১২৭তম জন্মবার্ষিকীতে নেতাজিকে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর। সুভাষকে ভুলে গিয়েছে বিজেপি, তোপ নেত্রীর। ক্ষোভ অন্তর্ধান রহস্যের ফাইল নিয়েও। উদ্বোধনের পরদিনই রাম মন্দিরে ভক্তের ঢল। ভাঙল ব্যারিকেড। মোতায়েন অতিরিক্ত পুলিশ বাহিনী। বীরভূমে তৃণমূলের ভরসা সেই কেষ্ট। ডিএ আন্দোলনকারীদের পাশে শুভেন্দু অধিকারী। অসমে পুলিশি বাধার মুখে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা। গাজায় যুদ্ধের ঝাঁজ চরমে।
হেডলাইন:
আরও শুনুন: 22 জানুয়ারি 2024: বিশেষ বিশেষ খবর- অযোধ্যায় প্রাণপ্রতিষ্ঠা রামলালার, বঙ্গে সংহতির বার্তা দিলেন মমতা
আরও শুনুন: 21 জানুয়ারি 2024: বিশেষ বিশেষ খবর- নিরাপত্তার চাদরে মোড়া অযোধ্যা, মন্দির চত্বরে র্যাফ-কমান্ডোর ভিড়
বিস্তারিত খবর:
1. নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মবার্ষিকীতে দেশনায়ককে শ্রদ্ধা জানিয়ে, তাঁর অন্তর্ধান রহস্য নিয়ে ফের কেন্দ্রকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “কোথায় হারিয়ে গেলেন নেতাজি? কীভাবে হারিয়ে গেলেন, তা এখনও জানা নেই।” মুখ্যমন্ত্রীর আক্ষেপ, নেতাজীর মৃত্যুদিনও আমরা জেনে উঠতে পারলাম না। তাঁর সাফ দাবি, “আমাদের কাছে নেতাজীর তথ্য সম্বলিত যা ফাইল ছিল, সেই ৬৪ ফাইল আমরা প্রকাশ করে দিয়েছি। কিন্তু কেন্দ্র ফাইল বের করেনি। বিজেপি নেতাজিকে ভুলে গিয়েছে।” নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকীর আগে রাজ্যের হাতে থাকা অন্তর্ধান সংক্রান্ত ফাইল প্রকাশ করে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কেন্দ্রেরও সেই কাজ করার কথা ছিল। কিন্তু কেন্দ্রের হেফাজতে থাকা কোনও ফাইল প্রকাশিত হয়নি। ১২৭ তম জন্মবার্ষিকীতে সেই আক্ষেপ ঝরে পড়ল মুখ্যমন্ত্রীর গলায়। একইসঙ্গে নেতাজীর জন্মদিনে জাতীয় ছুটি না হওয়া নিয়েও এদিন সরব হন মুখ্যমন্ত্রী। এই ইস্যুতে নাম না করে কেন্দ্রকে তাঁর খোঁচা, রাজনৈতিক প্রচারের জন্য এ দেশে ছুটি দেওয়া হয়। কিন্তু যার জন্য় স্বাধীনতা এল তাঁর জন্মদিবসে জাতীয় ছুটি দেওয়া হয় না।
2. রামলালা দর্শনে অযোধ্যায় ভক্তদের সুনামি। মঙ্গলবার চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় রামমন্দির চত্বরে। জানা গিয়েছে, ভিড়ের চাপে বেশ কয়েক জন পদপিষ্ট হয়েছেন। তবে বড়সড় বিপদ ঘটেনি। সংবাদ সংস্থা প্রকাশিত রামমন্দিরের একটি ভিডিওতে দেখা গিয়েছে, পুলিশের ব্যারিকেড হুড়মুড় করে মন্দিরের দিকে ছুটছে জনস্রোত। সেই সময়েই বেশ কয়েক জন পদপিষ্ট হয়েছেন বলে দাবি সংবাদ সংস্থার। এই অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অতিরিক্ত বাহিনী চেয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। জানা গিয়েছে, বর্তমান পরিস্থিতিতে জেপি নাড্ডার অযোধ্যা সফর বাতিল করা হয়েছে। এছাড়াও বেশ কয়েক জন শীর্ষ বিজেপি নেতার রামমন্দিরে আসার কথা ছিল, সেই ভিআইপি দর্শনও বাতিল করা হয়েছে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।