ক্রমশ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হামুন’। দশমীতে ভাসতে পারে কলকাতা সহ বাংলার ৬ জেলা। নবমীর বৃষ্টি উপেক্ষা করে ছাতা হাতে মণ্ডপে জনজোয়ার। চিরঘুমে ভারতীয় স্পিন লেজেন্ড বিষাণ সিং বেদী।বাংলাদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত কমপক্ষে ১৬, আহত ৫০-রও বেশি। সুরক্ষার একাধিক বিষয়ে আলোচনা সারতে ভারতে আসছেন মার্কিন বিদেশসচিব, প্রতিরক্ষা সচিব। পাসপোর্ট জালিয়াতে কাণ্ডে নয়া মোড়। এবার সিবিআইয়ের হাতে গ্রেপ্তার কলকাতা অফিসের ৪ আধিকারিক।
হেডলাইন:
আরও শুনুন: 22 অক্টোবর 2023: বিশেষ বিশেষ খবর- মহাষ্টমীর মহানন্দে মাতোয়ারা বাঙালি, অঞ্জলি দিলেন রাজ্যপাল
আরও শুনুন: 21 অক্টোবর 2023: বিশেষ বিশেষ খবর- ধেয়ে আসছে নিম্নচাপ, পুজোর শেষ লগ্নে বড় দুর্যোগের আশঙ্কা
বিস্তারিত খবর:
1. ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হামুন’। যার জেরে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ বাংলার একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা ঘূর্ণিঝড়ের আকার নেবে। তার পর ঘূর্ণিঝড়টি উত্তর ও উত্তর-পূর্ব দিকে সরে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। জানা গিয়েছে, এই দুর্যোগ থাকবে একাদশী পর্যন্ত। দশমী ও একাদশীর দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে। এদিকে হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে নবমী দুপুরেই বৃষ্টিতে ভিজল বাংলা। তবু ভাটা পড়ল না ঠাকুর দেখায়। ছাতা মাথায় দিয়েই কলকাতার বিভিন্ন মণ্ডপে দেখা গেল জনজোয়ার। দুর্গোৎসবের মাঝেই হাওয়া বদলের ইঙ্গিত দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে নবমীর দুপুরেই যে আঁধার করে বৃষ্টি নামবে, তা বোধহয় কেউ ভাবেননি। তাই সকাল থেকেই প্যান্ডেল হপিংয়ের ভিড় জমেছিল। কিন্তু ঘড়ির কাঁটা সাড়ে ১২টা পেরতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামে। ঘণ্টাকয়েকের বৃষ্টিতে জলও জমে যায় কিছু এলাকায়। কিছুক্ষণের জন্য হলেও মণ্ডপমুখী জনতার উৎসাহে ভাঁটা পড়ে। তবে তাতেও দমেননি অনেকেই। বৃষ্টিতে ভিজেও লাইনে দাঁড়াতে দেখা গিয়েছে উৎসাহিত জনতাদের একাংশকে। তবে বৃষ্টি থামলেই আবারও ভিড় বাড়তে শুরু করে মন্ডপে।
2. চিরঘুমে কিংবদন্তি স্পিন লেজেন্ড বিষাণ সিং বেদী। বিগত বেশ কয়েক বছর ধরেই শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। সোমবার মৃত্যু হয় তাঁর। ৭৭ বছর বয়সেই জীবনের দৌড় থামাল ভারতের এই প্রাক্তন খেলোয়াড়ের। ১৯৬৭ সাল থেকে ১৯৭৯ সালের মধ্যে ভারতের হয়ে ৬৭টি টেস্ট ম্যাচে ২৬৬টি উইকেট নিয়েছেন তিনি। ১০টি ওয়ান ডে ম্যাচে সাতটি উইকেট নেওয়ারও কৃতিত্ব রয়েছে তাঁর দখলে। ভারতের প্রথম ওয়ান ডে ম্যাচ জয়ে বিষণ বেদীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিষাণ সিং বেদী। ১৯৭৫ সালের বিশ্বকাপে পূর্ব আফ্রিকার বিরুদ্ধে ১২ ওভারে আটটি মেডেন-সহ মাত্র ৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন তিনি। তাঁর দাপটেই পূর্ব আফ্রিকাকে ১২০ রানে আটকাতে পেরেছিল ভারত। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৭০টি ম্যাচে ১৫৬০টি উইকেট নিয়েছেন বেদী। তবে ২০২১ সালে বাইপাস সার্জারির পর থেকে ভেঙে পড়ে শরীর। দীর্ঘদিন ভোগার পর এদিন প্রয়াত হন তিনি। কিংবদন্তী খেলোয়াড়ের জীবনাবসানে শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়, জয় শাহ-র।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।