১৪ দিনের জেল হেফাজতে আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয়। পলিগ্রাফ টেস্টেও সম্মতি অভিযুক্তের। আরও বিপাকে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ। হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্তেও CBI। হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে সন্দীপ। তদন্ত সেই তিমিরেই। CBI-এর সঙ্গে দেখা করেও হতাশ, কর্মবিরতিতে অনড় আর জি করের আন্দোলনকারীরা। পথে নামতে পারেন নির্যাতিতার মা-বাবাও। আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার আর্জি স্বাস্থ্যসচিবের।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল শিয়ালদহ আদালত। অভিযুক্তের তরফে জামিনের আবেদন করা হলেও তা মঞ্জুর করা হয়নি। আপাতত প্রেসিডেন্সি জেলেই রাখা হবে তাকে। এদিকে, পলিগ্রাফ টেস্টে সঞ্জয় রায় সম্মতি দিয়েছে বলেই জানা গিয়েছে। জেল হেফাজতে থাকাকালীন তাকে এই পরীক্ষায় বসানো হতে পারে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা যাচ্ছে, হেফাজতে থাকাকালীন এক এক সময় এক এক রকম তথ্য দিয়ে সিবিআইকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে সঞ্জয়। সে কারণেই তার পলিগ্রাফ টেস্ট করাতে মরিয়া সিবিআই।
এদিকে আর জি কর-কাণ্ডে সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ সহ মোট সাতজনের পলিগ্রাফ পরীক্ষা করানোর অনুমতি দিয়েছে আদালত। সন্দীপ ঘোষ এদিন সিজিও কমপ্লেক্সে ফের হাজিরা দেন। এই নিয়ে অষ্টম দিন সিবিআই দপ্তরে হাজিরা দিলেন তিনি।
2. আরও বিপাকে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। হাসপাতালের যাবতীয় আর্থিক দুর্নীতির তদন্তও করবে সিবিআই, নির্দেশ কলকাতা হাই কোর্টের। শুক্রবার হাই কোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ নির্দেশ দেন, কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিমকে শনিবার সকাল ১০টার মধ্যে সমস্ত নথি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দিতে হবে। আগামী ৩ সপ্তাহের মধ্যেই তদন্ত সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে, সাফ জানিয়েছেন বিচারপতি।
আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি একাধিক অভিযোগ তুলে হাই কোর্টে দু’টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে সন্দীপের প্রাক্তন সহকর্মী তথা আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি ইডি তদন্তের দাবি জানিয়েছিলেন। শুক্রবার সেই মামলারই শুনানিতে আদালত আর জি করের আর্থিক দুর্নীতির তদন্তভার দেয় সিবিআইয়ের হাতে। তবে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন সন্দীপ ঘোষ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।