বেসরকারি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার ইস্যুর জল গড়াল শীর্ষ আদালতে। অস্বস্তিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিস্তারিত রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের। নবান্নে মুখোমুখি বৈঠকে মমতা-নীতীশ-তেজস্বী। ‘রক্তপাতহীন ভোটের জন্য চাই ভাল প্রার্থী’। জনসংযোগ কর্মসূচির শুরুতেই স্পষ্ট বার্তা অভিষেকের। কালিয়াগঞ্জে ছাত্রীমৃত্যুর ঘটনা এবার পৌঁছাল আদালতেও। মোদি পদবি মামলায় সাময়িক স্বস্তি রাহুলের। গৃহযুদ্ধের জেরে অগ্নিগর্ভ সুদান।
হেডলাইন:
আরও শুনুন: 23 এপ্রিল 2023: বিশেষ বিশেষ খবর- বৃষ্টির ছোঁয়ায় নামল পারদ, সোমবারই খুলছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান
আরও শুনুন: 22 এপ্রিল 2023: বিশেষ বিশেষ খবর- ধর্মের নামে ভাগাভাগি নয়, ইদের দিনে এনআরসি রোখার ডাক মমতার
বিস্তারিত খবর:
1. বেসরকারি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার কারণে এবার অস্বস্তিতে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার অন্য একটি মামলা চলাকালীন বিষয়টি নজরে আসে সুপ্রিম কোর্টের। এরপরই হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে এ বিষয়ে রিপোর্ট তলব করেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। আগামী শুক্রবারের মধ্যে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সেইসঙ্গে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, “বিচারাধীন বিষয়ে চ্যানেলে বসে ইন্টারভিউ দেওয়া কাজ বিচারপতিদের কাজ নয়।” একইসঙ্গে তাঁর পরামর্শ ইন্টারভিউয়ের বিষয়টি সত্যি হলে, এসএসসি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে অন্য বিচারপতিকে দেওয়া হোক। প্রধান বিচারপতির মন্তব্যের প্রেক্ষিতেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তাঁর ফেসবুক পোস্টে জানান, ‘যদি বিষয়টি সত্যি হয় তাহলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কে আমরা বলব ওঁকে নিয়োগ সংক্রান্ত মামলা থেকে সরিয়ে দিতে।’ এদিকে এক বেসরকারি সংমাদমাধ্যমের অনুষ্ঠানে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে আপত্তি জানিয়ে বিতর্কিত পোস্ট করেছিলেন আইনজীবী মুকুল বিশ্বাস। বিচারপতির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুকথা, সমালোচনা, বিতর্কিত মন্তব্যের জেরে আইনজীবীকে শোকজ করল কলকাতা হাই কোর্ট । সোমবার ওই আইনজীবীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা রুজু করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতের নির্দেশ, একজন বিচারপতিকে সোশ্যাল মিডিয়ায় সম্মানহানি করার দায়ে ওই আইনজীবীর বিরুদ্ধে কেন আদালত অবমাননা মামলার রুল ইস্যু হবে না, পয়লা মে-র মধ্যে তা জানাতে হবে লিখিত আকারে।
2. আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে নবান্নে বৈঠক সারলেন মমতা-নীতীশ-তেজস্বী। সোমবার নবান্নে আসেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর সঙ্গে ছিলেন লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব। নবান্নে তিনজনের মধ্য়ে বৈঠক হয়। বৈঠক শেষে তাঁদের সম্মিলিত বার্তা, “বিজেপি ইতিহাস বদলে দিচ্ছে। দেশের জন্য় কোনও কাজ করছে না। তাই তাদের শূন্য করতে হবে।” আর এই লক্ষ্য়পূরণের জন্য সমস্ত বিরোধী দলকে একসঙ্গে লড়াই করার আহ্বান জানিয়েছেন তাঁরা তিনজনই। একইসঙ্গে এদিন লোকসভা ভোটের প্রস্তুতি নিয়েও কথা বলেন তাঁরা। বাংলার উন্নয়ন নিয়ে ঢালাও প্রশংসা করেন বিহারের মুখ্যমন্ত্রী। একইসঙ্গে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান তিনি। নীতীশ কুমারের কথায়, “যাদের উপর দেশ চালানোর ভার রয়েছে তাঁরা দেশের স্বার্থে কিছুই করছে না। শুধুমাত্র নিজেদের স্বার্থে কাজ করছে।” একই সুর শোনা গিয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। তাঁর কথায়, “বিজেপি শুধু গুন্ডাগিরি করছে, নিজেদের তৈরি করে দেওয়া মত প্রচার করছে। ভুয়ো ভিডিও ছড়িয়ে দিচ্ছে।” ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপিকে হারাতে বিরোধী জোটের প্রয়োজনের কথা স্বীকার করে নিয়েছেন মমতা-নীতীশ। এ জন্য় বিরোধী নেতাদের সঙ্গে কথা বলবেন দুজনেই। এ বিষয়ে কেউ যেন অহংবোধ নিজেদের মধ্য়ে না রাখেন তার আরজি জানিয়েছেন মমতা। তবে কী ফমুর্লায় বিরোধী জোট হবে, তা এখনও স্পষ্ট নয়। সকলে মিলে বসেই এই রোডম্যাপ তৈরি করবেন বলে জানিয়ে দিয়েছেন মমতা-নীতীশ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।