নবান্নে মুখোমুখি মমতা-কেজরিওয়াল। ‘রাজ্যসভায় বিজেপিকে হারানোর সুযোগ’। পাঞ্জাব-দিল্লির মুখ্যমন্ত্রীকে পাশে নিয়ে ঐক্যের বার্তা মমতার। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে ফের সরব মুখ্যমন্ত্রী। অভিষেকের বাড়িতে এসে হুমকি CBI-এর। কাজে এল না মদন মিত্রের তৎপরতা। মঙ্গলবার মেডিক্যাল কলেজে মৃত্যু SSKM ফেরত যুবকের।ঝড়বৃষ্টি উপেক্ষা করে নবজোয়ারে অভিষেক। UPSC-তে ফের মেয়েদের জয়জয়কার।বিজেপি শাসিত ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছেন বাংলার মহারাজ।
হেডলাইন:
আরও শুনুন: 21 মে 2023: বিশেষ বিশেষ খবর- বিকল হয়ে ঠায় দাঁড়িয়ে হাওড়া-পুরী বন্দে ভারত, ক্ষুব্ধ যাত্রীরা
আরও শুনুন: 22 মে 2023: বিশেষ বিশেষ খবর- রাজ্যে বেআইনি বাজি ব্যবসা রুখতে পদক্ষেপ, বিশেষ কমিটি গড়ল নবান্ন
বিস্তারিত খবর:
1. ফের বিরোধী ঐক্যে শান। ২০২৪ নির্বাচনকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি বৈঠক সারলেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। বৈঠক শেষে তিন মুখ্যমন্ত্রীকে পাশে বসিয়ে মমতার বার্তা, সবাইকে একজোট করতে পারলে রাজ্যসভাতেও বিজেপিকে হারানোর সুযোগ থাকবে।
মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী নবান্নে এসেছিলেন মূলত কেন্দ্রীয় অর্ডিন্যান্স এর বিরুদ্ধে সমর্থন জোগাড় করতে। তাঁর সঙ্গে ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং আপের শীর্ষ নেতারা। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সারেন তাঁরা। বৈঠক শেষে মমতার সাফ কথা, “দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র বাঁচাতে পারে সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম কোর্টের নির্দেশও ওরা মানছে না।” সেইসঙ্গে মুখ্যমন্ত্রীর আশঙ্কা, আগামী দিনে দেশের নাম তথা সংবিধানও বদলতে দিতে পারে বিজেপি। তাই সব বিরোধী দলের কাছে তাঁর আরজি, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে একজোট হতে হবে। তৃণমূল নেত্রীর কথায়, বিজেপিকে একটা ভোটও দেওয়া যাবে না। এমনকী তাঁর দাবি, বিজেপির মধ্যেও অনেকে আছেন যারা এই সরকারের প্রতি অসন্তুষ্ট। তাঁদের কাছেও অবিজেপি দলগুলিকে সমর্থনের আরজি জানিয়েছেন মমতা। সেইসঙ্গে অরবিন্দ কেজরিওয়ালও এদিন বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন। তবে কেজরিওয়ালের পাশে দাঁড়িয়ে মমতার এই অর্ডিন্যান্স বিরোধিতার বার্তা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ইতিমধ্যেই কংগ্রেস আপকে সমর্থন করার বার্তা দিয়েছে। মনে করা হচ্ছে, সব ঠিক থাকলে দীর্ঘদিন বাদে রাজ্যসভায় সম্মিলিত বিরোধীদের একত্রে দেখা যেতে পারে।
2. অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই হানা প্রসঙ্গে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাশে নিয়ে এ বিষয়ে ফের সরব হলেন তিনি। কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেককে তলব করেছিল সিবিআই। অভিষেকের বাড়িতে সেই নোটিস দেওয়ার সময়ই নাকি হুমকি দিয়েছিলেন সিবিআই আধিকারিকরা, এমনই অভিযোগ বাংলার মুখ্যমন্ত্রীর। তাঁর কথায়, আড়াইটের সময় অভিষেকের বাড়িতে হানা দেয় সিবিআই। তখন বাঁকুড়াতে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তারপরেও সিবিআই আধিকারিকরা হুমকি দিয়ে বলেন,”এখনই নোটিস নিতে হবে। না হলে কাল দেখতে পাবেন কী হয়।” এমন অভিযোগ তুলে এদিন রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে কেন্দ্রীয় অর্ডিন্যান্স এর বিরুদ্ধে সমর্থন জোগাড় করতেই এদিন নবান্নে এসেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁকে পূর্ণ সমর্থন জানিয়ে বিরোধী ঐক্যের ডাক দিয়েছেন মমতা। তাঁর দাবি, দেশজুড়ে এজেন্সি রাজ চলছে। কেন্দ্রীয় সরকার এজেন্সিকে ভরসা করে সরকার চালাচ্ছে। তাই সম্মিলিতভাবে বিজেপির বিরোধিতা করতে হবে, এমনটাই আরজি বাংলার মুখ্যমন্ত্রীর।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।