ইডি-সিবিআইয়ের স্বশাসনের পক্ষে সওয়াল মমতার। তোপ দাগলেন মোদি-শাহের বিরুদ্ধে। জ্বালানির শুল্ক হ্রাস প্রসঙ্গেও সরব মুখ্যমন্ত্রী। সুপারিশ করলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নাম। ঘোষণা দুহাজার মহিলা কনস্টেবল নিয়োগের। এসএসসি-কাণ্ডের মাঝে ধনকড়ের জরুরি তলব। রাজভবনে শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবের সঙ্গে বৈঠকে রাজ্যপাল। টুইটে দিলেন ‘স্বচ্ছতা’র বার্তা। IPL প্লে অফ ম্যাচের রাতে চলবে বিশেষ মেট্রো। স্মার্ট কার্ড ছাড়া মিলবে সাধারণ টোকেনও।
হেডলাইন:
আরও শুনুন: 22 মে 2022: বিশেষ বিশেষ খবর- জল্পনায় ইতি টেনে তৃণমূলেই ফিরলেন অর্জুন সিং
আরও শুনুন: 21 মে 2022: বিশেষ বিশেষ খবর- কমছে পেট্রল-ডিজেল ও রান্নার গ্যাসের দাম, ঘোষণা কেন্দ্রের
বিস্তারিত খবর:
1. সোমবার বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED, সিবিআইয়ের স্বশাসনের পক্ষে সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, রাজনৈতিক স্বার্থে সংস্থাগুলিকে ব্যবহার করছে কেন্দ্র। নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা।
কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়ে মমতার কটাক্ষ, “এই সরকার বিরোধীদের অপদস্থ করছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে ফেলছে। এরকম নিকৃষ্টমানের রাজনৈতিক হস্তক্ষেপ স্ট্যালিন, মুসোলিনি, হিটলারও করেননি।” এদিন জ্বালানির দাম কমানোর জেরে রাজ্যের রাজস্বের ক্ষতি প্রসঙ্গেও সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, “কেন্দ্র সেস ওঠায়নি। ওটা রাজ্য পায় না। কেন্দ্র পায়। রাজ্যের ঘাড়ে বোঝা চাপাচ্ছে।”
অন্যান্য বিরোধীশাসিত রাজ্যে পেট্রল-ডিজেলের দাম কমার সূত্র ধরে মমতা অভিযোগ করেছেন, “সেই বিজেপিশাসিত রাজ্যগুলো কেন্দ্রের কাছ থেকে কত টাকা পায়, আর আমরা কত টাকা পাই? আমাদের পাওনাই তো দেওয়া হয় না।” মুখ্যমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, পেট্রলে শুল্কে ছাড় দেওয়ায় রাজ্যের ২৭৩.৮ কোটি এবং ডিজেলে শুল্কে ছাড় দেওয়ায় রাজ্যের ৩৬৮.৩৭ কোটি টাকা ক্ষতি হয়েছে। সেস বাবদ ক্ষতি হয়েছে আরও ৫০০ কোটির। সব মিলিয়ে রাজ্যে প্রায় ১১০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করলেন মমতা।
2. সপ্তাহের প্রথম দিনেই নবান্নে বসল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। বৈঠক হয় লোকায়ুক্ত ও মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগ প্রসঙ্গেও। তবে স্বরাষ্ট্রসচিবের আমন্ত্রণ সত্ত্বেও বৈঠকে যোগ দিলেন না বিরোধী দলনেতা এবং মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নির্বাচন কমিটির সদস্য শুভেন্দু অধিকারী।
সোমবার বিকেলে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানান, এদিন দুটি বৈঠক করেছেন তিনি। জানালেন, বৈঠকে লোকায়ুক্ত হিসেবে পাশ হয়েছে হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নাম। রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে সুপারিশ করা হয়েছে হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের নাম। আরও একজন সদস্যকেও নিযুক্ত করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন রাজ্য পুলিশের মহিলা কনস্টেবল পদে ২০২০ জনকে নিয়োগে সিলমোহর দেয় রাজ্য মন্ত্রিসভা। এর মধ্যে ১৪২০ জনকে নিয়োগ করা হবে রাজ্য পুলিশের উইনার্স স্কোয়াডে। শহরের মধ্যে মহিলাদের উপর ঘটে চলা বিভিন্ন অপরাধ দমন এবং নারীদের সুরক্ষায় কাজ করে কলকাতা পুলিশের মহিলা কর্মীদের এই দলটি। এ ছাড়া মহিলা-পুরুষ মিলিয়ে গোয়েন্দা বিভাগে নিয়োগ করা হবে ৬০০ জনকে। জঙ্গলমহলে প্রাক্তন মাওবাদীদের মূল স্রোতে ফেরানোর জন্য রাজ্য সরকার কাজ শুরু করেছে আগেই। এবার সেই কাজের অঙ্গ হিসেবেই জঙ্গলমহলে স্পেশ্যাল হোমগার্ড পদে ১০৫ জনকে নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে ৪৮ জন প্রাক্তন মাওবাদী ও বাকিরা মাওবাদী পরিবারের সদস্য বলে খবর।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।