গণতন্ত্রে বিচারব্যবস্থার গুরুত্ব বোঝালেন মুখ্যমন্ত্রী। বন্ধ হোক মিডিয়া ট্রায়াল। কলকাতা হাই কোর্টের অনুষ্ঠানে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। টেট দুর্নীতি মামলায় আরও বিপাকে পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। নিরুদ্দেশ সভাপতির নামে লুকআউট নোটিস জারি সিবিআই-এর। বিচারককে হুমকি চিঠির জের। অনুব্রত মণ্ডলের মামলা ভিন রাজ্যে সরানোর আরজি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি আইনজীবীদের একাংশের।
হেডলাইন:
আরও শুনুন: 24 আগস্ট 2022: বিশেষ বিশেষ খবর- ১৪ দিনের জেল হেফাজতে অনুব্রত, ৭ সেপ্টেম্বর পরবর্তী শুনানি
বিস্তারিত খবর:
1. কলকাতা হাই কোর্টের কাজের সুবিধার জন্য নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের ব্লক বি হস্তান্তর করা হল আদালতকে। আর এই হস্তান্তর অনুষ্ঠানেই গণতন্ত্রে বিচারব্যবস্থার গুরুত্ব নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “গণতন্ত্রে খুবই গুরুত্বপূ্র্ণ বিচারব্যবস্থা। তা মানুষের আস্থা ফেরায়। সুবিচার পেতে সকলে দ্বারস্থ হন কোর্টের।” মামলার সংখ্যা ক্রমশ বাড়ছে বলেই নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে ১৯টি সরকারি দপ্তর স্থানান্তরিত করে ব্লক বি অংশ তুলে দেওয়া হয়েছে হাই কোর্টের কাজের জন্য। বিচারপ্রক্রিয়াকে অব্যাহত রাখার জন্যই যে এই উদ্যোগ, সে কথাও জানান মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, “বিচারব্যবস্থা নিরপেক্ষ হয়। তা একপাক্ষিক নয়।” এরপরই সাংবাদিকদের উদ্দেশে তাঁর বক্তব্য, “মিডিয়া ট্রায়াল বন্ধ করুন। সত্যি খবর দেখান। আমার বিরুদ্ধে খবর হলেও দেখান, কিছু মনে করব না। কিন্তু সম্মানহানি করবেন না।” বকেয়া মামলার দ্রুত নিষ্পত্তি করার জন্য এদিন বিচারপতিদেরও অনুরোধ জানান মমতা। পাশাপাশি রাজ্যে আরও বেশি করে মহিলা বিচারপতি দেখতে চান বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
2. টেট দুর্নীতি মামলায় এবার আরও বিপাকে পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। সাতদিন ধরে তাঁর খোঁজ না মেলায় এবার লুকআউট নোটিস জারি করল সিবিআই। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্তের স্বার্থে তাঁকে একাধিকবার তলব করেছিল ইডি। কিন্তু বারবার হাজিরা এড়িয়েছেন তিনি। সূত্রের খবর, যাদবপুরের বাড়ি, ফ্ল্যাটে দেখা মেলেনি তাঁর। গত এক মাস ধরে তালাবন্ধ নদিয়ার পলাশি পাড়ায় তাঁর পৈতৃক বাড়ি। এমনকি তাঁর মোবাইল নম্বরেও যোগাযোগ করা যায়নি বলেই অভিযোগ। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে আইনজীবীদের সঙ্গে আলোচনার পর মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল ইডি। দেশের বিভিন্ন বিমানবন্দরে নোটিস পাঠানো হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। তিনি দেশ ছেড়ে পালিয়েছেন বলে মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।