চাকরি বাতিলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SSC। মমতার মন্তব্যের বিরুদ্ধে আদালতে চিঠি কৌস্তভের। ‘১৭-র প্রশ্নও খতিয়ে দেখবে হাই কোর্ট। ২০২৪-এ ক্ষমতায় ফিরবে না বিজেপি। রাজ্য ধরে হিসেব দিয়ে দাবি মমতার। বোলপুরে প্রচারে গিয়ে ফের অনুব্রতকে দরাজ সার্টিফিকেট নেত্রীর। বড় নিষেধাজ্ঞার মুখে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। নয়া গ্রাহক নয়, ইস্যু নয় নতুন ক্রেডিট কার্ডও। অডিট রিপোর্টে সমস্যার জেরেই নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের।
হেডলাইন:
আরও শুনুন: 22 এপ্রিল 2024: বিশেষ বিশেষ খবর- SSC মামলায় বাতিল ২৫,৭৫৩ চাকরি, চাকরিহারাদের পাশে মুখ্যমন্ত্রী
আরও শুনুন: 21 এপ্রিল 2024: বিশেষ বিশেষ খবর- গরমে ৫০ বছরের রেকর্ড ভাঙল কলকাতা, তাপপ্রবাহ জারি আগামী সপ্তাহেও
বিস্তারিত খবর:
1. কলকাতা হাই কোর্টের চাকরি বাতিল রায়ের জের। বুধবার ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করল স্কুল সার্ভিস কমিশন। আবেদনে এসএসসির তরফে প্রশ্ন তোলা হয়েছে, স্বাভাবিক নিয়মে চাকরি প্রাপকদের বিরুদ্ধে কোনও অভিযোগ না থাকা সত্ত্বেও কেন পুরো প্যানেল বাতিল করা হল? বিষয়টি নিয়ে দ্রুত শুনানির আবেদনও জানিয়েছে কমিশন। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় অথবা অন্য কোনও বিচারপতির এজলাসে মামলার শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে এসএসসির রায় নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমকে চিঠি বিজেপি নেতা কৌস্তভ বাগচীর। তাঁর অভিযোগ, রাজনৈতিক সভা থেকে দেশের বিচার বিভাগের উপর নির্লজ্জ আক্রমণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান বিচারপতির কাছে আর্জি বিজেপি নেতার। অন্যদিকে চাকরি বাতিল নিয়ে টানাপোড়েনের মধ্যেই বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। ২০১৭ সালের টেটের প্রশ্নে আদৌ ভুল ছিল কি না, তা খতিয়ে দেখবে এই কমিটি। আগামী এক মাসের মধ্যে হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে আদালত।
2. তৃতীয়বারের জন্য আর ক্ষমতায় ফিরবে না বিজেপি। বুধবার পূর্ব বর্ধমানের সভা থেকে জোর দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্য ধরে ধরে আসনের হিসেব দিয়ে তাঁর সাফ কথা, আগের বার যে যে রাজ্যে বিজেপি কার্যত ১০০ শতাংশ আসন জিতেছিল সেই সব রাজ্যেই এবার কম আসন পাবে। মমতার হিসেব বলছে, উত্তরপ্রদেশে অখিলেশদের ভালো লড়াইয়ে এবার কম আসন পাবে বিজেপি। যেমন মধ্যপ্রদেশেও আসন কাড়বে কংগ্রেসের লড়াই। কেরলে বাম-কংগ্রেসই বেশি আসন পাবে। এমনকি কর্নাটক, তেলেঙ্গানাতেও এবার বিজেপির ফল খারাপ হবে। উপরন্তু তাঁর দাবি, “রাজস্থানে প্রথম দফার ভোটেই কুপোকাত। বিহারে হাফও পাবে না। তামিলনাড়ুতে গোল্লা পাবে।” এমনকি বিভিন্ন সংস্থার সমীক্ষায় যে বিজেপির বিপুল জয় দেখানো হচ্ছে, তাকে টাকা দিয়ে বানানো নকল সমীক্ষা বলে বিজেপিকে একহাত নিলেন মমতা।
এদিকে অনুব্রত মণ্ডলের এলাকায় গিয়ে ফের কেষ্টর কথা উঠে এল মমতার মুখে। বিরোধীরা প্রত্যেক নির্বাচনে অনুব্রতকে নজরবন্দি করে রাখত বলেই অভিযোগ শানালেন তিনি। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি তল্লাশির কথা তুলেও তোপ দাগলেন বিজেপিকে। একইসঙ্গে ‘মাটির ছেলে’ বলে জেলবন্দি অনুব্রতকে দরাজ সার্টিফিকেট দিলেন তৃণমূল সুপ্রিমো।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।