শেষবেলায় বাজিমাত। ব্রিটেনের মসনদে অভিষেক প্রথম অ-শ্বেতাঙ্গ প্রধানমন্ত্রীর। ব্রিটেনের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়লেন ঋষি সুনাক। সিত্রাং-এর প্রভাবে দিনভর বৃষ্টি দীপাবলিতে। জেলায় জেলায় দমকা হাওয়ায় ক্ষয়ক্ষতি কালীপুজোর মণ্ডপে। রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর।কার্গিলে সেনার সঙ্গে দীপাবলি উদযাপন প্রধানমন্ত্রীর। বাড়িতে মাতৃ-আরাধনা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
হেডলাইন:
আরও শুনুন: 22 অক্টোবর 2022: বিশেষ বিশেষ খবর- আছড়ে পড়বে না সিত্রাং, তবে কালীপুজোয় ভিজবে কলকাতা-সহ একাধিক জেলা
বিস্তারিত খবর:
1. নয়া ইতিহাস ব্রিটেনে। শেষবেলায় বাজিমাত করে ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাকই। ব্রিটেন পেল প্রথম অ-শ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী। লিজ ট্রাসের ইস্তফার পরই তাঁর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছিল। ব্রিটেনের রাজনৈতিক জল যেদিকে গড়াচ্ছিল, তাতে ঋষির প্রধানমন্ত্রী হওয়া কার্যত নিশ্চিতই ছিল। গতকাল শেষ মুহূর্তে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিন ‘হাউস অফ কমন্স’-এ কনজারভেটিভ পার্টির ৩৫৭ জন সাংসদের অর্ধেকেরও বেশি ঋষি সুনাকের পক্ষে ভোটদান করেন। লড়াইয়ে টিকে থাকতে প্রয়োজনীয় ন্যূনতম ১০০ জন এমপির ভোট টানতে ব্যর্থ হয়েছেন প্রতিদ্বন্দ্বী পেনি মরড্যান্ট। পেনি ১০০ জন এমপি-র সমর্থন পেলে লড়াই অন্য মাত্রা পেত। কারণ, তখন দেশজুড়ে থাকা কনজারভেটিভ পার্টির প্রায় দু’লক্ষ ভোটার অনলাইন ভোটিংয়ের মধ্যমে পরবর্তী প্রধানমন্ত্রী বেছে নিতেন। আর তেমন হলে পেনি মরড্যান্ট কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকতেন। তবে সেই পরিস্থিতি তৈরি হয়নি। ফলে ইতিহাস তৈরি করে ঋষিই হলেন ব্রিটেনের প্রথম অ-শ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন সুনাক।
2. সিত্রাং-এর প্রভাবে দীপাবলিতে দিনভর জারি দুর্যোগ। সোমবার সকাল থেকেই কলকাতা-সহ জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি। সঙ্গে বয়েছে দমকা হাওয়া। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে সতর্ক থাকারই পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ”কালীপুজো, দীপাবলিতে আনন্দ করুন। তবে ঝড়বৃষ্টি বেশি হলে ঘরেই থাকাই নিরাপদ হবে। প্রশাসন সবরকমভাবে প্রস্তুত। আপনারা সাবধানে উৎসব করুন।” শেষ পাওয়া খবর অনুযায়ী, গতি বাড়িয়ে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। সাগরদ্বীপের কাছাকাছিই অবস্থিত ঘূর্ণিঝড়ের কেন্দ্র। আবহবিদদের অনুমান, মঙ্গলবার ভোরেই ঘূর্ণিঝড়টি দুই ২৪ পরগনাকে ছুঁয়ে পৌঁছে যাবে বাংলাদেশ উপকূলে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার সকালে বরিশালের কাছে তিনকোনা দ্বীপ এবং সন্দ্বীপের মাঝবরাবর বাংলাদেশের সীমান্ত পেরোবে সিত্রাং। ঘূর্ণিঝড়ের দরুন সমুদ্রে জলোচ্ছ্বাসের জেরে দুই চব্বিশ পরগণায় বাঁধের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে শহরে ভারী বৃষ্টির আগাম সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। টানা বৃষ্টিতে যাতে শহরের রাস্তায় জল জমে মানুষ ভোগান্তির শিকার না হন, তাই আগে থেকেই কলকাতা সংলগ্ন গঙ্গার সবক’টি লকগেটও খুলে দেওয়ার ব্যবস্থাও করেছে পুরপ্রশাসন। বিপদের মোকাবিলা করার জন্য উপকূল অঞ্চলেও সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে এদিন দমকা হাওয়ায় সল্টলেকের বৈশাখী বাজারে অ্যাসবেস্টসের ছাউনি ভেঙে পড়েছে। ঘটনায় আহত ৬ জন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি জেলার কালীপুজোর মণ্ডপও। মঙ্গলবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলেই খবর হাওয়া অফিস সূত্রে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।