অনুমতি ছাড়া জাতীয় সড়কে মিছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিযোগ বিরোধী দলনেতার। নেতার বিরুদ্ধে হাই কোর্টে মামলা দায়ের শুভেন্দুর। নয়া সংসদ ভবন উদ্বোধন নিয়ে বিতর্ক বাড়ল আরও। মোদি নন, সংসদ ভবন উদ্বোধন করা উচিত রাষ্ট্রপতিরই। দাবি তুলে মামলা দায়ের সুপ্রিম কোর্টে। ফের এক মঞ্চে মমতা ও অভিষেক। পুরুলিয়ার জনসভা থেকে দলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে সরব অভিষেক। বারাকপুর শুটআউট কাণ্ডে এখনও অধরা দুষ্কৃতীরা। অগ্নিগর্ভ রাজ্যে যাবেন অমিত শাহ।
হেডলাইন:
আরও শুনুন: 23 মে 2023: বিশেষ বিশেষ খবর- বিজেপিকে হারাতে এককাট্টা, কেজরিওয়ালকে সঙ্গে নিয়ে ঐক্যের বার্তা মমতার
আরও শুনুন: 24 মে 2023: বিশেষ বিশেষ খবর- সংসদ ভবনের উদ্বোধন বয়কটে এককাট্টা ১৯ বিরোধী দল, সুর নরম কেন্দ্রের
বিস্তারিত খবর:
1. নিয়ম ভেঙে অনুমতি না নিয়ে জাতীয় সড়কে মিছিল করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনটাই অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এই ইস্যুতে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু।
তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে কোচবিহার, জলপাইগুড়ি, দুই দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম, বাঁকুড়া, দুই বর্ধমান পেরিয়ে পুরুলিয়া পৌঁছেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জেলায় জেলায় জনসংযোগ, মিছিল, পদযাত্রা, জনসভা করছেন তিনি। এর মধ্যেই দুই জেলায় রাজনৈতিক কর্মসূচি করার ক্ষেত্রে নিয়ম ভাঙার অভিযোগ উঠল অভিষেকের বিরুদ্ধে। অভিযোগ, উত্তর দিনাজপুরের ইটাহার এবং মুর্শিদাবাদের ফারাক্কায় জাতীয় সড়কে মিছিল করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ২০২০ সালে শাহিনবাগ মামলায় সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ ছিল যে জাতীয় সড়ক, বা সবার যাতায়াতের স্থান আটকে মিটিং-মিছিল করা যাবে না। এর জন্য প্রশাসনিক অনুমতি নিয়ে নির্দিষ্ট স্থানে সভা-সমিতি করতে হবে। কিন্তু বিরোধী দলনেতার অভিযোগ, বিনা অনুমতিতেই মিছিল করেছেন অভিষেক। আর সেই অভিযোগেই এবার জনস্বার্থ মামলা দায়ের করলেন শুভেন্দু অধিকারী।
2. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নন, নতুন সংসদ ভবনের উদ্বোধন করা উচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরই। এই মর্মে এবার সরাসরি সুপ্রিম কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। জয়া সুকিন নামের এক আইনজীবীর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নতুন সংসদ ভবনের উদ্বোধন করার আমন্ত্রণ জানিয়ে আইন ভেঙেছে লোকসভার সচিবালয়। তাঁর মতে, ভারতীয় সংবিধানের ৭৯ ধারায় স্পষ্ট বলা আছে দেশের সংসদ গঠিত হয়েছে রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা নিয়ে। যেহেতু রাষ্ট্রপতি সংসদের শীর্ষাসনে, তাই নয়া ভবন উদ্বোধন হওয়া উচিত তাঁর হাতেই। এক্ষেত্রে লোকসভার সচিবালয় নতুন সংসদ ভবনের উদ্বোধনের জন্য আমন্ত্রণই জানায়নি। যা সংবিধান বিরোধী। মামলাকারী দাবি করেছেন, অবিলম্বে মোদির বদলে রাষ্ট্রপতিকে নতুন সংসদ ভবন উদ্বোধনের নির্দেশ দিক শীর্ষ আদালত।
নয়া সংসদ ভবনের উদ্বোধন নিয়ে এমনিতেই শাসকদলের সঙ্গে বিরোধীদের দ্বৈরথ তুঙ্গে উঠেছে। ১৯টি বিরোধী দল একযোগে অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে, আবার কমবেশি ১৫টি দল ভিড়েছে গেরুয়া শিবিরেই। এই টানাপোড়েনের মধ্যেই এবার বিতর্কের জল গড়াল শীর্ষ আদালতে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।