বাংলায় অস্তিত্ব সংকটে হিন্দুরা, সংসদে অভিযোগ বিজেপি নেতার। দাবি ৫ জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার। গ্রেটার কোচবিহার চান অনন্ত মহারাজও। চোর সন্দেহে ছাত্র ‘হেনস্তা’। ফের বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেল। পিছিয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর। বিধানসভা ভোটের আগে জোট সমস্যায় বিজেপি। প্রশ্ন ফাঁসের জেরে সুপ্রিম কোর্টের নির্দেশে পদক্ষেপ এনটিএ-র।
হেডলাইন:
আরও শুনুন: 23 জুলাই 2024: বিশেষ বিশেষ খবর- শরিকদের দাবি মিটিয়ে বাজেট ঘোষণা নির্মলার, প্রশংসা মোদির
বিস্তারিত খবর:
1. বাংলায় হিন্দুদের অস্তিত্ব সংকটের অভিযোগে সংসদে সুর চড়ালেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। ঝাড়খণ্ডের সাংসদের বিস্ফোরক দাবি, বাংলার ৫ জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করতে হবে। তা না হলে হিন্দুদের অস্তিত্বই মুছে যাবে ওই এলাকা থেকে।
বাংলার উত্তরের জেলাগুলো ভাগ করা নিয়ে সম্প্রতি বিতর্ক উসকে উঠেছে রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, “উন্নয়নের স্বার্থে উত্তরবঙ্গের আট জেলাকে উত্তর-পূর্বের সঙ্গে যুক্ত করার দাবি করেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে।” সেই মন্তব্যের পরদিনই সংসদে সরাসরি বাংলা ভাগের দাবি তুললেন নিশিকান্ত। তাঁর দাবি, মালদহ এবং মুর্শিদাবাদে প্রচুর অনুপ্রবেশ হচ্ছে। মুসলিম অনুপ্রবেশকারীরা এসে বিয়ে করছেন তফসিলি জাতি-উপজাতির মহিলাদের। তার জেরে বাংলা-সহ প্রতিবেশী রাজ্যগুলোর জনবিন্যাস বদলে যাচ্ছে। এদিকে সুকান্তর মন্তব্যের পরই ফের গ্রেটার কোচবিহারের দাবিতে সরব অনন্ত মহারাজ। কেন্দ্রের তরফে তাঁকে এই বিষয়ে মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে বলেও দাবি নেতার।
2. যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে ফের ছাত্র হেনস্তার অভিযোগ। এবার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে চোর সন্দেহে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ। তার জেরে অসুস্থ হয়ে পড়েন ওই পড়ুয়া। তাঁকে কেপিসি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। যদিও মেন হস্টেলে ফের র্যাগিংয়ের অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু এবং বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট মিতালি দেব। ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।
এদিকে মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে ছাত্রীকে ছুরির কোপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক যুবকের। অসমের বাসিন্দা তরুণী স্নাতকোত্তরের অঙ্কের ছাত্রী, হামলাকারী ওই যুবক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। দুজনেই মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। প্রণয়ঘটিত কারণে তরুণীর উপর হামলা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখছে ইংরেজবাজার থানার পুলিশ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।