23 মে 2024: বিশেষ বিশেষ খবর- চোখ রাঙাচ্ছে ‘রেমাল’, রবিবার তছনছ হতে পারে বঙ্গ উপকূল এলাকা
বিস্তারিত খবর:
1. অষ্টাদশ লোকসভা নির্বাচনে দেশজুড়ে ষষ্ঠ দফার ভোটগ্রহণ পর্ব শেষ। ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৮টি আসনে সম্পন্ন হল ভোটগ্রহণ। এর মধ্যে বাংলার আটটি আসনেও ভাগ্যপরীক্ষা হয়ে গেল একাধিক হেভিওয়েট প্রার্থীর। বিকেল ৫টা পর্যন্ত সারা দেশে ভোট পড়ল ৫৭.৭ শতাংশ। এগিয়ে বাংলা, রাজ্যে ভোটদানের হার ৭৭.৯৯ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়ল বিষ্ণুপুরে, ৮১ শতাংশের বেশি। ভোটদানের হার সবচেয়ে কম পুরুলিয়ায়, ৭৪ শতাংশ।
এদিন দফায় দফায় বিক্ষিপ্ত অশান্তি হয়েছে পূর্ব মেদিনীপুরের দুই কেন্দ্র কাঁথি ও তমলুকে। কেশপুরে ঘেরাও হয়ে একযোগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। অশান্তির ছবি গড়বেতাতেও। ভোটের পর সাংবাদিক বৈঠক করে সারাদিনের ভোটচিত্র তুলে ধরেন তৃণমূলের দুই মন্ত্রী ব্রাত্য বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁদের অভিযোগ, বিজেপি হিংসা ছড়ানোর চেষ্টা করেছে। তবে ভোটের লাইনে মানুষের ভিড় তার পালটা জবাব দিয়েছে বলেই দাবি তৃণমূলের।
2. ভোটের দিনে উত্তপ্ত গড়বেতা। ভোট পরিদর্শনে বেরিয়ে হামলার মুখে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা, গাড়ি লক্ষ করে ইটবৃষ্টি হয়ে বলে অভিযোগ। পরিস্থিতি সামলাতে গিয়ে প্রার্থীর নিরাপত্তায় থাকা সিআইএসএফ জওয়ানের মাথা ফেটে যায়। এমনকি আক্রান্ত সংবাদমাধ্যমও। এলাকা ছেড়ে কার্যত দৌড়ে পালান প্রার্থী। ঘটনায় তৃণমূলের দিকেই নিশানা বিজেপি প্রার্থীর। পালটা বাহিনীর ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
এদিকে ভোটের দিনই নিখোঁজ তমলুকের ময়নার বিজেপি নেতা গৌতম গুরু। তৃণমূলের তরফে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। নিখোঁজ নেতার বাড়িতে তদন্ত করতে গিয়ে পরিবারের তরফে অসহযোগিতার অভিযোগ তুলেছে পুলিশ। পরিবারের পালটা অভিযোগ, কোনও সার্চ ওয়ারেন্ট ছাড়াই পুলিশ বাড়িতে তল্লাশি করতে তৎপর। এই পরিস্থিতিতে পুলিশি তদন্তের বিরুদ্ধে ধরনায় বসেন খোদ তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।