যাবজ্জীবন কারাদণ্ড ইয়াসিন মালিকের। দ্বিতীয়বার সিবিআই-এর মুখোমুখি পার্থ চট্টোপাধ্যায়। লিখিত বিবৃতি রেকর্ড করলেন গোয়েন্দা আধিকারিকরা। কংগ্রেস ছাড়লেন বর্ষীয়ান নেতা কপিল সিব্বল। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আইএসএল নিয়ে জট কাটল ইস্টবেঙ্গলের। ইমামির সঙ্গে গাঁটছড়া পদ্মাপারের ক্লাবের।
হেডলাইন:
আরও শুনুন: 24 মে 2022: বিশেষ বিশেষ খবর- গুজরাটকে হারিয়ে মহিলা কর্মসংস্থানে ভারতসেরা বাংলা
আরও শুনুন: 23 মে 2022: বিশেষ বিশেষ খবর- ইডি-সিবিআইয়ের স্বশাসনের পক্ষে সওয়াল মমতার
বিস্তারিত খবর:
১। কাশ্মীরের জঙ্গিনেতা ইয়াসিন মালিককে যাবজ্জীবন জেলের সাজা দিল আদালত। পাশাপাশি, বুধবার নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টে’র (JKLF) প্রধানকে জঙ্গিদের অর্থসাহায্যের অপরাধে ১০ লক্ষ টাকার জরিমানাও করেছে দিল্লিতে এনআইএ-র বিশেষ আদালত। সন্ত্রাসবাদীদের মদত এবং অর্থসাহায্য মামলায় বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে দোষী সাব্যস্ত করে দিল্লির বিশেষ এনআইএ আদালত। আদালতে নিজেই জঙ্গিদের মদত দেওয়ার কথা স্বীকার করে নেয় ইয়াসিন মালিক। সেই বয়ানের ভিত্তিতেই বিচ্ছিন্নতাবাদী এই নেতাকে দোষী সাব্যস্ত করা হয়। ইয়াসিন মালিককে দু’টি ক্ষেত্রে যাবজ্জীবন জেলের সাজা শোনান বিচারক। একইসঙ্গে, আরও ১০টি অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় জেকেএলএফ প্রধানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। ১০ লক্ষ টাকার জরিমানাও ধার্য করা হয়েছে। তিনটি সাজাই সমান্তরাল ভাবে চলবে বলে জানিয়েছে আদালত। ইয়াসিনের এই সাজা ঘোষণার পর কাশ্মীর উপত্যকায় অশান্তির আশঙ্কা করা হচ্ছে। তাই শ্রীনগর-সহ একাধিক এলাকায় জারি করা হয়েছে কারফিউ।
২। এসএসসি দুর্নীতি মামলায় এই নিয়ে দ্বিতীয়বার সিবিআই-এর মুখোমুখি হলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার সকালে নিজাম প্যালেসে হাজিরা দেন তিনি। এই মামলায় তাঁকে তলব করা হলে গত বুধবার তিনি হাজিরা দিয়েছিলেন তিনি। সেদিন প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে তাঁর কাছ থেকে নানা প্রশ্নের উত্তর চেয়েছিলেন সিবিআই আধিকারিকরা। জানা গিয়েছে, সেই জিজ্ঞাসাবাদ পর্বে পার্থর থেকে বেশ কিছু প্রশ্নের সদুত্তর পাননি তাঁরা। সেই কারণেই ফের তাঁকে তলব করা হয়। এদিন টানা ৮ ঘণ্টা চলে জিজ্ঞাসাবাদ। আগের জিজ্ঞাসাবাদ পর্বে যে সূত্রগুলি অধরা ছিল তা এদিন জানতে চান গোয়েন্দা আধিকারিকরা। দুর্নীতি মামলায় তাঁর ভূমিকা ঠিক কী ছিল, এবং তিনি দায় এড়াচ্ছেন কিনা তাও খতিয়ে দেখা হয়। পাশাপাশি পরেশ অধিকারীর মেয়ের চাকরির বিষয়ে ঠিক কী তথ্য ছিল তাঁর কাছে, সে সংক্রান্ত তথ্যেরও খোঁজ করেন গোয়েন্দারা। এদিন পার্থ চট্টোপাধ্যায়ের লিখিত বয়ানও রেকর্ড করেন সিবিআই আধিকারিকরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।