‘ডানা’র মোকাবিলায় চার জেলায় লাল সতর্কতা, কমলা সতর্কতা জারি কলকাতায়। শিয়ালদহ ডিভিশনে বন্ধ থাকবে লোকাল ট্রেন, স্থগিত বিমান পরিষেবা। থ্রেট কালচারে অভিযুক্ত ডাক্তার অভীকের বিরুদ্ধে রিপোর্ট কমিটির। তবে ভাগ্যনির্ধারণ হবে স্বাস্থ্যভবনে। রিপোর্ট জমা পড়েছে বিরূপাক্ষের বিরুদ্ধেও। জট কাটল জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের। শর্ত বেঁধে মেট্রো সম্প্রসারণে ছাড়পত্র সুপ্রিম কোর্টের। তবে গাছ কাটা নিয়ে বড় নির্দেশ আদালতের।
হেডলাইন:
আরও শুনুন: 22 অক্টোবর 2024: বিশেষ বিশেষ খবর- তৈরি টাস্ক ফোর্স, ৫৩ চিকিৎসককে সাসপেনশনের নির্দেশে স্থগিতাদেশ
আরও শুনুন: 21 অক্টোবর 2024: বিশেষ বিশেষ খবর- মুখ্যমন্ত্রী-জুনিয়র ডাক্তার বৈঠক, ৪৭ জন সাসপেন্ড নিয়ে উঠল প্রশ্ন
বিস্তারিত খবর:
1. ‘ডানা’-র আগমন ঘোষণা করে বুধবার থেকেই মুখভার আকাশের। গভীর নিম্নচাপ বুধের সকালেই ঘূর্ণিঝড় ‘ডানা’য় পরিণত হয়ে ক্রমশ এগিয়ে আসছে ওড়িশা উপকূলের দিকে। যদিও ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে না বাংলায়। তবে অতি ভারী বৃষ্টিতে ভাসবে ৪ জেলা। ইতিমধ্যেই চার জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। কলকাতাতেও কমলা সতর্কতা জারি হাওয়া অফিসের।
‘ডানা’র বিপদ এড়াতে ২৪ তারিখ দূরপাল্লার পাশাপাশি লোকাল ট্রেন পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে শিয়ালদহ ডিভিশন। বৃহস্পতিবার রাত আটটা থেকে শুক্রবার সকাল দশটা পর্যন্ত পূর্ব রেলের শিয়ালদহ স্টেশন থেকে আর কোনও লোকাল ট্রেন ছাড়বে না। একইভাবে হাসনাবাদ, নামখানা স্টেশন থেকেও শিয়ালদহের উদ্দেশে কোনও ট্রেন রওনা দেবে না। হাওড়া, শালিমার, সাঁতরাগাছি থেকে ৮৫টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। ডাউনে যে ট্রেনগুলি আসবে তার মধ্যেও বাতিল ৯৩টি ট্রেন। ঘূর্ণিঝড়ের ফলে যাতে কোনও বিপদ না হয়, সেই আশঙ্কায় বিমানবন্দরেও আংশিক ব্যাহত পরিষেবা। বৃহস্পতিবার সন্ধে ৬টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকবে বিমান ওঠানামা। এদিকে উপকূলবর্তী এলাকা থেকে সাধারণ মানুষকে সরানো হচ্ছে। সব মিলিয়ে ঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে কোমর বেঁধেছে প্রশাসন।
2. থ্রেট কালচারে অভিযুক্ত বিতর্কিত চিকিৎসক ডা. অভীক দে-র বিরুদ্ধে জমা পড়ল রিপোর্ট। চিকিৎসক তরুণীর মৃত্যুর পর আর জি করের সেমিনার রুমে দেখা গিয়েছিল এসএসকেএম হাসপাতালের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ওই চিকিৎসককে। একইসঙ্গে নিয়মিত ক্লাস না করা, হাজিরা না দেওয়া, রোগী না দেখা, ‘থ্রেট কালচার’, মর্গে দুর্নীতির মতো বহু অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। সেইসব অভিযোগ খতিয়ে দেখতে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডা. উৎপল দাঁয়ের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গড়েছিল স্বাস্থ্যভবন। বুধবার সেই কমিটি এসএসকেএমের অধিকর্তা ডা. মণিময় বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দিল রিপোর্ট। সূত্রের দাবি, চিকিৎসক অভীক দে লিখিতভাবে অভিযোগ স্বীকার করে নিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো এই রিপোর্ট যাবে স্বাস্থ্যভবনে। রেডিওথেরাপি বিভাগের এই ডাক্তারের ভবিষ্যৎ কী, তা ঠিক করবে স্বাস্থ্য প্রশাসন। অন্যদিকে আরেক বিতর্কিত ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধেও রিপোর্ট জমা পড়েছে। তবে আরও কয়েকজনের সাক্ষ্যগ্রহণ বাকি রয়েছে। তারপরেই ঠিক হবে বিরূপাক্ষের ভবিষ্যৎ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।