মহারাষ্ট্র সংকট নিয়ে সরব মমতা। ‘বুলডোজ করা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিকে’, তোপ মমতার। অসমের বন্যা প্রসঙ্গ টেনে বিজেপিকে বিঁধলেন অভিষেকও। পরিচালক তরুণ মজুমদার সংকটজনক হলেও আপাতত স্থিতিশীল। এবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য পদেও বসবেন মুখ্যমন্ত্রী-ই। বিধানসভায় ধ্বনি ভোটে পাশ হল নয়া বিল। নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত ৭৪৫ জন।
হেডলাইন:
আরও শুনুন: 22 জুন 2022: বিশেষ বিশেষ খবর- মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শোভন-বৈশাখীর, তুঙ্গে তৃণমূলে ফেরার জল্পনা
বিস্তারিত খবর:
১। মহারাষ্ট্রের রাজনৈতিক সংকট নিয়ে এবার বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে-রাজ্যের রাজনীতিতে ঘনিয়ে ওঠা সংকট নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলে মমতা বলেন, ”সম্পূর্ণ অনৈতিকভাবে মহারাষ্ট্র সরকারকে উৎখাত করার চেষ্টা হচ্ছে। টাকা আর ক্ষমতার খেলা চলছে।’ পাশাপাশি বিজেপির উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, ‘মনে রাখবেন, আপনাদের সঙ্গেও এরকমটা হতে পারে।’ বিধায়কদের বিদ্রোহে শিব সেনা সরকারের টালমাটাল অবস্থা মহারাষ্ট্রে। ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেও বিদ্রোহীদের ফেরাতে পারেননি সে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এই প্রসঙ্গেই মুখ খুলে গণতন্ত্রের পক্ষে সওয়াল করলেন মমতা। সাফ জানালেন, ”মহারাষ্ট্রে যা ঘটছে, তা দুর্ভাগ্যজনক। গণতান্ত্রিক কাঠামো দুর্বল করার চেষ্টা চলছে। বিধায়ক কেনাবেচা করা হচ্ছে। আগেও দু-একটি রাজ্যে এভাবেই ক্ষমতা হাতিয়েছে বিজেপি। ক্ষমতায় থাকাই যেন অভ্যাসে দাঁড়িয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিকে বুলডোজ করা হচ্ছে। আমি মনে করি, উদ্ধব ঠাকরের ন্যায় বিচার পাওয়া উচিত।” এদিন বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মহারাষ্ট্রের বিদ্রোহী শিব সেনা বিধায়কদের যেভাবে অসমে আশ্রয় দেওয়া হয়েছে, তার তীব্র নিন্দা করে অভিষেক জানান, “অসম যখন ডুবছে, তখন বিজেপি সরকার দিল্লির নির্দেশে বিদ্রোহী বিধায়কদের আপ্যায়নে ব্যস্ত। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা যদি মহারাষ্ট্র সরকার ফেলার কথা না ভেবে একটু বেশি করে বন্যা দুর্গতদের কথা ভাবতেন, তাহলে হয়তো ভাল হত।” মহারাষ্ট্রের পরিস্থিতি যে গণতন্ত্রের স্বাস্থ্যের পক্ষে মঙ্গলজনক নয়, তা স্পষ্টতই বুঝিয়ে দিয়েছেন অভিষেক-ও।
2. রাজ্যের পুলিশ দপ্তরের উন্নয়ন প্রকল্পে নয়া পদক্ষেপ সরকারের। বৃহস্পতিবার নবান্নে রাজ্য পুলিশের ডিজি এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই নতুন করে ২০০ জন WBPS ও WBCS নিয়োগের কথা ঘোষণা করেন তিনি। জানান, কর্মজীবনের ৮, ১৬ ও ২৫ বছর অন্তর পদোন্নতি হবে পুলিশ কর্মীদের। ৪০ ঊর্ধ্ব পুলিশ অফিসারদের স্বাস্থ্যপরীক্ষা হবে বিনামূল্যে। উর্দির জন্য বছরে ১৫ হাজার টাকা করে পাবেন অফিসারেরা। এছাড়া ASP-দের জন্য মাসে ২৫০০ টাকা ও SDPO-দের জন্য মাসে ২০০০ টাকা ভাতা দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের পুলিশ অফিসার অর্থাৎ WBPS-দের IPS পদে উন্নীত করতে আগ্রহী রাজ্য সরকার। তার জন্য ২০১৯ সাল থেকে তিনবার কেন্দ্রের কাছে অনুমতি চেয়ে আবেদন জানানো হয়েছে। ইতিবাচক সাড়া মিললেই প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হবে বলে ঘোষণা মমতার।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।