ফের উত্তপ্ত সন্দেশখালি। উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীকে আটকানোর অভিযোগে ধুন্ধুমার। তড়িঘড়ি বিশেষ বৈঠক রাজ্য নির্বাচন কমিশনের। লোকসভা ভোটের আগে রাজ্য সফরে প্রধানমন্ত্রী। আরামবাগ থেকেই শুরু ভোটের প্রচার। ফের কংগ্রেসের জোট প্রস্তাবে ‘না’ তৃণমূলের। যাদবপুরে ছাত্রীর যৌন হেনস্থার অভিযোগ। স্থগিত প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা। রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করছে ভারতীয়রা। অবশেষে মানল মোদি সরকার।
হেডলাইন:
আরও শুনুন: 22 ফেব্রুয়ারি 2024: বিশেষ বিশেষ খবর- নিখোঁজ শাহজাহানকে নিয়ে ডিজি-র দিকেই আঙুল সুকান্তর
বিস্তারিত খবর:
1. অশান্ত সন্দেশখালি শুক্রবারও দিনভর রইল সরগরম। এদিন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা নিয়ে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। গ্রামবাসীদের দাবি, পুলিশ বিনা কারণে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী-সহ ২০ জনকে আটক করে গাড়িতে তোলে। তার প্রতিবাদে পুলিশের ভ্যান আটকাতে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মহিলারা। বিক্ষোভে শামিল হন বিজেপির মহিলা প্রতিনিধি দল। পরে বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে যায় পুলিশ। ছেড়ে দেওয়া হয় আটক পরীক্ষার্থীদেরও। এদিনই সন্দেশখালি যাচ্ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়-সহ অন্যান্যরা। তবে, পথেই তাঁদের আটক করা হয়। সেই নিয়ে বাধে একদফা অশান্তি। এদিকে সন্দেশখালির পরিস্থিতি খতিয়ে দেখতে আরও একবার এলাকা ঘুরে দেখেন ডিজি রাজীব কুমার, সঙ্গী ছিলেন দক্ষিণবঙ্গ এডিজি সুপ্রতিম সরকার। পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্য নির্বাচন কমিশনও। আগামী ২৮ ফেব্রুয়ারি কলকাতা ও দুই ২৪ পরগনার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বিশেষ বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক। এদিন সন্দেশখালি পরিস্থিতি সম্পর্কে তথ্য চেয়ে পাঠাল হাই কোর্টও। পঞ্চায়েত ভোটের সময় এলাকার পরিস্থিতি কেমন ছিল তা জানতে চাওয়া হয়েছে। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানিতে এই তথ্য জানাতে হবে বলেই নির্দেশ বিচারপতির।
2. মার্চের শুরুতেই বাংলা থেকে লোকসভা ভোটের প্রচার শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, ১ মার্চ মোদি আসছেন আরামবাগে। সেখানে সভা করবেন। আরামবাগের পর ২ তারিখ কৃষ্ণনগরে সভা করতে পারেন মোদি। আবার ৬ তারিখ আসবেন বারাসতে। কাছারি ময়দানে জনসভা রয়েছে তাঁর। এই সভাতেই সন্দেশখালির ‘নির্যাতিতা’দের মোদির মঞ্চে দেখা যেতে পারে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে তাঁদের সন্দেশখালি থেকে বারাসতে আনা হতে পারে। তাঁরাই সরাসরি মোদির কাছে নিজেদের অভিযোগ জানিয়ে সুরাহা চাইবেন বলে সূত্রের খবর। ফলে এক সপ্তাহে তিনবার বঙ্গ সফরের সম্ভাবনা প্রধানমন্ত্রী মোদির। কমিশনের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, মার্চ মাসেই লোকসভা ভোটের সূচি ঘোষণা হতে চলেছে। মনে করা হচ্ছে, এপ্রিলের শুরুতেই দেশজুড়ে চলবে ভোটপর্ব। তার আগে হেভিওয়েটদের দিয়ে প্রচার শুরু করছে গেরুয়া শিবির। বাংলায় প্রধানমন্ত্রীকে দিয়েই হাইভোল্টেজ প্রচারের সূচনা করছে বঙ্গের গেরুয়া ব্রিগেড।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।