স্বস্তির বৃষ্টিতে ভিজল বাংলা। আগামী সপ্তাহে আরও নামবে পারদ, সম্ভাবনা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও। সোমবারই খুলছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান। আগামী সপ্তাহে নবান্নে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়-নীতীশ কুমারের। পুলিশের কাছে আত্মসমর্পণ খালিস্তানি নেতা অমৃতপাল সিং-এর। কালিয়াগঞ্জ কাণ্ডে কেন্দ্রীয় দলের নিশানায় জেলাশাসক। ফের চোখ রাঙাচ্ছে করোনা। দৈনিক পজিটিভিটি রেট ৭ শতাংশ, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ২৯ জনের।
হেডলাইন:
আরও শুনুন: 22 এপ্রিল 2023: বিশেষ বিশেষ খবর- ধর্মের নামে ভাগাভাগি নয়, ইদের দিনে এনআরসি রোখার ডাক মমতার
আরও শুনুন: 21 এপ্রিল 2023: বিশেষ বিশেষ খবর- এখনই নয় বাড়তি ডিএ, নবান্নে বৈঠকের পর হতাশ আন্দোলনকারীরা
বিস্তারিত খবর:
1. অবশেষে বৃষ্টিতে ভিজল শহর। হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে শনিবার রাতেই স্বস্তির বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ গোটা বাংলা। কোথাও ছিঁটেফোঁটা কোথাও আবার মাঝারি বৃষ্টি চলছে রবিবার সকালেও। দীর্ঘদিন পর কিছুটা হলেও কমেছে তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২ দিনে কলকাতার তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমতে পারে। তীব্র দাবদাহের কাড়ণেই সাময়িক বন্ধ ছিল রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠাগুলি। তবে তাপপ্রবাহ নিয়ন্ত্রণে আসায় আগামিকাল থেকেই খুলে যাচ্ছে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। হওয়া অফিস সূত্রে খবর, আগামী মঙ্গলবার পর্যন্ত বজায় থাকবে আবহাওয়া মোটামুটি স্বস্তিদায়কই থাকবে। পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির ও ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও বইবে। সোম ও মঙ্গলবারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।
2. বিরোধী ঐক্যে শান দিতে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি(ইউ) সুপ্রিমো নীতীশ কুমারের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, আগামী মঙ্গলবার অর্থাৎ ২৫ তারিখ কলকাতায় আসছেন নীতীশ কুমার। দুপুর ২টো নাগাদ নবান্নে তাঁর সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপিকে দেশের ক্ষমতা থেকে হঠানো পাখির চোখ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বিশ্বাস করেন, বিরোধীরা একজোট হয়ে লড়াই করলে বিজেপি আর ক্ষমতায় আসতে পারবে না, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। সুযোগ পেলেই তাই বিরোধীদের প্রতি জোট বার্তা দিয়ে থাকেন। তবে শুধু মৌখিক বার্তাই নয়, একেবারে ময়দানে নেমে সেই কাজও যে তিনি শুরু করেছেন, তার প্রমাণ মিলেছিল আগেই। অখিলেশ যাদব, নবীন পট্টনায়েকের ইতিমধ্যেই বৈঠক করেছেন তিনি। নীতিশ কুমারের সঙ্গেও সারবেন বৈঠক। একদা এনডিএ-র অন্যতম শরিক জনতা দল (ইউনাইটেড) জোট ছেড়ে বেরিয়ে আসার পরই অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গে নীতীশ কুমারের বেশ ভালরকম সখ্য তৈরি হয়। অনেকেই তাঁকে প্রধানমন্ত্রী মুখ হিসেবেও দেখতে শুরু করেন। তবে সেসব নিজেই উড়িয়ে দিয়েছেন বর্ষীয়ান রাজনীতিক। এবার তাঁর সঙ্গে তৃণমূল সুপ্রিমোর ‘জোট’ বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।