নজরে কর্মসংস্থান, শরিকদের দাবি মিটিয়ে বাজেট ঘোষণা নির্মলার। ভূয়সী প্রশংসা মোদির। নতুন কর-কাঠামোয় বদল, ধাক্কা শেয়ার বাজারে। বঞ্চনা বাংলা-সহ বিরোধীদের। গরিব বিরোধী বাজেট, তোপ মমতার। রাজ্যে ফের বাড়ল দুর্গাপুজোর সরকারি অনুদান। চার বিধায়ককে শপথ পড়ালেন বিধানসভার স্পিকার। বাতিল নয় নিট-ইউজি।
হেডলাইন:
আরও শুনুন: 22 জুলাই 2024: বিশেষ বিশেষ খবর- বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা নয়, নীতীশের দলকে জবাব কেন্দ্রের
আরও শুনুন: 21 জুলাই 2024: বিশেষ বিশেষ খবর- পাশে অখিলেশ-অভিষেক, একুশের মঞ্চে কর্মীদের বার্তা মমতার
বিস্তারিত খবর:
1. শরিকদের দাবিপূরণ থেকে বেকারত্ব দূরীকরণ, মহিলাদের ক্ষমতায়ন সংক্রান্ত ঘোষণা করে তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ‘বিকশিত ভারতে’র লক্ষ্যে প্রাধান্য দিলেন ন’টি ক্ষেত্রকে। জানালেন, আগামিদিনে কৃষি, কর্মসংস্থান, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার, উৎপাদন ও পরিষেবা, নগরোন্নয়ন, শক্তি, উদ্ভাবন ও গবেষণা এবং নতুন প্রজন্মের জন্য সংস্কারের উপর বিশেষ নজর দেওয়া হবে। যদিও একের পর এক দুর্ঘটনা সত্ত্বেও বাজেটে অবহেলিতই রেল সুরক্ষার প্রশ্ন। এদিকে বাজেটের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশা, এই বাজেট দেশের সর্বস্তরের মানুষকে শক্তিশালী করবে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রীর ঘোষণা, পাঁচ রাজ্যে চালু হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড। পাশাপাশি বেকারত্ব দূরীকরণে তিনটি প্রকল্পের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী। জানান, যুবসমাজের জন্য চালু হবে ইন্টার্নশিপ স্কিম, মাসে মিলবে ৫ হাজার টাকা করে। ইপিএফওতে অন্তর্ভুক্ত হওয়ার পর প্রত্যেক কর্মীকে এক মাসের বেতন এবং পিএফের টাকা দেবে কেন্দ্র। আবাস যোজনায় শহরে বাড়ি তৈরির জন্য বাজেটে বরাদ্দ ১০ লক্ষ কোটি। মহিলা ক্ষমতায়নের কথা মাথায় রেখে কর্মরত মহিলাদের জন্য ওয়ার্কিং হস্টেল, শিশুদের ক্রেশের ঘোষণা করা হয়েছে। ক্যানসারের ৩ ওষুধে আমদানি শুল্কে ছাড়, কর ছাড়ের তালিকায় সোনা-রুপো, চামড়া, বৈদ্যুতিন যন্ত্রপাতি। এদিকে নতুন কর কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার করার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তবে অপরিবর্তিত রইল পুরনো কর কাঠামো। পাশাপাশি লং টার্ম ক্যাপিটাল গেইনস ১০ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১২.৫ শতাংশ। শর্ট টার্ম ক্যাপিটাল গেইনস ১৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২০ শতাংশ। এদিকে বাজেট পেশের পরেই শেয়ার বাজারে বিরাট ধস, ১২০০ পয়েন্টেরও বেশি পড়ে যায় সেনসেক্সের সূচক। যার জন্য বাজেটের নয়া নীতিকেই দুষছেন বিনিয়োগকারীরা।
2. তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেটে এনডিএ-র দুই মূল শরিক দলের জন্য দরাজ হাত অর্থমন্ত্রীর। শরিক টিডিপির চাপের মুখে অন্ধ্রের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা কেন্দ্রের। ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ হল অন্ধ্রের নতুন রাজধানী অমরাবতী নির্মাণের জন্য। গ্রামোন্নয়নে ২.৬৬ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। একগুচ্ছ আর্থিক সুবিধা বিহারকেও। সে রাজ্যে নানা সড়ক প্রকল্পের জন্য ২৬ হাজার কোটি টাকা দেবে কেন্দ্র। নালন্দাকে পর্যটন কেন্দ্র হিসাবে তুলে ধরার জন্যও মিলবে আর্থিক প্যাকেজ। অথচ বাংলার ঝুলি কার্যত শূন্য। বঞ্চনার ছবি স্পষ্ট অন্যান্য বিরোধীশাসিত রাজ্যের ক্ষেত্রেও। এই বাজেট আসলে এনডিএর শরিকদের খুশি করার জন্য ‘কুরসি বাঁচাও’ বাজেট, তোপ রাহুল গান্ধী সহ বিরোধীদের। সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের অভিযোগ, শরিকদের খুশি করতে গিয়ে উত্তরপ্রদেশের উন্নয়নকে উপেক্ষা করা হয়েছে। বাজেটে কর্মসংস্থান সমস্যারও স্থায়ী কোনও সমাধান করতে পারেননি নির্মলা। মহারাষ্ট্রের জন্য আলাদা বরাদ্দ না থাকায় ক্ষোভ উগরে দিয়েছে উদ্ধব ঠাকরের শিব সেনা। কেন্দ্রের বাজেটকে সামগ্রিকভাবেই ‘গরিব বিরোধী, জনগণ বিরোধী, রাজনৈতিক পক্ষপাতদুষ্ট’ বলে তোপ দেগেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে অপমান করলে বাংলার মানুষ তার জবাব দেবেন, কেন্দ্রকে বিঁধে একযোগে হুংকার মমতা-অভিষেকের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।