গুজরাটকে হারিয়ে মহিলা কর্মসংস্থানে ভারতসেরা বাংলা। আগামী ২৬ জুন পাহাড়ে জিটিএ নির্বাচন। পার্থ, পরেশ ও অনুব্রতের সম্পত্তির খতিয়ান চেয়ে আয়কর দপ্তরে চিঠি। নার্স নিয়োগে স্বচ্ছতার দাবিতে স্বাস্থ্যভবনের সামনে ফের বিক্ষোভে চাকরিপ্রার্থীরা। কংগ্রেসের হাল ফেরাতে তিনটি বিশেষ কমিটি গড়লেন সোনিয়া। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বিজয় সিংলা। ইস্টবেঙ্গলের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
হেডলাইন:
আরও শুনুন: 23 মে 2022: বিশেষ বিশেষ খবর- ইডি-সিবিআইয়ের স্বশাসনের পক্ষে সওয়াল মমতার
আরও শুনুন: 22 মে 2022: বিশেষ বিশেষ খবর- জল্পনায় ইতি টেনে তৃণমূলেই ফিরলেন অর্জুন সিং
বিস্তারিত খবর:
1. মহিলা কর্মসংস্থানে ভারত সেরা হল বাংলা। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি গত পাঁচ বছরের তথ্য বিশ্লেষণ করে জানিয়ে দিল মহিলা কর্মসংস্থানে দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে পশ্চিমবঙ্গ। ২০২২ এর জানুয়ারি থেকে এপ্রিল পশ্চিমবঙ্গে ৪৩.৭১ লক্ষ মহিলার কর্মসংস্থান হয়েছে, যা ২০১৭ সালের জানুয়ারি-এপ্রিলের থেকে ১০.০৯ লক্ষ বেশি। গত বছরের সেপ্টেম্বর ডিসেম্বরের থেকেও ২০২২ এর জানুয়ারি এপ্রিলে বেশি কর্মসংস্থান হয়েছে। যা পরিস্থিতি তাতে অর্থনীতির মাপকাঠিতে মহিলা কর্মসংস্থানের প্রায় সবকটি বিভাগে শীর্ষে পশ্চিমবঙ্গ।
তাৎপর্যের বিষয় হল গুজরাটকেও মহিলা কর্মসংস্থানে টেক্কা দিয়েছে বাংলা। গত পাঁচ বছরের হিসেবে গুজরাতে মহিলা কর্মসংস্থান বেড়েছে ৮.৬৭ লক্ষ। যা বাংলার তুলনায় ১.৪২ লক্ষ কম। তিন নম্বরে রয়েছে তেলেঙ্গানা। এখানে গত পাঁচ বছরের নিরিখে কর্মসংস্থান বৃদ্ধির হার ২.০২ লক্ষ। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির সাম্প্রতিকতম রিপোর্টেও দেখা গিয়েছে, গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে মহিলাদের কর্মসংস্থান হওয়ার পাশাপাশি তাদের রোজগারও বেড়েছে। এক বছরে দেশের মহিলাদের কর্মসংস্থান বৃদ্ধির যে তালিকা তুলে ধরা হয়েছে সেখানেও প্রথমে বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ক্ষমতায়নে যে একাধিক প্রকল্প ও পদক্ষেপ করেছেন, তারই সুফল মিলেছে বলে দাবি বিশেষজ্ঞমহলের।
2. দশ বছর পর অবশেষে জিটিএ নির্বাচন হতে চলেছে পাহাড়ে। মঙ্গলবার দার্জিলিংয়ে সর্বদল বৈঠক শেষে ঘোষণা করা হল দিনক্ষণ। জানা গিয়েছে, আগামী ২৬ জুন হবে জিটিএ নির্বাচন। মঙ্গলবার পাহাড়ের সবকটি রাজনৈতিক দলকে নিয়ে বৈঠকে বসেন দার্জিলিংয়ের জেলাশাসক তথা জিটিএ নির্বাচনের রিটার্নিং অফিসার এস পুণ্যবালাম। ছিলেন স্পেশ্যাল অবজার্ভার এ জি বর্ধনও। এখনই জিটিএ নির্বাচনের বিরোধিতায় বৈঠক বয়কট করেন বিজেপি, জিএনএলএফের প্রতিনিধিরা। তবে তাদের আপত্তি উড়িয়েই ২৭ মে নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারির প্রস্তুতি নিচ্ছে সরকার। স্পেশ্যাল অবজার্ভার এ জি বর্ধন জানান, আগামী ২৭ তারিখ সরকারিভাবে জিটিএ নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ হলেই শুরু হয়ে যাবে মনোনয়ন পর্ব। ২৭ মে থেকে সাতদিন মনোনয়ন জমা দেওয়ার পর্ব চলবে। তারপর প্রত্যাহার, স্ক্রুটিনি পর্ব পেরিয়ে ২৬ জুন ভোট। এর জন্য দার্জিলিং ও কালিম্পংয়ের মহকুমাশাসককে অতিরিক্ত রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। গণনা ও ফলপ্রকাশ হবে আগামী ২৯ জুন।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।