বাংলায় নয়া জঙ্গি মডিউলের হদিশ। এসটিএফের হাতে ‘শাহাদত’ সম্পর্কে বিস্ফোরক তথ্য। বর্ধমান থেকে আটক তিন সন্দেহভাজন। সোম থেকেই লোকসভার নতুন অধিবেশন। দিল্লি হাই কোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেজরি। জামিন পেতে সোমবারই শুনানির আর্জি।নিট দুর্নীতির তদন্তে নেমে বিহারে আক্রান্ত CBI। মূল পাণ্ডার খোঁজে চলছে গ্রেপ্তারি। নিট-পিজি বাতিল নিয়ে কেন্দ্রকে খোঁচা রাহুলের। বর্ষা এলেও এখনই মিলছে না স্বস্তি।
হেডলাইন:
আরও শুনুন: 22 জুন 2024: বিশেষ বিশেষ খবর- প্রশ্ন ফাঁস রুখতে কড়া আইন, উচ্চ পর্যায়ের কমিটি গড়ল কেন্দ্র
বিস্তারিত খবর:
1. খাগড়াগড় বিস্ফোরণের পর ফের বাংলায় নাশকতার ছক। বর্ধমানে খোঁজ মিলল নয়া জঙ্গি মডিউল ‘শাহাদত’-র হদিশ। তিন সন্দেহভাজন আটক হতেই ফাঁস হয়েছে চক্রের পর্দা। মনে করা হচ্ছে, বাংলাদেশের এই জঙ্গি মডিউলের বাংলার অন্যতম চাঁই মহম্মদ হবিবুল্লা। মগজ ধোলাই করে নতুন প্রজন্মকে এই এই চক্রে জড়িয়ে ফেলাই ছিল তার মূল কাজ।
জানা গিয়েছে, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার-উল-ইসলামের সদস্য ছিল হবিবুল্লা। সেই সংগঠনের অন্যতম ‘ফিদায়েঁ’ ইসমাইল শাহাদত। মনে করা হচ্ছে তার নামেই তৈরি হয়েছে নতুন এই মডিউল। বিদেশে আত্মগোপন করে সালাউদ্দিন নাসের মডিউলটি অপারেট করে। মূলত সোশাল মিডিয়ায় জাল বিছিয়ে যুবক-যুবতীদের দলে টানা হত। বিশেষ এক গ্রুপে চলত কথাবার্তা। সেই গ্রুপেই এখন কড়া নজর তদন্তকারীদের। জানা গিয়েছে, একইভাবেই আনা হয়েছিল হবিবুল্লাকে। কম্পিউটার সায়েন্সের এই পড়ুয়া বেশিরভাগ সময়ই মোবাইল, ল্যাপটপে মুখ গুজে থাকত। এলাকায় কারও সঙ্গে বিশেষ মিশত না বলেই দাবি পড়শিদের। কাজেই এই যুবকের জঙ্গিযোগ বেশ অবাক করেছে স্থানীয়দের। একইসঙ্গে জঙ্গি মডিয়লের কথা প্রচার হতেই আতঙ্ক ছড়িয়েছেন এলাকাবাসীর মনে।
2. সোমবার থেকেই শুরু লোকসভার নতুন অধিবেশন। এবার সাংসদ পদে শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, ২৭ জুন লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। আগামী ২ বা ৩ জুলাই সংসদের বিতর্কে অংশ নিতে পারেন প্রধানমন্ত্রী। সোমবার লোকসভা অধিবেশনে প্রথমে প্রোটেম স্পিকারকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার পর প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহাতাব সাংসদদের শপথবাক্য পাঠ করাবেন।তবে এই শপথগ্রহণ প্রক্রিয়া থেকেই শুরু হয়ে যেতে পারে সরকার-বিরোধী সংঘাত। লোকসভার প্রোটেম স্পিকার নিয়োগ করা হয়েছে বিরোধীদের উপেক্ষা করে। এই অভিযোগে এবার প্রোটেম স্পিকারকে অসহযোগিতার পরিকল্পনা করেছে স্পিকার প্যানেলে থাকা ইন্ডিয়া জোটের ৩ সদস্য। যদিও সমস্যা মেটাতে আসরে নেমেছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। প্যানেলে থাকা তিন সাংসদের সঙ্গে দেখা করে শপথে সাহায্য করতে আহ্বান জানিয়েছেন তিনি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।