পদ্মভূষণে সম্মানিত বুদ্ধদেব ভট্টাচার্য। মরণোত্তর পদ্মবিভূষণ প্রয়াত সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতকে। পদ্মশ্রী ফেরালেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। এতদিনে সম্মান দেওয়ার প্রস্তাবে তিনি অপমানিত ও অসম্মানিত। জানালেন কিংবদন্তী শিল্পী।ক্রমে সুস্থ হচ্ছে বাংলা। অনেকটাই কমল কোভিড সংক্রমণ।
হেডলাইন:
আরও শুনুন: 24 জানুয়ারি 2022: বিশেষ বিশেষ খবর- ‘পাড়ায় শিক্ষালয়’ প্রকল্পের সূচনা রাজ্যে, মিলল স্কুল খোলার ইঙ্গিত
আরও শুনুন: 23 জানুয়ারি 2022: বিশেষ বিশেষ খবর- ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তি উদ্বোধন প্রধানমন্ত্রীর
বিস্তারিত খবর:
১. পদ্মভূষণ সম্মানে সম্মানিত হলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মান এল তাঁর ঝুলিতে। সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে মঙ্গলবার সন্ধেয় পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করল কেন্দ্র। মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হল দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত।
চারজনকে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করল কেন্দ্র। এই তালিকায় নাম রয়েছে মহারাষ্ট্রের প্রভা আত্রের (কলা)। মরণোত্তর পদ্মবিভূষণ প্রাপকদের তালিকায় রয়েছেন তিনজন। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং (সামাজিক অবদান), উত্তরপ্রদেশের রাধেশ্যাম খেমকা (শিক্ষা ও সংস্কৃতি)। পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন সত্যনারায়ণ নাদেলা এবং গুগলের সিইএ সুন্দর পিচাই। করোনা ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে অবদানের জন্য পদ্মভূষণ পাচ্ছেন সাইরাস পুনাওয়ালা। এছাড়া পদ্মভূষণে সম্মানিত হচ্ছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ ও বাঙালি অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়।
২. পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। সাতাশি সালে হেমন্ত মুখোপাধ্যায় যা করেছিলেন, তারই যেন পুনরাবৃত্তি দেখা গেল বাংলার সাংগীতিক মহলে। কিংবদন্তি শিল্পী জানিয়ে দিলেন, জীবনের এই প্রান্তে এসে পুরো ব্যাপারটিতে অত্যন্ত অপমানিত এবং অসম্মানিত বোধ করেছেন তিনি।
মঙ্গলবার শেষ বিকেলে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকের পক্ষ থেকে সন্ধ্যা মুখোপ্যাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। অসুস্থতা সত্ত্বেও ফোন ধরেন কিংবদন্তি শিল্পী। সূত্রের খবর, তাঁকে বলা হয় আমরা আগামীকাল আপনাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করতে চাই। আপনি কি তা গ্রহণ করবেন? তাহলে অন্যান্য পুরস্কারপ্রাপকদের সঙ্গে আগামীকাল সকালের মধ্যে আপনার নামও ঘোষণা করা হবে।
বলার ভঙ্গিতে কার্যত থমকেই গিয়েছিলেন শিল্পী। তাঁর আরও খারাপ লাগে শেষমুহূর্তে এমন সম্মান প্রদান প্রস্তাবের ভঙ্গিতে। তাঁর বয়স এবং কৃতিত্বের কোনও তোয়াক্কা না করে যে ভঙ্গিতে তাঁকে প্রস্তাব দেওয়া হয়, তাতে স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ শিল্পী। দ্রুত এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। দিল্লির আমলাকে জানিয়ে দেন, তিনি এই পুরস্কার গ্রহণ করতে চান না। শ্রোতারা তাকে যে ভালোবাসা দিয়েছেন, তাই-ই তাঁর কাছে পুরস্কার।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।