চোখ রাঙাচ্ছে ‘রেমাল’। শক্তি বাড়ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের। ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের। ভোটের আগে উত্তপ্ত নন্দীগ্রাম। খুন মহিলা বিজেপি কর্মী, জখম ৮। এনামুলের ভাইয়ের সংস্থার ৫০ লক্ষ টাকা পেয়েছেন দেব। শুভেন্দুর অভিযোগে পালটা তৃণমূল সাংসদের। নাম না করে নওশাদকে নিশানা অভিষেকের।
হেডলাইন:
আরও শুনুন: 22 মে 2024: বিশেষ বিশেষ খবর- বাতিল ২০১০-এর পরবর্তী সব ওবিসি সার্টিফিকেট, রায় হাই কোর্টের
বিস্তারিত খবর:
1. আশঙ্কা সত্যি করে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়। চোখ রাঙাচ্ছে ‘রেমাল’। ২৬ মে, রবিবার সন্ধের পরই তছনছ হতে পারে বঙ্গ উপকূলীয় অঞ্চল। লন্ডভন্ড হতে পারে বাংলাদেশও, বলছে মৌসম ভবন।
আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগরে ইতিমধ্যেই তৈরি হয়েছে নিম্নচাপ। নিম্নচাপটি ক্রমশ উত্তর-পূর্ব দিকে এগিয়ে শক্তি বাড়িয়ে ঘূর্ণাবর্তে পরিণত হবে। শুক্রবার থেকে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। বজ্রবিদ্যুৎ-সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ,পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হুগলি হাওড়া নদীয়া ঝাড়গ্রাম ও বাঁকুড়া-তেও। শনিবার সকালে নিম্নচাপ অবস্থান করবে মধ্য-পূর্ব বঙ্গোপসাগরে। তার পর এটি আরও উত্তরে এগিয়ে ২৬ তারিখ সন্ধেয় আছড়ে পড়তে পারে বাংলা ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে।
2. কলকাতা হাই কোর্টের ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ। হাই কোর্টের রায়ের পালটা সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা রাজ্য সরকারের। হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বৃহস্পতিবার বউবাজারে নির্বাচনী প্রচার মঞ্চ থেকে মমতা বলেন, “হঠাৎ করে বললেন ১৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল। হবে না। সার্টিফিকেট থাকবে। গরমের ছুটি শেষ হয়ে গেলে আমরা উচ্চ আদালতে যাব। আমি জানি কীভাবে নিয়ম বদলাতে হয়।” সম্প্রতি কলকাতা হাই কোর্টের রায়ে বাতিল হয়ে গিয়েছে ২৬ হাজার শিক্ষকের চাকরি। সেই প্রসঙ্গও তুলে ফের তোপ দাগলেন মমতা। ভোটের সময়ই কেন এহেন রায়, প্রশ্ন তুললেন তিনি। যদিও হাই কোর্টের রায়ের পর ওবিসি সার্টিফিকেট ইস্যুতে একযোগে রাজ্যের তৃণমূল সরকারকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংখ্যালঘু তোষণ করতে গিয়েই বাংলার ওবিসিদের তৃণমূল সরকার বিপদে ফেলেছে বলেই দাবি তাঁদের। এর মধ্যেই পালটা সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।