আনিস-কাণ্ডে সিবিআই তদন্তের দাবি খারিজ মুখ্যমন্ত্রীর। দেউচা পাচামির বহু জমিদাতার হাতে পাট্টা তুলে দিলেন মুখ্যমন্ত্রী। নীরব মোদির মতো কুখ্যাত ‘জালিয়াত’দের থেকে উদ্ধার ১৮ হাজার কোটি টাকা। এপ্রিল থেকেই শুরু রাজ্য সরকারের নিজস্ব ওয়েব পোর্টাল। সিঙ্গুর মামলায় বেকসুর খালাস মন্ত্রী বেচারাম মান্না-সহ ৩১ জন। দাউদ-যোগে গ্রেপ্তার মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। ফের বৃষ্টির পূর্বাভাস
হেডলাইন:
আরও শুনুন: 22 ফেব্রুয়ারি 2022: বিশেষ বিশেষ খবর- আনিস কাণ্ড ঘিরে তোলপাড় রাজ্য, সাসপেন্ড তিন পুলিশকর্মী
আরও শুনুন: 21 ফেব্রুয়ারি 2022: বিশেষ বিশেষ খবর- আনিস হত্যাকাণ্ডে শুরু তদন্ত, মুখ্যমন্ত্রীর নির্দেশে গড়া হল সিট
বিস্তারিত খবর:
1. আনিস খান হত্যাকাণ্ডে সক্রিয় রাজ্য সরকার। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশের দু’ জনকে গ্রেপ্তার করা হয়েছে, নবান্ন থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “তদন্ত যাতে নিরপেক্ষ হয়। পুলিশের ওই দু’জন যাতে কোনওভাবেই যাতে তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে, সেই কারণেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।” তিনি আরও বলেন, “অভিযোগ যদি সঠিক হয় সেক্ষেত্রে সরকার অবশ্যই পদক্ষেপ করবে।” এরপরই বিরোধীদের কড়া বার্তা দেন মমতা। মঙ্গলবারের মহাকরণ অভিযান প্রসঙ্গে বলেন, “গতকাল কলকাতায় যা হয়েছে, তা অনভিপ্রেত। এভাবে রাস্তা আটকে আন্দোলন করা কোনওভাবেই উচিত নয়।”
আনিস খান হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন মৃতের বাবা সালাম খান থেকে শুরু করে বিজেপি, বাম-সহ একাধিক রাজনৈতিক দল। এদিন একপ্রকার সেই তদন্তের দাবি খারিজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, “বারবার সিবিআই তদন্তের কথা বলে রাজ্য পুলিশের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যে কোনও বিপদে রাজ্য পুলিশই বাংলার মানুষের পাশে থাকে। এক্ষেত্রে সঠিক তদন্তই হবে। প্রকাশ্যে আসবে আসল তথ্য।”
মুখ্যমন্ত্রীর পাশাপাশি এদিন পুলিশের উপরে ভরসা রাখার আরজি জানিয়ছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যও। বুধবার তিনি সাফ জানিয়েছেন, ১৫ দিনের মধ্যেই আনিস হত্যার রহস্য উদঘাটন হবে। নিরপেক্ষ তদন্তের পর অভিযুক্তদের শাস্তি দেওয়া হবে। বুধবার বিকেলে সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। সেখানে তিনি বলেন, “পুলিশ সিট গঠন করেছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। ১০০ শতাংশ নিরপেক্ষভাবে তদন্ত হচ্ছে। যা তথ্য পাওয়া গিয়েছে, তার ভিত্তিতে ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন হোমগার্ড কাশীনাথ বেড়া। অপরজন সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্য।” তবে মৃত ছাত্রনেতার পরিবারের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ করেছেন তিনি।
2. দেউচা পাচামির শতাধিক জমিদাতার হাতে পাট্টা এবং চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিশ্রুতি দিলেন স্থানীয়দের কর্মসংস্থানেরও। পাশাপাশি, প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার সার্বিক উন্নয়ন হবে বলেও কথা দিলেন মুখ্যমন্ত্রী।
বুধবার নবান্নে ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ডের বৈঠকে হাজির হন মুখ্যমন্ত্রী। এদিন নবান্নে এসেছিলেন বীরভূমের দেউচা পাচামির জমিদাতাদের একটা বড় অংশ। এদিন ৬ জমিদাতার পরিবারের সদস্যদের হাতে পাট্টা ও নিয়োগপত্র তুলে দেন স্বয়ং মমতা। বাকিদের হাতে প্রশাসনের তরফে পাট্টা ও নিয়োগপত্র তুলে দেওয়া হয়। বীরভূম থেকে আসা পরিবারের সদস্যরা যাতে সাবধানে বাড়িতে ফিরতে পারেন, তার উপযুক্ত ব্যবস্থা করার নির্দেশও দেন তিনি। অভিভাবকের মতো পরিবারের সদস্যদের খোঁজ খবরও নেন মমতা।
সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, “দেউচা পাচামির জন্য ১০ হাজার কোটির পুনর্বাসন প্যাকেজ ধার্য করেছে রাজ্য সরকার। জমির বদলে জমি দেওয়া হবে। জমিদাতাদের পরিবারের একজন সদস্য যোগ্যতা অনুযায়ী চাকরি পাবেন। তাঁদের জন্য ৫১২৫টি শূন্যপদ তৈরি করা হয়েছে।” বীরভূমের নতুন এই প্রকল্প নিয়ে আশাবাদী মুখ্যমন্ত্রী। দেউচা পাচামির রাজ্যকে নয়া দিশা দেখাবে বলে আশা করছেন তিনি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।