সফলভাবে চাঁদে পৌঁছল চন্দ্রযান-৩। প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরু জয় ভারতের। ইসরো-র সাফল্যে শুভেচ্ছা জানালেন মোদি-মমতা। মিজোরামে ব্রিজ দুর্ঘটনায় মৃত্যু বাংলার বহু শ্রমিক। ঘটনায় কেন্দ্রকে খোঁচা মমতার। স্বজনহারা পরিবারগুলিকে সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর। কবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’? আলোচনা করতে সর্বদলীয় বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর। বৈঠক নিয়ে তৃণমূল সরকারকে কড়া আক্রমণ বিজেপির।
হেডলাইন:
আরও শুনুন: 22 আগস্ট 2023: বিশেষ বিশেষ খবর- বাড়ল পুজোর অনুদান, বিদ্যুতের বিলেও বড় ছাড়, ঘোষণা মুখ্যমন্ত্রীর
আরও শুনুন: 21 আগস্ট 2023: বিশেষ বিশেষ খবর- দাবি মেনেই রাজ্যে ফের বাড়ল ইমাম-পুরোহিত ভাতা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. মহাকাশ অভিযানে নতুন ইতিহাস গড়ল ভারত। সফলভাবে চাঁদের মাটি ছুঁয়ে ফেলল চন্দ্রযান-৩। বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের ‘কুমেরু’ জয় করল ভারত। চূড়ান্ত পর্যায়ের এই অবতরণ প্রক্রিয়ায় ১৯ মিনিট সময় লেগেছে। চাঁদের মাটিতে বিক্রম নামার পরই ইসরোর তরফে টুইট করা হয়। দক্ষিণ আফ্রিকা থেকে ভারচুয়ালি এই ইতিহাসের সাক্ষী ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ল্যান্ডার বিক্রমের সাফল্যে জাতীয় পতাকা ওড়ান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘‘টিম চন্দ্রযানকে, বিজ্ঞানীদের আমার শুভেচ্ছা। তাঁরা এই মুহূর্তটির জন্য বছরের পর বছর ধরে পরিশ্রম করেছেন। ১৪০ কোটি দেশবাসীকে শুভেচ্ছা। ভারতের উদীয়মান ভাগ্যের আহ্বান এই মুহূর্তে। অমৃতকালের আহ্বান। অন্তরীক্ষে নতুন ভারতের উদয়।” চাঁদে অভিযান সফল হওয়ার পর শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সমস্ত বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ভারত এবার মহাকাশের সুপার লিগে। চন্দ্রযান-৩-এর এই সাফল্যের দরুন চাঁদে সফলভাবে মহাকাশযান অবতরণ করানো দেশের তালিকায় চতুর্থ হিসাবে নাম লেখাল ভারত। আর চাঁদের দক্ষিণ মেরু আবিষ্কারের কৃতিত্বও পেল ইসরো। ডাবলিন থেকে এই ঐতিহাসিক মুহূর্ত দেখার পর ইসরোকে অভিনন্দন জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও।
2. মিজোরামে রেল ব্রিজ দুর্ঘটনায় প্রাণ গেল বাংলার বহু শ্রমিকের। ঘটনায় কেন্দ্র সরকারের প্রতি কড়া আক্রমণ শানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি স্বজনহারা পরিবারগুলিকে সাহায্যের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে, মিজোরামে আইজল থেকে ২১ কিলোমিটার দূরে আচমকাই নির্মীয়মাণ রেলব্রিজ ভেঙে পড়ে। তৎক্ষণাৎ মৃত্যু হয় কমপক্ষে ১৭ জনের। ধসে পড়া ব্রিজের তলায় আটকে পড়েন অনেকেই। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা ছিলই। এদিকে মালদহের রতুয়ার পুখুরিয়ার পোখলামারি গ্রাম থেকে কমপক্ষে ২৫-৩০ জন শ্রমিক গিয়েছিলেন সেখানে কাজ করতে। বেশি টাকার লোভ দেখিয়ে মিজোরামে বাংলার যুবকদের নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলের পরিকাঠামো নিয়ে উষ্মাপ্রকাশ করে তিনি আরও বলেন, “৩৫ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ২৪ জন মালদহের। রতুয়ার ১৬। ইংরেজবাজারের ৬-৭ জন। আমরা পরিবারগুলোকে সাহায্য নিশ্চয়ই করব। তবে রেলের কাছে দাবি করব আপনাদের কাজ করতে গিয়ে কারও মৃত্যু হলে তাঁদের পরিবারের একজনকে চাকরি দেওয়া প্রয়োজন।” বাংলায় ব্রিজ ভাঙা নিয়ে ব্যঙ্গ করলেও গুজরাট বা বিহারে ব্রিজ ভাঙার ঘটনায় প্রধানমন্ত্রী চুপ কেন, এই প্রশ্নও ছুড়ে দেন মমতা। এবারের ‘দুয়ারে সরকার’ শিবিরে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণের বন্দোবস্তও করেছে রাজ্য সরকার। সেকথা উল্লেখ করে পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরে আসার আরজি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।