ক্ষতিগ্রস্ত কৃষকরা শস্যবিমার টাকা পাবেন। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে ঘোষণা মমতার। বড়জোড়ায় মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে কেঁদে ফেললেন দুর্গতরা। উচ্চ প্রাথমিকে প্যানেল প্রকাশের ঘোষণা। ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে প্যানেল। আরজি কর কাণ্ডে পানিহাটির বিধায়ককে সিবিআই তলব। দেহ উদ্ধারের দিন হাসপাতালে কেন? জানালেন নির্মল ঘোষ। সোমবার থেকে শুরু হচ্ছে বর্ষা বিদায় পর্ব। ফের উত্তপ্ত লেবানন-ইজরায়েল।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. টানা বৃষ্টিতে বিপর্যস্ত বাংলার একাধিক জেলা। বানভাসি বিভিন্ন এলাকা। এই পরিস্থিতিতে সোমবার পূর্ব বর্ধমানের বিপর্যস্ত এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানান, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম-সহ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সব জেলার কৃষকরা শস্যবিমার টাকা পাবেন। যাদের মাটির বাড়ি ধসে গিয়েছে, সেগুলো সার্ভে করে পদক্ষেপ করা হবে। একইসঙ্গে বন্যা পরিস্থিতিতে সরকারি আধিকারিকদের সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর সাফ কথা, মানুষের যাতে সমস্যা না হয় সেদিকে নজরদারি চালাতে হবে সর্বক্ষণ। এদিনই পূর্ব বর্ধমান থেকে বাঁকুড়া যান মুখ্যমন্ত্রী। বড়জোড়ার শিবিরে নিজে হাতে ত্রাণ তুলে দেন দুর্গতদের। মুখ্যমন্ত্রীকে দেখা মাত্রই কেঁদে ফেলেন ত্রাণ শিবিরে থাকা দুর্গতরা। তাঁদের আশ্বস্ত করে মমতা জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তিনি পাশে রয়েছেন। সকলেই ত্রাণ পাবেন। জল নামলে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
2. আট বছর পর আশার আলো দেখছেন চাকরিপ্রার্থীরা। এবার উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন। জানা গিয়েছে, কলকাতা হাই কোর্টের বেঁধে দেওয়া ডেডলাইনের মধ্যেই প্রকাশিত হবে প্যানেল। হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, ২৮ সেপ্টেম্বরের মধ্যে ২০১৬ সালের উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ করতে হবে। সেই নির্দেশ মেনে আগামী ২৫ সেপ্টেম্বর প্যানেল প্রকাশিত হবে। ফলে চাকরি পেতে চলেছেন ১৪ হাজার ৫২ জন। এদিকে, সোমবারই আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা এসএসসি ভবন অভিযান করেন। তাঁদের দাবি, ২০১৬ সালের আপার প্রাইমারির ১৪ হাজার ৫২ জন প্রার্থীর চাকরি সুনিশ্চিত করতে হবে। লক্ষ্মীপুজো ও কালীপুজোর মাঝে সম্পূর্ণ করতে হবে দ্বিতীয় ও তৃতীয় কাউন্সেলিং। তাঁদের সেই কর্মসূচি ঘিরে ধুন্ধুমার বেঁধে যায় সল্টলেকের করুণাময়ীতে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় চাকরিপ্রার্থীদের। রীতিমতো টেনে হিঁচড়ে তাঁদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। এই কর্মসূচি চলাকালীনই প্যানেল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করে এসএসসি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।