মাধ্যমিক দিতে যাওয়ার পথে হাতির হামলায় মৃত্যু ছাত্রের। ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর। নির্বিঘ্নে পরীক্ষার জন্য বনদপ্তরকে ৮ দফা গাইডলাইন বেঁধে দিল নবান্ন। কান্দিতে জাল অ্যাডমিট নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকার চেষ্টা, পুলিশের হাতে গ্রেপ্তার যুবক। কুন্তল, নীলাদ্রি ও তাপসকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের। বিএসএফের মহিলা কনস্টেবলকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত কোম্পানি কমান্ডার।
হেডলাইন:
আরও শুনুন: 22 ফেব্রুয়ারি 2023: বিশেষ বিশেষ খবর- রাহুল ‘অপদার্থ’, মেঘালয়ে ভোটের আগে বাগযুদ্ধে কংগ্রেস-তৃণমূল
বিস্তারিত খবর:
1. মাধ্যমিকের প্রথম দিনেই মর্মান্তিক মৃত্যু পরীক্ষার্থীর। জলপাইগুড়িতে পরীক্ষা দিতে যাওয়ার পথে হাতির হামলায় মৃত্যু হল অর্জুন দাস নামে এক ছাত্রের। ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই জঙ্গল এলাকায় পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য ৮ দফা গাইডলাইন বেঁধে দিল নবান্ন।
মৃত ছাত্র অর্জুন দাসের বাড়ি জলপাইগুড়ির বৈকন্ঠপুর জঙ্গল সংলগ্ন টাকিমারি এলাকায়। বৃহস্পতিবার সকালে বাবার সঙ্গে স্কুটিতে চেপে জঙ্গলের ভিতরের রাস্তা দিয়ে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল অর্জুন। সেই সময় আচমকা হামলা চালায় দলছুট একটি দাঁতাল। শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারে ওই ছাত্রকে। মারাত্মক জখম অর্জুনকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়। বনদপ্তরের দাবি, জঙ্গলের মধ্যে ওই রাস্তায় চলাফেরা নিষিদ্ধ। তবে এই ধরনের মর্মান্তিক ঘটনা এড়ানোর জন্য এবার বনদপ্তরের উদ্দেশে গাইডলাইন জারি করেছেন অতিরিক্ত মুখ্যসচিব বিবেক গুপ্তা। টানা মাইকিংয়ের মাধ্যমে নাগরিকদের সতর্ক করার নির্দেশ দেওয়া হয়েছে ডিএফও-কে। পরীক্ষা চলাকালীন বনদপ্তরের সমস্ত কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। জঙ্গল এলাকায় নিরাপদে যাতায়াতের জন্য বিশেষ গাড়ি প্রস্তুত রাখা এবং পরীক্ষার্থীদের জন্য নিরাপদ রাস্তা খুঁজে দেওয়ারও নির্দেশ দিয়েছে নবান্ন।
2. এবার মাধ্যমিকেও ভুয়ো পরীক্ষার্থীর হদিশ। পরীক্ষার প্রথম দিনই জাল অ্যাডমিট কার্ড নিয়ে মুর্শিদাবাদের পরীক্ষাকেন্দ্রে ঢোকার চেষ্টা চালায় এক পড়ুয়া। যদিও স্কুল কর্তৃপক্ষের তৎপরতায় ধরা পড়ে যায় সে। আপাতত পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ওই পরীক্ষার্থীকে।
বৃহস্পতিবার সারা রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। এদিনই কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ে ধরা পড়ে ওই ভুয়ো পরীক্ষার্থী। জাল অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় শিক্ষকদের নজরে আসে সে। জিজ্ঞাসাবাদ করতে তার কথায় অসঙ্গতি মেলে। অ্যাডমিট পরীক্ষা করে দেখা যায় তা আসলে গত বছরের অ্যাডমিট। এরপর জাল অ্যাডমিট কার্ড-সহ ওই পরীক্ষার্থীকে কান্দি থানার পুলিশের হাতে তুলে দেন স্কুল কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম আশিস বাগদী। তার বাড়ি খড়গ্রাম থানার গুয়াই গ্রামে। ঘটনার খোঁজখবর শুরু করেছে পুলিশ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।