জঙ্গি হামলায় রক্তাক্ত রাশিয়া, মৃত অন্তত ১৫০। ঘটনার নিন্দায় সরব আমেরিকা-ইউরোপ। পাশে থাকার বার্তা বন্ধু ভারতের। দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা সিপিএমের। মুর্শিদাবাদ থেকে লড়বেন সেলিম। তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রর বাড়িতে সিবিআই। স্বরূপ বিশ্বাসকে আয়কর দপ্তরের নোটিস। দিল্লি হাই কোর্টের দ্বারস্থ কেজরিওয়াল। প্রয়াত অভিনেতা পার্থসারথি দেব। শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর।
হেডলাইন:
আরও শুনুন: 21 মার্চ 2024: বিশেষ বিশেষ খবর- ইলেক্টোরাল বন্ডে দাতা-গ্রহীতার সম্পূর্ণ তথ্য প্রকাশ কমিশনের
বিস্তারিত খবর:
1. জঙ্গিহানায় রক্তাক্ত রাশিয়া। মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৫০ জন। আহত অন্তত ১৪০ জন। শুক্রবার মস্কোর অদূরে ক্রকাস মিউজিক হলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। ছোড়া হয় গ্রেনেডও। সেসময় বহু মানুষ সেখানে ছিলেন। অন্তত ১৫ থেকে ২০ মিনিট চলে তাণ্ডব।
হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট (খোরাসান)। জানা গিয়েছে, ঘটনায় মোট ১১ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন চার মূল অভিযুক্তও। যাঁরা সরাসরি হামলায় জড়িত। এদিকে, ঘটনার নিন্দায় সরব হয়েছে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন-সহ অন্যান্য দেশগুলো। এই হামলাকে ‘নিকৃষ্ট ও কাপুরুষোচিত’ বলেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। একইভাবে ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী মোদিও। শনিবার নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদি লেখেন, ‘মস্কোর বুকে এই ঘৃণ্য সন্ত্রাসবাদ হামলার তীব্র নিন্দা করছি আমরা। ভুক্তভোগীদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। রাশিয়ার সরকার ও রুশ জনগণের এই শোকের সময়ে ভারত পাশে থাকবে। আমরা সহমর্মী।’ এর আগে জঙ্গী হামলায় বারবার ক্ষতবিক্ষত হয়েছে ভারত। সেই অভিজ্ঞতা থেকেই বন্ধু রাশিয়ার এই বিপদে পাশে থাকার বার্তা দিয়েছেন মোদি।
2. দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল সিপিএম। নতুন তালিকায় প্রার্থী সংখ্যা ৪। রয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি লড়বেন মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। এছাড়া সিপিএমের টিকিটে রানাঘাট থেকে লড়বেন অলোকেশ দাস, বোলপুর শ্যামলী প্রধান এবং বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী হয়েছেন সুকৃতি ঘোষাল। এর আগে মোট ১৭টি আসনে প্রার্থী দিয়েছিল বামেরা। সবমিলিয়ে মোট ২১ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে দিল তারা। তবে ২১ বাকি আসনে প্রার্থী দিতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়ে দিলেন বিমান বসু। কারণ আসনগুলি নিয়ে শরিকদের সঙ্গে এখনও আলোচনা চলছে। সহমত হওয়ার পরই বাকি প্রার্থীদের নাম ধোষণা করা হবে। এদিকে, বামেদের সঙ্গে জোট আলোচনা আরও পিছোল কংগ্রেস। প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তাদের জোট-চর্চা আপাতত দোলযাত্রা পর্যন্ত স্থগিত রাখছে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।