রামপুরহাট কাণ্ডে রাজ্যসরকারেই আস্থা প্রধানমন্ত্রীর। বৃহস্পতিবারই ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর নেতৃত্বে বগটুইয়ে বিজেপির প্রতিনিধিদল। রামপুরহাট কাণ্ডে অমিত শাহের সঙ্গে দেখা তৃণমূল সাংসদদের। আগামী ৩১ মার্চ থেকেই উঠে যাচ্ছে করোনাবিধি। অস্তিত্ব বিপন্ন হলে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া। আইপিএল টুর্নামেন্টে ২৫ শতাংশ দর্শকের অনুমতি বিসিসিআইয়ের।
হেডলাইন:
আরও শুনুন: 22 মার্চ 2022: বিশেষ বিশেষ খবর- রামপুরহাটে অগ্নিদগ্ধ হয়ে মৃত ৮, রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের
আরও শুনুন: 21 মার্চ 2022: বিশেষ বিশেষ খবর- ‘মাথা নত করব না’, ইডি-র ম্যারাথন জেরা শেষে বিজেপিকে তোপ অভিষেকের
বিস্তারিত খবর:
1. বৃহস্পতিবারই পরিস্থিতি পরিদর্শনে রামপুরহাটে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নেতাজি ইন্ডোরের এক অনুষ্ঠান থেকে ঘটনায় অভিযুক্তদের শাস্তির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। রামপুরহাট কাণ্ডে ইতিমধ্যেই শাস্তির মুখে ১২ জন সিভিক ভলান্টিয়ার ও এক গোয়েন্দা প্রধান। কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে তাঁদের সাসপেন্ড করা হয়েছে বলে খবর। বুধবার রামপুরহাটে যান ফরেন্সিক বিশেষজ্ঞরাও। এদিকে রামপুরহাট কাণ্ড নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ঘটনায় দুঃখপ্রকাশ করে রাজ্য সরকারর উপরেই আস্থা রেখেছেন তিনি। তাঁর আশা, রাজ্য সরকার দোষীদের উপযুক্ত শাস্তি দেবে। সেই কাজে কেন্দ্রও রাজ্যকে সবরকম সাহায্য করবে বলে আশ্বাস দিয়েছেন মোদি।
এদিকে, রামপুরহাট কাণ্ড নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করেছে আদালত। বগটুই গ্রামের অগ্নিকাণ্ড নিয়ে ৭টি ভিন্নভিন্ন পিটিশন দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টে। এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে একসঙ্গে সবক’টি আবেদনের শুনানি হয়। বিচারপতিরা জানান, ঘটনার গুরুত্ব বিচার করে রাজ্যকে প্রথমে রিপোর্ট পেশের সুযোগ দেওয়া হচ্ছে। শুনানি শেষে একগুচ্ছ নির্দেশও দিয়েছে আদালত। বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুর দুটোর মধ্যে রাজ্যের গঠিত বিশেষ তদন্তকারী দলকে রিপোর্ট দিতে হবে আদালতে। বগটুই গ্রামের ঘটনাস্থলে সিসিটিভি বসানোর নির্দেশও দিয়েছে হাই কোর্ট। পূর্ব বর্ধমানের জেলা জজ তার দেখভাল করবেন। বিভিন্ন দিক থেকে ছবি তুলে তা আদালতে জমা করতে হবে। ঘটনাস্থলের ভিডিও ও ফটো সংরক্ষণও করতে হবে। পাশাপাশি, কেন্দ্রীয় ফরেন্সিক দলকে ঘটনাস্থলে গিয়ে উপযুক্ত তথ্য প্রমাণ উদ্ধার করে পরীক্ষায় পাঠাতে হবে। গ্রামবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতেও রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। পূর্ব বর্ধমান জেলা জজের সঙ্গে আলোচনা করে রাজ্য পুলিশের ডিজি ও আইজিকে অবিলম্বে সাক্ষীদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার নির্দেশও দিয়েছে হাইকোর্ট। ঘটনায় মৃতদের ময়নাতদন্তের সময়ও ভিডিওগ্রাফি করারও নির্দেশ দেওয়া হয়েছে।
2. রামপুরহাটের ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় বাংলা। বুধবারই রামপুরহাটের বগটুই গ্রামে যায় বিজেপির প্রতিনিধি দল। এদিন ওই গ্রামে যান সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, বিমান বসু ও রামচন্দ্র ডোম। পাশাপাশি সংসদের বাইরেও বগটুইয়ের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান বিজেপির সাংসদরা। সংসদে এই বিষয়টি তোলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যে আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে এদিন সংসদে অভিযোগ তোলেন তিনি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ৭ দিনে বাংলায় ২৬টি খুন হয়েছে। সঙ্গে সঙ্গে বিজেপি সাংসদের বিরুদ্ধে সরব হন তৃণমূল সাংসদেরা। বিজেপির বিরুদ্ধে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বগটুই গ্রামের ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। পারিবারিক বিবাদের এই ঘটনা ঘটেছে। বিজেপি, সিপিএম রাজনৈতিক রঙ চড়ানোর চেষ্টা করছে।” এদিকে রামপুরহাট ইস্যুতে খোদ অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূল সাংসদেরাও।
এরই মধ্যে আবার রামপুরহাট কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর চিঠির জবাব দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যসচিবের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন ধনকড়। তার কড়া নিন্দা করে মঙ্গলবারই রাজ্যপালকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। পাল্টা চিঠিতে ধনকড় অভিযোগ তোলেন, , রামপুরহাট নিয়ে তাঁর বিবৃতিকে অযৌক্তিকভাবে ব্যাখ্যা করা হয়েছে। পাশাপাশি সিটের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন ধনকড়। তিনি লিখেছেন, “রামপুরহাটের এই ঘটনার পর রাজভবনে নীরব দর্শক হয়ে বসে থাকতে পারছি না।”
শুনে নিন বিশেষ বিশেষ খবর।