স্পিকার পদে প্রার্থী নিয়ে ক্ষোভ অভিষেকের। রাহুলের সঙ্গে আলোচনায় গলল বরফ। কংগ্রেস প্রার্থীকেই সমর্থনের ভাবনা তৃণমূলের। শপথগ্রহণে লোকসভায় শোনা গেল ‘খেলা হবে’। ওয়েসির ‘জয় প্যালেস্টাইন’ স্লোগান ঘিরে বিতর্ক। রাজভবন নয় শপথ হোক বিধানসভায়। রাজ্যপালের চিঠির পালটা সায়ন্তিকা, রেয়াতের। প্রশ্নফাঁস রুখতে কড়া আইনের পথে যোগীরাজ্য। কেজরিয়ালের জামিনে স্থগিতাদেশের মেয়াদ বাড়ল।
হেডলাইন:
আরও শুনুন: 23 জুন 2024: বিশেষ বিশেষ খবর- বাংলায় ফের নাশকতার ছক, নয়া জঙ্গি মডিউল ‘শাহাদত’-র হদিশ পেল STF
বিস্তারিত খবর:
1. লোকসভার স্পিকার পদে প্রার্থী দিয়েছে শাসক-বিরোধী দুপক্ষই। ওম বিড়লাকেই স্পিকার পদে মনোনয়ন দিয়েছে এনডিএ । পালটা কে সুরেশকে মনোনয়ন দিয়েছে ‘ইন্ডিয়া’ জোট। আর এই নিয়েই কংগ্রেসের প্রতি ক্ষুব্ধ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, প্রার্থী দেওয়া নিয়ে তৃণমূলের সঙ্গে কংগ্রেস কোনও আলোচনা করেনি। যদিও সংসদে বসে এ বিষয়ে অভিষেকের সঙ্গে কথা বলতে দেখা যায় রাহুলকে। জানা গিয়েছে, একপাক্ষিক সিদ্ধান্ত নেওয়া যে ভুল ছিল তা মেনে নিয়েছেন কংগ্রেস নেতা। আর এতেই বরফ গলে। রাহুল দুঃখপ্রকাশ করার পর সুর নরম করেন অভিষেক। এদিকে, স্পিকার নির্বাচন নিয়েই আলোচনা সারতে বিশেষ বৈঠক ডেকেছে ইন্ডিয়া জোট। জানা গিয়েছে, সেখানে যোগ দেবে তৃনমূলও। বৈঠকে কংগ্রেসের তরফে সব শরিকদলের সমর্থন চাওয়া হবে। মনে করা হচ্ছে, তৃণমূলও শেষ পর্যন্ত কংগ্রেস প্রার্থীকেই সমর্থন করতে পারে।
2. সংসদে শপথ নিলেন বাংলার সাংসদেরা। মঙ্গলবার বাংলার জনপ্রতিনিধিদের অনেকেই শপথ নিলেন বাংলা ভাষায়। লোকসভায় উঠল ‘খেলা হবে’ স্লোগান। শপথ গ্রহণের পর তৃণমূল সাংসদদের গলায় শোনা গেল জয় বাংলা, জয় তৃণমূল। কেউ কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও স্লোগান দিলেন সংসদে। তবে এদিন সংসদে ছিলেন না ঘাটালের সাংসদ দেব, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা এবং বসিরহাটের সাংসদ নুরুল ইসলাম। তাঁরা আগামী ২-৩ দিনের মধ্যে শপথ নেবেন বলেই খবর। শপথ মঞ্চে দাঁড়িয়ে মন্ত্রপাঠ করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তখনই ‘খেলা হবে’ স্লোগান ওঠে। শপথ শেষে আবার তৃণমূলের প্রায় সকলেই জয় বাংলা স্লোগান দেন। এদিকে, সংসদ অধিবেশনের প্রথম দিন শপথ নেওয়ার সময় হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির মুখে শোনা গেল ‘জয় প্যালেস্টাইন’ স্লোগান। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে। পালটা ওয়েইসির ব্যাখ্যা, সংবিধানে এমন কোনও বিধান নেই যা তাঁকে ‘জয় প্যালেস্টাইন’ বলা থেকে নিবৃত্ত করতে পারে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।