লোকসভার আগে ব্রিগেডে সভা তৃণমূলের। ২৬ ফ্রেবুয়ারি থেকেই মিলবে ১০০ দিনের টাকা। আধার বাতিল ইস্যুতে বিজেপিকে তুলোধনা অভিষেকের। শাহজাহানকে আড়াল করছে বিচারব্যবস্থা, দাবি অভিষেকের। মহিলাদের বিক্ষোভে ফের উত্তপ্ত সন্দেশখালি। ভোটের আগে তিন মাস বন্ধ ‘মন কি বাত’। দেশের দীর্ঘতম কেবল সেতুর উদ্বোধন প্রধানমন্ত্রীর। রাহুলের ন্যায় যাত্রায় যোগ অখিলেশের।
হেডলাইন:
আরও শুনুন: 24 ফেব্রুয়ারি 2024: বিশেষ বিশেষ খবর- ছদ্মবেশে সন্দেশখালিতে মিনাক্ষী মুখোপাধ্যায়, পথ আটকাল পুলিশ
আরও শুনুন: 23 ফেব্রুয়ারি 2024: বিশেষ বিশেষ খবর- ফের উত্তপ্ত সন্দেশখালি, বিশেষ বৈঠকের ডাক কমিশনের
বিস্তারিত খবর:
1. হাতিয়ার কেন্দ্রীয় বঞ্চনা। দিল্লি, কলকাতায় একাধিক ধরনার পর এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ‘জনগর্জন সভা’ ডাকল তৃণমূল। আগামী ১০ মার্চ ব্রিগেড ময়দানে এই সভার কথা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভায় অভিষেক ছাড়াও প্রধান বক্তা হিসেবে থাকার কথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ বিষয়ে এনিয়ে দলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, কেন্দ্রীয় বঞ্চনা, বাংলার অধিকার প্রতিষ্ঠার দাবিতে, ১০ মার্চ কলকাতায় প্রতিবাদে সভা হবে। একইসঙ্গে, ১০০ দিনের টাকা নিয়েও সুখবর শোনালেন অভিষেক। জানালেন, তালিকা তৈরির কাজ শেষ। প্রায় ৫৯ লক্ষ শ্রমিক পাবেন ১০০ দিনের কাজের টাকা। ২৬ ফেব্রুয়ারি থেকেই সেই টাকা দেওয়া শুরু হবে। ১ মার্চের মধ্যে সেই টাকা দেওয়ার কাজ শেষ হয়ে যাবে বলেই দাবি অভিষেকের। পাশাপাশি, আধার বাতিল ইস্যুতেও মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের কথায়, “আধার বাতিল বিজেপির দম্ভের প্রতীক।” তৃণমূল নেতার কথায়, এভাবে আধার বাতিল করে দম্ভের পরিচয় দিচ্ছে বিজেপি। ক্ষমতা দেখানোর চেষ্টা করা হচ্ছে। যা বাংলার মানুষ ভালোভাবে নেবে না। অন্যদিকে, খালিস্তানি ইস্যুতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও তোপ দাগেন তিনি। বিরোধী দলনেতাকে চ্যালেঞ্জ ছুড়ে, ভয়েস স্যাম্পেল টেস্ট করার দাবি তোলেন অভিষেক। সবমিলিয়ে লোকসভার ভোটের আগে একাধিক ইস্যুতে বিরোধী দলের উদ্দেশে ক্ষোভ উগরে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
2. শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে এবার হাই কোর্টকে দায়ী করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন মহেশতলা থেকে অভিষেক বলেন, “তৃণমূল কাউকে আড়াল করছে না। শাহজাহানকে আড়াল করছে বিচারব্যবস্থা।” ইডি মামলায় তদন্তের জন্য সিট গঠনের নির্দেশ ও পরিবর্তিতে তাতে স্থগিতাদেশের প্রসঙ্গ তুলে তৃণমূল সাংসদের দাবি, আইনি জটের কারণে আটকে শাহজাহানের গ্রেপ্তারি। এদিকে, সন্দেশখালি নিয়ে ফের মুখ খুললেন তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান। নেত্রীর অনুরোধ, রাজনীতি বন্ধ হোক। সেইসঙ্গে নিজের দল ও প্রশাসনের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে বলেও এদিন জানিয়েছেন নুসরত। অন্যদকে, অশান্ত সন্দেশখালিতে অন্য মেজাজে দেখা গেল রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভোউমিক ও সুজিত বসুকে। রবিরার সন্দেশখালির বেড়মজুরে কীর্তনের অনুষ্ঠানে যোগ দেন তাঁরা। ফুলের মালা পরে খোল নিয়ে কীর্তন করতে দেখা যায় সেচ মন্ত্রী পার্থ ভৌমিককে। জানা গিয়েছে, সেখানে স্থানীয় মহিলাদের অভাব অভিযোগও শুনেছেন রাজ্যের দুই মন্ত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।