হাসপাতালের কার্নিশ থেকে মরণঝাঁপ, মৃত্যু রোগীর। সারদা মামলায় শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তারের দাবিতে এবার পথে তৃণমূল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে উদ্বোধন পদ্মা সেতুর। শিবসেনায় ভাঙনের ইঙ্গিত। গুজরাট হিংসা মামলায় মিথ্যচার সহ্য করেছেন মোদি। বাড়ছে মেট্রোর সংখ্যা, যাত্রী স্বাচ্ছন্দ্যে বড় সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের।
হেডলাইন:
আরও শুনুন: 23 জুন 2022: বিশেষ বিশেষ খবর- মহারাষ্ট্রের সংকট নিয়ে বিজেপিকে তোপ মমতা-অভিষেকের
বিস্তারিত খবর:
1. খাস কলকাতার বেসরকারি হাসপাতালে বিপত্তি। শনিবার মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতার আটতলার কার্নিশ থেকে ঝাঁপ দেন এক রোগী। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি। পরে সেখানেই মৃত্যু হয় তাঁর। মাথায়, বুকে ও পায়ে গুরুতর চোট ছিল বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন সকালে আটতলার জানলা দিয়ে হঠাৎই ওই কার্নিশে উঠে পড়েন লেকটাউনের বাসিন্দা বছর তেত্রিশের সুজিত অধিকারী। জানা গিয়েছে, ওখানেই মৃগীর চিকিৎসা চলছিল তাঁর। ব্যাপারটি নজরে আসতেই ডাকা হয় দমকল। হাইড্রোলিক ল্যাডার নিয়ে হাসপাতাল চত্বরে পৌঁছয় তারা। নিচে পাতা হয় ম্যাটও। ওই রোগীর আত্মীয়র মাধ্যমে তাঁকে বোঝানোর চেষ্টাও করা হয়। তবে এত সবকিছুর পরেও নামানো যায়নি তাঁকে। আড়াই ঘণ্টা পর আচমকাই কার্নিশ থেকে ঝাঁপ দেন ওই রোগী। এই ঘটনার পরেই নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। কেন নিচে জালের বন্দোবস্ত না করে ম্যাট পাতা হল, তা নিয়েও উঠেছে প্রশ্ন। নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধেও উঠেছে অভিযোগের আঙুল। তবে সে সমস্ত অভিযোগই উড়িয়েছেন নার্সিংহোম কর্তৃপক্ষ। নার্সিংহোমের তরফে বলা হয়েছে, পেশায় লরিচালক সুজিত মাদকাসক্ত ছিলেন। কার্নিশে উঠতে বাধা দিলে নার্সিং স্টাফকে এদিন কামড়ে পর্যন্ত দেন তিনি। জানা গিয়েছে, কিছুদিন আগে রোগীর স্ত্রীর মৃত্যু হয়েছে ক্যানসারে। মানসিক অবসাদ নাকি অন্য কোনও কারণে এই দুর্ঘটনা ঘটিয়েছেন সুজিত, তা খতিয়ে দেখছে নার্সিংহোম কর্তৃপক্ষ। দমকল কর্তৃপক্ষের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় রিপোর্ট তলব করেছে স্বাস্থ্যভবনও।
2. সারদাকর্তা সুদীপ্ত সেনের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হোক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এবার এই দাবিতেই পথে নামছে তৃণমূল। শনিবার সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মিডিয়া কো-অর্ডিনেটার কুণাল ঘোষ ফের একবার শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তারির দাবি জানান। সোমবার এই দাবিতে রাজ্যের তিনপ্রান্তে মিছিল করবে তৃণমূল। জানা গিয়েছে, সল্টলেকের সিবিআই দপ্তর সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভ দেখাবে তৃণমূলের ছাত্র এবং যুব সংগঠন। নেতৃত্বে থাকবেন বিধায়ক বাবুল সুপ্রিয়, কুণাল ঘোষ, সায়নী ঘোষ, তৃণাঙ্কুর ভট্টাচার্যের মতো নেতারা। পূর্ব মেদিনীপুরের কাঁথি এবং হলদিয়াতেও বিক্ষোভ মিছিল এবং স্ট্রিট কর্নার হবে। হলদিয়ার বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে থাকবে মন্ত্রী মানস ভুঁইঞা, বিধায়ক শিউলি সাহা, রাজীব বন্দ্যোপাধ্যায়রা। অন্যদিকে কাঁথিতে থাকবেন মন্ত্রী অখিল গিরি। পাশাপাশি শুভেন্দুকে গ্রেপ্তারির দাবিতে মঙ্গলবার রাজভবনে রাজ্যেপালের দ্বারস্থ হচ্ছেন তৃণমূলের ৮ প্রতিনিধি। নেতৃত্বে থাকবেন মন্ত্রী ব্রাত্য বসু। সবমিলিয়ে সারদা মামলায় বিজেপি বিধায়ককে গ্রেপ্তারির দাবিতে সিবিআইয়ের উপর চাপ বাড়াতে চাইছে রাজ্যের শাসকদল, এমনটাই মত বিশেষজ্ঞদের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।