ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নেতাজির জন্মদিনে অভিনব শ্রদ্ধা নিবেদন বাংলার। জন্মক্ষণে শাঁখ বাজিয়ে শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রীর। রেড রোডের মঞ্চ থেকে ঘোষণা একগুচ্ছ কর্মসূচিরও। নেতাজির জন্মদিনে একাধিক ইস্যুতে কেন্দ্রকে বিঁধলেন মমতা। শুরু হয়েছে ওমিক্রনের গোষ্ঠী সংক্রমণ। দাপট বেশি বড় শহরগুলিতেই। দাবি স্বাস্থ্য মন্ত্রকের বিশেষজ্ঞ কমিটির। রোগ প্রতিরোধে ভরসা টিকাকরণেই।
হেডলাইন:
আরও শুনুন: 21 জানুয়ারি 2022: বিশেষ বিশেষ খবর- ইন্ডিয়া গেটে বসছে নেতাজির গ্রানাইট মূর্তি, ঘোষণা প্রধানমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ইন্ডিয়া গেটে বসতে চলেছে গ্রানাইটের নেতাজির পূর্ণাবয়ব মূর্তি। তবে যতদিন না আসল মূর্তিটি তৈরি হচ্ছে ততদিন সেই স্থানে থাকবে একইরকম একটি হলোগ্রাম মূর্তি। কথামতোই রবিবার সন্ধে ৬টা ৪০ নাগাদ নেতাজির সেই হলোগ্রাম মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি এই অনুষ্ঠান থেকেই ২০১৯, ২০২০, ২০২১ এবং ২০২২ সালের ‘সুভাষচন্দ্র বসু আপদা প্রবন্ধন পুরস্কার’ প্রদান করলেন প্রধানমন্ত্রী মোদি। ‘সুভাষ চন্দ্র বসু আপদা প্রবন্ধন পুরস্কার’-এর খাতে নির্বাচিত সংস্থা প্রতি ৫১ লক্ষ টাকা পুরস্কারমূল্য এবং ব্যক্তি প্রতি ৫ লক্ষ টাকা পুরস্কারমূল্য ধার্য করা হয়েছে।
এদিন মূর্তি উন্মোচনের পর প্রধানমন্ত্রী বলেন, ‘নেতাজির স্বপ্নের স্বাধীন ভারত এখনও গড়ে ওঠেনি। আমাদের সকলে মিলেই তা গড়ে তুলতে হবে। পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, মোদি সরকারই নেতাজি সম্পর্কিত যাবতীয় তথ্য় প্রকাশ্যে আনার প্রক্রিয়া শুরু করেছে।
১২৫তম জন্মবার্ষিকীতে নেতাজি সুভাষচন্দ্র বসুর উদ্দেশে এদিন সকালেই টুইটে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক নেতামন্ত্রী। শ্রদ্ধা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তবে এই শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়েও প্রধানমন্ত্রীর গুণগানে মজেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
2. নেতাজির জন্মদিনে তাঁকে অভিনবভাবে শ্রদ্ধা নিবেদন করল বাংলা। তাঁর জন্মক্ষণ ঠিক দুপুর সোয়া বারোটায় বেজে উঠল শাঁখ, সাইরেন। রেড রোডে তাঁর মূর্তির পাদদেশে সম্মান প্রদান করলেন পরিবারের সদস্যরা। ফুলের স্তবক দিয়ে সম্মান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজালেন শাঁখও। একইসঙ্গে রেড রোডের মঞ্চ থেকে একগুচ্ছ কর্মসূচির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
মমতার ঘোষণা, নেতাজির নামে জাতীয় বিশ্ববিদ্যালয় তৈরি হবে। তাঁর নামে বাঁকুড়াতে ক্রীড়া বিশ্ববিদ্যালয় হচ্ছে। এনসিসির কায়দায় স্কুল-কলেজে তৈরি হবে জয় হিন্দ বাহিনী। নেতাজির জন্য তৈরি হচ্ছে বিশেষ মিউজিয়াম। ঋষি অরবিন্দ যে সেলে দীর্ঘদিন বন্দী ছিলেন, সেখানেও মিউজিয়াম তৈরি করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, স্বাধীনতা সংক্রান্ত, নেতাজির জীবন নিয়ে যা যা তথ্য, ফাইল ছিল তা সব প্রকাশ্যে এনেছে রাজ্য। তা ডিজিটালাইজ করা হচ্ছে। পাশাপাশি ২৫ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত এবং ১৫ থেকে ২১ আগস্ট রাজ্যের সমস্ত স্বাধীনতা সংগ্রামীর মূর্তি ফুল এবং আলো দিয়ে সাজানো হবে।
এছাড়াও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলার যে সমস্ত এলাকা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, সেখানে পর্যটকদের নিয়ে যাওয়া হবে। পাশাপাশি, তাম্রলিপ্ত সরকার গঠনের দিনও উদযাপিত হবে তমলুকে। যেখানে স্বাধীনতার সঙ্গে জড়িত নারীদের নিয়ে তৈরি হবে বিশেষ পুস্তিকা। তৎকালীন সংবাদমাধ্যমের ভূমিকা নিয়েও প্রকাশিত হবে বই।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।