বানভাসি ঘাটালে দেব। মাস্টারপ্ল্যান সম্পূর্ণ হতে পাঁচ বছর লাগবে, দাবি তারকা সাংসদের। ডিভিসির সদস্যপদ থেকে ইস্তফা রাজ্যের দুই প্রতিনিধির। বঙ্গোপসাগরে চোখরাঙাচ্ছে নতুন নিম্নচাপ। পুজোর মুখে ফের ভাসবে দক্ষিণবঙ্গ। জম্মুতে পাক জঙ্গিদের অনুপ্রবেশের ছক বানচাল। কোয়াড সামিটে যোগ প্রধানমন্ত্রী মোদির। অশ্বিন-জাদেজার ঘূর্ণির জালে বন্দি টাইগাররা। চতুর্থ দিনে শুরুতেই সহজ টেস্ট জয় ভারতের।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. পুজোর মুখে ভাসছে ঘাটাল। বন্য়া পরিস্থিতির শুরুতেই নিজের সংসদীয় এলাকায় পৌঁছে যান দেব। রবিবার ফের ঘাটাল ঘুরে গেলেন অভিনেতা সাংসদ। এদিন বোটে চেপে জলমগ্ন এলাকা পরিদর্শন করেন তিনি। নিজে হাতে পৌঁছে দেন ত্রাণ। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী জাভেদ খান এবং মুখ্যসচিব মনোজ পন্থ। স্বাভাবিক ভাবেই ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে দেবকে প্রশ্ন করা হয়। জবাবে সাংসদ বলেন, “ভোটের আগে আমাদের সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণ হবে। এই একটা শর্তের জন্যই আমি রাজনীতিতে ফিরেছি।” তবে মাস্টারপ্ল্যান সম্পন্ন হতে যে সময় লাগবে তা স্পষ্ট করে দিয়েছেন সাংসদ। সাফ জানিয়েছেন, ঘাটাল মাস্টার প্ল্যান পাঁচ বছরের আগে সম্পূর্ণ হওয়া সম্ভব হয় না। এদিকে, দামোদর ভ্যালি কর্পোরেশন বোর্ডের সদস্যপদ থেকে পদত্যাগ করলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের সচিব শান্তনু বসু। সরে গিয়েছেন সেচ দপ্তরের প্রধান ইঞ্জিনিয়ারও। জানা গিয়েছে, ডিভিসির না জানিয়ে জল ছাড়ার প্রতিবাদে এই পদক্ষেপ। যদিও ডিভিসির কমিটি থেকে প্রতিনিধি তুলে নেওয়ার কথা প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
2. বঙ্গোপসাগরে ফের চোখরাঙাচ্ছে নিম্নচাপ। পুজোর আগে ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। তবে তাপমাত্রার হেরফের হবে না। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সোমবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। ওইদিন হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা ভিজতে পারে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির আশঙ্কা দুই ২৪ পরগনায়। এদিকে, দার্জিলিং ও সিকিমে গরম এবং অস্বস্তি দুটোই বাড়বে। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকে বদলাবে আবহাওয়া। ভারী বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য এলাকা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।