ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’। ২৬ তারিখ দিনভর বৃষ্টির পূর্বাভাস। জারি সতর্কবার্তা, সাংবাদিক বৈঠক করে ঝড়ের গতিপথ জানাল আবহাওয়া দপ্তর। এবার রাত এগারোটাতেও মিলবে মেট্রো। বাড়ছে পরিষেবার সময়সীমা। শুক্রবার থেকেই চালু পরীক্ষামূলকভাবে, ঘোষণা কলকাতা মেট্রো কর্তৃপক্ষের। মানহানি মামলায় দোষী সাব্যস্ত মেধা পাটেকর। হতে পারে দু’বছরের জেল কিংবা জরিমানা। দিল্লির উপরাজ্যপালের অভিযোগের জেরে বিপাকে সমাজকর্মী।
হেডলাইন:
আরও শুনুন: 23 মে 2024: বিশেষ বিশেষ খবর- চোখ রাঙাচ্ছে ‘রেমাল’, রবিবার তছনছ হতে পারে বঙ্গ উপকূল এলাকা
আরও শুনুন: 22 মে 2024: বিশেষ বিশেষ খবর- বাতিল ২০১০-এর পরবর্তী সব ওবিসি সার্টিফিকেট, রায় হাই কোর্টের
বিস্তারিত খবর:
1. ভোটের মাঝে তাণ্ডব চালাতে পারে ঘূর্ণিঝড় ‘রেমাল’, এমনটাই পূর্বাভাস ছিল আবহাওয়া দপ্তরের। তবে রেমালের নতুন গতিপথ অনুযায়ী আবহাওয়া দপ্তর খানিকটা স্বস্তির কথাই শোনাল। ২৫ মে, শনিবার ষষ্ঠ দফার ভোটে খুব একটা বাধা হয়ে দাঁড়াবে না ঘূর্ণিঝড় বা মুষলধারায় বৃষ্টি। তার পরের তিনদিন অর্থাৎ ২৬, ২৭ এবং ২৮ তারিখ রেমালের দাপট থাকবে। শুক্রবার বিকেলে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে সাংবাদিক বৈঠক করে জানালেন ডিডিজিএম সোমনাথ দত্ত। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার অর্থাৎ ২৫ মে সকালে ঘূর্ণিঝড়ের আকার নিতে চলেছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। উত্তরদিকে এগিয়ে আরও শক্তি সংগ্রহ করে শনিবার গভীর রাতে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এবং ২৬ মে, রবিবার বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরের মাঝ বরাবর আছড়ে পড়বে ‘রেমাল’। এই সময়ে তার গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি। ২৬ তারিখ দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার উপকূলবর্তী অঞ্চলগুলিতে। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, কলকাতায়। এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
2. এবার কলকাতায় মেট্রো পরিষেবার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। ব্লু লাইনে এখন থেকে রাত ১১টাতেও মিলবে মেট্রো। শুক্রবার থেকেই পরীক্ষামূলক ভাবে চালু হচ্ছে এই বিশেষ মেট্রো পরিষেবা। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র শুক্রবার এই বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, শনি ও রবিবার ছাড়া সপ্তাহের বাকি সব দিন রাত ১১টায় শেষ মেট্রো ছাড়বে কবি সুভাষ ও দমদম থেকে। যাত্রীদের জন্য প্রতিটি স্টেশনে একটি একটি করে কাউন্টার খোলা থাকবে যেখান থেকে কার্ড বা টোকেন সংগ্রহ করা যাবে। কিছু দিন আগেই শেষ মেট্রোর সময় বাড়ানো নিয়ে মেট্রো রেলকে বিবেচনা করতে বলেছিল কলকাতা হাই কোর্ট। অফিসযাত্রীদের কথা মাথায় রেখে রাতেও মেট্রো পরিষেবা চালুর আর্জি জানিয়ে একটি মামলা হয় উচ্চ আদালতে। এবার সেই আর্জি রাখার পথেই হাঁটছে কলকাতা মেট্রো। শেষ মেট্রো ধরার দৌড় থামলে উপকৃত হবেন রাতের দিকে অফিসফেরত নিত্যযাত্রীরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।