১৪ দিনের জেল হেফাজতে অনুব্রত। থাকবেন আসানসোল জেলে। আটক সুকন্যা ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনও। এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগ। এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে হানা সিবিআই-এর। উপাচার্যের বাড়ি এবং দপ্তরে তল্লাশি আধিকারিকদের। এবার থেকে প্রতি বছর হবে টেট। নিয়োগেও থাকবে না অস্বচ্ছতা। ‘জিরো গ্রিভান্স’ নীতিতে চলবে পর্ষদ। বার্তা নয়া সভাপতি গৌতম পালের।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. এবার ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেওয়া হল অনুব্রত মণ্ডলকে। তৃণমূলের বীরভূম জেলা সভাপতির জামিনের আবেদন খারিজ করে দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। চারদিনের সিবিআই হেফাজত শেষে বুধবার আদালতে তোলা হয়েছিল তৃণমূল নেতাকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী বলেন, “গরু পাচার মামলার তদন্তে অনেকের বয়ান রেকর্ড করা হয়েছে। অনুব্রতর নাম বারবার উঠে এসেছে। তাঁকে ছেড়ে দিলে তদন্ত প্রভাবিত হতে পারে।” যদিও প্রভাবশালী তত্ত্ব খারিজ করে দেন অনুব্রতর আইনজীবী। উলটে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আরও একবার যে কোনও শর্তে অনুব্রতর জামিনের আবেদন জানান তিনি। অনুব্রতর যে কোনও মুহূর্তে অক্সিজেন প্রয়োজন হতে পারে বলেও জানান। ধোপে টেকেনি অসুস্থতার যুক্তিও। আগামী ৭ সেপ্টেম্বর আবার আদালতে তোলা হবে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে। এদিকে দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকলেও এবার সিবিআই-এর হাতে আটক হলেন অনুব্রত ও তাঁর কন্যা সুকন্যার ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনও। দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ বারাসত থেকে তাঁকে আটক করা হয়েছে বলেই খবর।
2. এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে হানা দিল সিবিআই। বুধবার উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের কোয়ার্টার এবং দপ্তরে তল্লাশি চালাল ১০-১২ জনের তদন্তকারী দল। সেখানকার সমস্ত নথি খতিয়ে দেখার পাশাপাশি উপাচার্যকেও জেরা করেন তাঁরা। সূত্রের খবর, তল্লাশির সময় উপাচার্যের দপ্তরের বাইরে যে সমস্ত কর্মীরা ছিলেন তাঁদের মোবাইল জমা নিয়ে নেওয়া হয়, যাতে তাঁরা বাইরে কারও সঙ্গে যোগাযোগ করতে না পারেন। এদিকে উপাচার্যের দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর ফ্ল্যাটেও হানা দিয়ে তা সিল করে দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আসলে ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। জানা গিয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে বিচারপতি রঞ্জিত বাগ কমিটির রিপোর্টে নাম রয়েছে তাঁর। এই ইস্যুতে আগেই তাঁর উপর নজর ছিল সিবিআইয়ের। এবার সরাসরি সুবীরেশের বাড়ি ও দপ্তরে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।