স্বামী বিবেকানন্দকে অপমানের অভিযোগে সরব তৃণমূল। শাহি সফরের দিনই রাজ্যজুড়ে পথে নামছে দল। ক্ষমা চাইতে হবে অমিত শাহকে, দাবি তৃণমূলের। উৎসবের মরশুমে ফের চোখ রাঙাচ্ছে করোনা। ৪ হাজারের গণ্ডি পেরোল দেশের অ্যাকটিভ কেস, শীর্ষে কেরল। ভিড়ে মাস্ক ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের। নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর পাড়ায় ঢোকা চক্রান্ত নয়। অন্তর্বর্তী জামিন মিলল হেফাজতে রাখা ৪ চাকরিপ্রার্থীর। যিশুখ্রিস্টের বাণী থেকে শিক্ষা নেওয়ার বার্তা প্রধানমন্ত্রী মোদির। বড়দিনে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতিরও। শুভেচ্ছা জানালেন মমতা-সহ তাবড় নেতানেত্রীরা।
হেডলাইন:
আরও শুনুন: 24 ডিসেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- ব্রিগেডে ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ সফল, বিজেপির দাবির পালটা তৃণমূলের
বিস্তারিত খবর:
1. স্বামী বিবেকানন্দকে অপমান করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, এই অভিযোগে প্রতিবাদে গর্জে উঠেছে তৃণমূল। এবার সেই ইস্যুতেই প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করল রাজ্যের শাসক দল। শাহি সফরের দিনই রাজ্যজুড়ে পথে নামছে ঘাসফুল শিবির।
রবিবার ব্রিগেডে ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ প্রসঙ্গে কথা বলতে গিয়ে গীতাপাঠের থেকে ফুটবল খেলা ভালো কথাটিকে নিয়ে কটাক্ষ ছুড়েছিলেন সুকান্ত মজুমদার। যা নিয়ে প্রথম থেকেই প্রতিবাদে সরব তৃণমূল। এদিকে সোমবার মাঝরাতে কলকাতা আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মঙ্গলবার দিনভর শহরে থাকবেন তাঁরা। যদিও ঘাসফুল শিবিরের তরফে শাহের বঙ্গসফরকে ড্যামেজ কন্ট্রোল বলে কটাক্ষ করা হয়েছে। এদিন সর্বভারতীয় তৃণমূলের তরফে জানানো হয়েছে, সেই দিনই শহরে ও ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল করবে যুব তৃণমূল। ব্লকে ব্লকে স্বামীজির মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন যুব তৃণমূলের নেতা-নেত্রীরা। পাশাপাশি স্বামীজির আদর্শ মেনে মিছিলে নেতা-নেত্রীদের কাছে থাকবে ফুটবল। কলকাতার মিছিলের নেতৃত্বে থাকবেন যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। এই ইস্যুতে খোদ অমিত শাহ এবং সুকান্ত মজুমদারকে ক্ষমা চাইতে হবে বলেই দাবি তৃণমূলের।
2. উৎসবের মরশুমে আবারও চোখ রাঙাচ্ছে করোনা। করোনার নয়া সাব-ভ্যারিয়েন্ট নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে মানুষের মধ্যে। তারই মধ্যে ভয় ধরাচ্ছে লাফিয়ে বাড়তে থাকা সংক্রমণের হার। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা পার করল ৪ হাজারের গণ্ডি। বর্তমানে কোভিডের সক্রিয় রোগীর সংখ্যা ৪ হাজার ৫৪। ২৪ ঘণ্টা আগে যা ছিল ৩,৭৪২। এর মধ্যে সবচেয়ে বেশি অ্যাকটিভ কেস কেরলে। এই রাজ্যেই প্রথম JN.1-এর হদিশ পাওয়া গিয়েছিল। একদিনে সেখানে অ্যাকটিভ কেস বেড়েছে ১২৮। যার জেরে শুধু কেরলেই সক্রিয় রোগীর সংখ্যা ৩০০০ পেরিয়ে গেল। যদিও গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩১৫ জন। তবে নয়া সাব-ভ্যারিয়েন্ট যেভাবে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে, তাতে প্রশ্ন উঠছে, তবে কি ফের বাধ্যতামূলক হতে চলেছে মাস্ক? সাব-ভ্যারিয়েন্ট থেকে বাঁচতে নয়া টিকার প্রয়োজন কি না, উঠছে সে প্রশ্নও। তবে আলাদা টিকার বদলে সাবধানতার উপরেই বেশি জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত সর্বত্র বাধ্যতামূলক না হলেও ভিড় এলাকায় মাস্ক ব্যবহারের পরামর্শই দিচ্ছেন তাঁরা। এই পরিস্থিতিতে বড়দিন, বর্ষবরণের ভিড়কে মাথায় রেখে দেশজুড়ে সতর্কতা অবলম্বন করছে প্রশাসনও।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।