বিশ্বকাপে ‘বিরাট’ বিক্রম। চেজমাস্টার কোহলির দাপটে হারল পাকিস্তান। দুরন্ত হার্দিক, অর্শদীপ। জয় দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু ভারতের। সিত্রাং-এর ভ্রূকুটি সরলেও আশঙ্কা ভারী দুর্যোগের। সোমবার থেকে বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়। মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যাওয়ায় নিষেধ মৎস্যজীবীদের। করুণাময়ী থেকে মহিলা TET প্রার্থীদের গ্রেপ্তারের জের। কেন সন্ধের পর গ্রেপ্তার? প্রশ্ন তুলে সরব মহিলা কমিশন।
হেডলাইন:
আরও শুনুন: 22 অক্টোবর 2022: বিশেষ বিশেষ খবর- আছড়ে পড়বে না সিত্রাং, তবে কালীপুজোয় ভিজবে কলকাতা-সহ একাধিক জেলা
আরও শুনুন: 21 অক্টোবর 2022: বিশেষ বিশেষ খবর- টেট-কাণ্ডের প্রতিবাদে পথে নামল বাম-বিজেপি, সোচ্চার বিশিষ্টরাও
বিস্তারিত খবর:
1. রুদ্ধশ্বাস জয় দিয়েই শুরু হল ভারতের বিশ্বকাপ অভিযান। চেজমাস্টার বিরাট কোহলির বিক্রমে অবিশ্বাস্য ভাবে খুলল জয়ের রাস্তা। এদিন ১৬০ রানের টার্গেট তাড়া করে পাকিস্তানকে ৪ উইকেটে হারাল ভারতীয় ক্রিকেট দল। অধিনায়কের দায়িত্বে না থেকেও ৫৩ বলে ৮২ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচের সেরা বিরাট কোহলি। যোগ্য সঙ্গী হিসেবে পাশে ছিলেন হার্দিক। ৩৭ বলে ৪০ রান করে দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেওয়ার অন্যতম কাণ্ডারি তিনিও। মেলবোর্নের মেঘলা আকাশে পেসারদের সুবিধার কথা ভেবে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। খেলার শুরুর দিকেই ভুবনেশ্বর ও অর্শদীপদের সুইং অ্যাটাকে মুখ থুবড়ে পড়তে হয় পাক টপ অর্ডারকে। এদিন অর্শদীপের বলে শূন্য রানে আউট হন পাক অধিনায়ক বাবর আজম। শুধু তাই নয়, অর্শদীপের হাতে উঠে আসে পাকিস্তানের আরও দুটি উইকেট। শামি ও ভুবির ঝুলিতেও এদিন জমা পড়েছে একটি করে উইকেট। শেষমেশ ভারতের সামনে ১৬০ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় পাকিস্তান। জবাবে শুরুতেই চাপের মুখে পড়ে ভারতীয় ব্যাটিংয়ের টপ অর্ডার। দ্রুত ফিরে যান কে এল রাহুল, রোহিত শর্মা, অক্ষর প্যাটেল। সেখান থেকে প্রায় একা হাতে দলকে টেনে নিয়ে যান কোহলি। শেষ ওভারের থ্রিলারে জয় লেখা হয় ভারতের খাতাতেই। এই ম্যাচই তাঁর জীবনের সেরা টি-টোয়েন্টি ইনিংস। ম্যাচ জিতে জানিয়ে দিইয়েছেন কিং কোহলি। পাকিস্তানকে হারিয়ে দীপাবলির রোশনাই বাড়ল ভারতে।
2. বাংলায় সিত্রাং আছড়ে না পড়লেও দুর্যোগের আশঙ্কা থাকছেই। রবিবার থেকেই মেঘলা আকাশ সেই আভাসই দিচ্ছে। সোমবার থেকেই জেলায় জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, সোমবার সুন্দরবন এলাকা দিয়ে ঢুকবে ঘূর্ণিঝড় সিত্রাং। বাংলাদেশের তিনকোনা ও সন্দীপ এর মাঝামাঝি স্থলভাগে প্রবেশ করবে মঙ্গলবার সকালে। ঘণ্টায় গতিবেগ থাকবে ১০০ কিলোমিটার। এর প্রভাবে বাংলায় চলবে দুর্যোগ। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত। পূর্ব মেদিনীপুর ও সংলগ্ন পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টির সর্তকতা। মাঝারি মাপের বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এলাকায়। সোম ও মঙ্গলবার জলোচ্ছ্বাস হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার সমুদ্র উপকূলে। যার জেরে নদী বাঁধ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। সমুদ্রের জল ঢুকে পড়তে পারে নিচু এলাকায়। প্রচুর বাড়ি ঘর ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে মঙ্গলবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানা যাচ্ছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে রবিবার থেকে মঙ্গলবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।