‘ব্ল্যাকমেল করে টাকা নিয়েছেন শুভেন্দু’। বিস্ফোরক সারদাকর্তা সুদীপ্ত সেন। তিথি মেনে রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেশ দ্রৌপদী মুর্মুর। মন্ত্রীকন্যা অঙ্কিতার চাকরি পাবেন মামলাকারী ববিতা-ই। গুজরাট দাঙ্গা মামলায় নরেন্দ্র মোদিকে ক্লিনচিট সুপ্রিম কোর্টের। জিটিএ নির্বাচনে হস্তক্ষেপ নয়। ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানে খুলল ভারতীয় দূতাবাস।
হেডলাইন:
আরও শুনুন: 23 জুন 2022: বিশেষ বিশেষ খবর- মহারাষ্ট্রের সংকট নিয়ে বিজেপিকে তোপ মমতা-অভিষেকের
আরও শুনুন: 22 জুন 2022: বিশেষ বিশেষ খবর- মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শোভন-বৈশাখীর, তুঙ্গে তৃণমূলে ফেরার জল্পনা
বিস্তারিত খবর:
1. ফের বিস্ফোরক সারদাকর্তা সুদীপ্ত সেন। তিনি জানান, ব্ল্যাকমেল করে একাধিকবার টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী। সারদাকর্তার বিস্ফোরক মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতার গ্রেপ্তারির দাবি জানিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
সুদীপ্ত সেন-সহ পাঁচজনের বিরুদ্ধে হাওড়ার সাঁতরাগাছি থানায় অভিযোগ দায়ের করেছিলেন জয়ন্ত বেরা নামে এক সারদা এজেন্ট। ওই মামলার শুনানিতে বিধাননগরের এমপি-এমএলএ আদালতে হাজিরা দিতে এসেই সাংবাদিকদের সামনে এহেন মন্তব্য করেন সুদীপ্ত সেন। শুভেন্দু অধিকারীকে কবে, কোথায়, কত টাকা দিয়েছেন তা বিস্তারিতভাবে জানিয়েছেন বলে দাবি করেছেন তিনি। এর আগে জেল থেকে চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট এবং কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতিকে দু’টি চিঠিও দিয়েছেন সুদীপ্ত। সারদাকর্তার দাবির পরিপ্রেক্ষিতে শুক্রবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তারের দাবি তুলেছেন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং বিধায়ক তাপস রায়। বিজেপির বিরুদ্ধে আরও একবার সিবিআই ও ইডিকে তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করার অভিযোগও তুলেছেন তাঁরা।
2. পূর্ব পরিকল্পনা মতো তিথি নক্ষত্র মেনেই রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থীপদে মনোনয়ন পত্র পেশ করলেন দ্রৌপদী মুর্মু। হিন্দি পঞ্জিকা মেনে ‘অভিজিৎ মুহূর্তে’ প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করলেন তিনি। সঙ্গে ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
রাষ্ট্রপতির মনোনয়নে ৫০ জন প্রথম প্রস্তাবক ও ৫০ জন সমর্থনকারীকে দ্বিতীয় প্রস্তাবক থাকার নিয়ম রয়েছে। মুর্মুর প্রথম প্রস্তাবকের তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডার নাম রয়েছে। এছাড়াও একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম রয়েছে প্রস্তাবকের তালিকায়। দ্রৌপদী মুর্মুর মনোনয়ন দাখিল প্রক্রিয়াকে শক্তি প্রদর্শনের মঞ্চ হিসাবে তুলে ধরতে চেয়েছিল গেরুয়া শিবির। সে কারণেই দলের শীর্ষ নেতৃত্বের তলব পেয়ে এদিন দিল্লিতে উপস্থিত ছিলেন যোগী আদিত্যনাথ, বাসবরাজ বোম্বাই-এর মতো বিজেপি-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহাকে Z ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্র। যেখানে সরকার পক্ষের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে Z+ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল একদিন আগেই। দুই রাষ্ট্রপতি পদপ্রার্থীর নিরাপত্তার এই বৈষম্য নিয়ে অভিযোগের আঙুল উঠছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দিকে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।