কপালে চোট নিয়েও জেলা সফরে মুখ্যমন্ত্রী। দুর্ঘটনার পরদিনই জরুরি বৈঠকের ডাক রাজ্য ডিজির। কলকাতা হাইকোর্টে বিচারপতি বনাম বিচারপতি। মেডিক্যালে দুর্নীতিতে দুই বেঞ্চের সংঘাত তুঙ্গে। ২৯ জানুয়ারি রাজ্যে শাহী সফর। ডায়মন্ডে অভিষেকের সভার দিনেই মেচেদায় সভা স্বরাষ্ট্রমন্ত্রীর। সন্দেশখালি কাণ্ডে নিখোঁজ শেখ শাহজাহানের হদিশ দিলেন অখিল গিরি। সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ রাষ্ট্রপতির। জাতীয় ভোটার দিবসে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর। প্রকাশ্যে ISL ডার্বির দিনক্ষণ।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. কপালে চোট নিয়েও জেলা সফরে মুখ্যমন্ত্রী। আগামী ২৮ তারিখ থেকে টানা ৮টি জেলায় ঘুরবেন মুখ্যমন্ত্রী। প্রত্যেক জায়গায় রয়েছে পরিষেবা প্রদান কর্মসূচি। জানা গিয়েছে, আগামী ২৮ জানুয়ারি কলকাতা থেকে আলিপুরদুয়ারের হাসিমারায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী। এরপর ২৯ তারিখ কোচবিহারে অনুষ্ঠান সেরে মুখ্যমন্ত্রী যাবেন শিলিগুড়িতে। উত্তরকন্যা থেকে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাবাসীর জন্য পাট্টা বিলি করবেন। এরপর রায়গঞ্জ ও বালুরঘাটে প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। মালদহেও রয়েছে বিশেষ কর্মসূচি। সেখান থেকে মুর্শিদাবাদ ও কৃষ্ণনগরে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। সফর শেষ হতে ফেব্রুয়ারির ১ বা ২ তারিখ হবে বলে নিজেই জানান মুখ্যমন্ত্রী। এদিকে, মুখ্যমন্ত্রীর দুর্ঘটনার পরদিনই রাজ্যের প্রত্যেকটি জেলা এবং পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারেটের কমিশনারদের সঙ্গে বৈঠক সারলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। কোনও ভিভিআইপির কনভয় পরিচালনায় ঢিলেমি বরদাস্ত নয় বলেই বৈঠকে জানালেন তিনি। একইসঙ্গে ভিআইপিদের কনভয়ের আগে সেই জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সতর্ক হতে হবে বলেও জানান রাজ্য ডিজি।
2. কলকাতা হাই কোর্টে দুই বিচারপতির নজিরবিহীন সংঘাত। মেডিক্যাল কলেজে ভর্তি সংক্রান্ত মামলায় ডিভিশন বেঞ্চের নির্দেশকে সরাসরি অবৈধ বলে দেগে দিল সিঙ্গল বেঞ্চ। সম্প্রতি, মেডিক্যাল কলেজে ভর্তি মামলায় সিবিআইয়ের এফআইআর খারিজের নির্দেশ দিয়েছে বিচারপতি সৌমেন সেনের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। এ প্রসঙ্গে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, “FIR খারিজের যে নির্দেশ বিচারপতি সেন দিয়েছেন সেটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে দিয়েছেন, ফলে সেটা বৈধ নয়।” এজলাসে বসেই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “কিছু রাজনৈতিক ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করছেন বিচারপতি সেন।” একইসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন, “কেন তাঁর বিরুদ্ধে ইম্পিচমেন্ট -এর প্রক্রিয়া শুরু হবে না?” সেক্ষেত্রে বিষয়টিতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছেন সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।